দেশে সেরা ইমামের সম্মাননা পাচ্ছেন ফেনীর মঞ্জুরুল মাওলা
- আপডেট সময় : ১১:৫৫:১৯ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
দেশ সেরা ইমাম নির্বাচিত হয়েছেন ফেনীর ছাগলনাইয়া উপজেলা মডেল মসজিদের ইমাম খতিব মাওলানা মনজুরুল মাওলা সরদার। চলতি বছরের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পরীক্ষায় অংশ নিয়ে সারা বাংলাদেশ হতে কেন্দ্রীয় পর্যায়ে প্রথম হন এবং দেশ সেরা ইমাম নির্বাচিত হন।
গতকাল সন্ধ্যায় ফেনীর জেলা ইসলামিক ফাউন্ডেশনেে উপ পরিচালক মীর মোঃ নেয়ামতুল্লাহ সাংবাদিকদের কে এব্যাপারে তথ্য জানান।
তিনি আরো জানান, মাওলানা মনজুরুল মাওলা প্রথমে উপজেলা, জেলা ও পরে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন। তারপর গত ২৭ মে রাজধানীর ঢাকায় কেন্দ্রীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই পরীক্ষায় প্রথম হয়ে দেশ সেরা ইমাম নির্বাচিত হন তিনি। আগামী ৫ই জুন বুধবার বাংলাদেশের মাননীয় ধর্মমন্ত্রী তার হাতে পুরস্কার ও সাম্মাননা তুলে দিবেন।
দেশ সেরা ইমাম মঞ্জুরুল মাওলা ছাগলনাইয়ার পাঠান নগর আমিনিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক কেফায়েত উল্লাহ সরদারের জ্যেষ্ঠ পুত্র। তিনি একই এলাকার রৌশন ফকির দরগাহ মাদ্রাসার সুপার হিসেবে বেশ কিছুদিন যাবত দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি উক্ত উপজেলার থানা মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দেশের সেরা ইমামের সম্মাননা পাচ্ছেন ফেনীর মঞ্জুরুল মাওলা
দেশেরা ইমাম মঞ্জুরুল মাওলা শিক্ষা জীবনে আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছেন। শিক্ষা জীবনের প্রতিটি বিভাগে তিনি প্রথম স্থানে উত্তীর্ণ হন।
তারপর ২০১৮ সালে চট্টগ্রাম ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ইমামদের প্রশিক্ষণ কেন্দ্রে অংশ নিয়ে কৃতিত্বের সাথে ইমাম প্রশিক্ষণ শেষ করেন। এছাড়া তিনি বেসরকারি ব্যবস্থাপনা থেকেও ইমাম প্রশিক্ষণ সম্পন্ন করেন।
দেশেরা ইমাম মঞ্জুরুন মাওলা তার অনুভূতি ব্যক্ত করে সাংবাদিকদের কে বলেন, এই অনুভূতি অনেক ভালো লাগার। জেলা পর্যায়ে থেকে আমি এখন জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছি। আমি গত ৮ বছর ধরে ইমামতি করছি। সেই সাথে ইসলামের পথে আগামী দিনের পথ চলায় সবার কাছে দোয়া কামনা করছি।
দেশ সেরা ইমাম মঞ্জরুল মাওলার ব্যাপারে ফেনীর ইসলামী ফাউন্ডেশনের পরিচালক বলেন, আমাদের ফেনী জেলা থেকে এর আগে জেলা পর্যায়ে অনেক সাফল্য রয়েছে। কিন্তু জাতীয় পর্যায়ে এত বড় সম্মাননা পাওয়া এই বারই প্রথম। আমরা সব সময় প্রতিযোগিদের সর্বোচ্চ সহযোগিতা করে আসছি। এই অর্জন আমাদের ফেনী বাসীর জন্য গৌরবের। আগামী ৫ জুন ঢাকায় অনুষ্ঠানে তার হাতে দেশের ইমামের সম্মাননা এবং পুরস্কার তুলে দেওয়া হবে।
এখন থেকে মধ্যবিত্তরাও টিসিবির পণ্য ক্রয় করতে পারবেন। বিস্তারিত জানার জন্য এখানে প্রবেশ করুন।