অভিনেত্রী সীমানা আইসিইউতে
- আপডেট সময় : ০৬:২৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন মডেল ও অভিনেত্রী রিশতা লাবনী সীমানা। জ্ঞানহীন অবস্থায় থাকার তার ১১তম দিন আজকে। অভিনেত্রী সীমানা বর্তমানে লাইফ সাপোর্টে আইসিইউতে আছেন। তার শারীরিক অবস্থার তেমন কোন উন্নতি হচ্ছে না। বিষয়গুলি জানিয়েছেন অভিনেত্রী সীমানার ভাই এজাজ বিন আলী।
বিগত ১০ দিন আগে মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে অভিনেত্রী সীমানার সার্জারি করা হয়। সার্জারির পর থেকেই তিনি আইসিইউতে। এর মধ্যে আবার তার কিডনিতেও জটিল রোগ ধরা পড়েছে। তার চিকিৎসকেরা জানিয়েছেন অবস্থা খুব বেশি ভালো নয়। সেই সাথে এখন নিঃশ্বাসেও জটিলতা দেখা দিয়ে যাচ্ছে। এসময় অভিনেত্রী সীমানার বাবা বলেন, আমার মেয়ে ভালো নেই। প্রচুর টাকা লাগছে তাই সবাই আমাদের জন্য দোয়া করবেন।
এর আগে প্রায় ৮ দিন ধরে অভিনেত্রী সীমানা ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সাইন্স ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এব্যাপারে তার ভাই এজাজ বিন সাংবাদিকদের কে বলেন, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার অপারেশন করা হয়। তারপর থেকেই সীমানা আইসিইউ তে পর্যবেক্ষণে আছে। এতদিন পার হয়ে গেল এখনো তার জ্ঞান ফিরে নি। হাসপাতালের চিকিৎসকরা বলেছেন, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করেছেন, এই মুহূর্তে তাদের আর কিছু করার নেই।
অভিনেত্রী সীমানা আইসিইউতে
অভিনেত্রী সীমানার মস্তিষ্কের রক্ত ক্ষরনের কারণ ছিল স্ট্রোক। নিউরোলজিস্ট এবং লিভার স্পেশালিস্টের পরামর্শ তার অপারেশন করা হয়। কিন্তু সেখানে অবস্থার খুব বেশি উন্নতি না হলে তার ভাই এজাজ সীমানাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থানান্তর করেন।
অভিনেত্রী সীমানা ২০০৬ সালে লাস্ট চ্যানেল আই সুপারস্টারের মাধ্যমে মিডিয়া জগতে প্রবেশ করেন। বিখ্যাত সিনেমা দারুচিনি দ্বীপ সহ জন্য আরও অনেক সিনেমায় অভিনয় করেছেন। তাছাড়াও অভিনয় করেছেন অসংখ্য বাংলা নাটকে। এরপর মা হওয়ার কারণে অভিনেত্রী সীমানা নাটক এবং মিডিয়া জগত থেকে বিরতি নিয়েছিলেন। অভিনেত্রী সীমানার ৩ বছর এবং ৭ বছর বয়সী দুইটি বাচ্চা আছে। এসম্পর্কে তার ভাই এজাজ সাংবাদিকদের বলেন অভিনেত্রীর সীমানার পারিবারিক চাপ কিছুটা ছিল কিন্তু বড় কোন প্রেশার ছিল না। সেগুলোর নিয়েই শেষ স্ট্রোক করে।
অভিনেত্রী সীমানার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে কিনা এব্যাপারে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নিয়মিত খোঁজ খবর রাখছেন। তিনিও অনেকটা হতাশার সুরে বলেছেন, মস্তিষ্কের রক্তক্ষরণের পর অভিনেত্রীর সীমানার কিডনিতেও অনেক জটিলতা দেখা দিয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন।
বাংলাদেশীদের নতুন করে ওমানের ভিসা দেওয়া হচ্ছে। বিস্তারিত জানতে এখানে প্রবেশ করুন।