ঢাকাবুধবার , ৬ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন ‘আয়েশা-আমিরুল ট্রাস্ট ফান্ড বৃত্তি’

Zahid Hassan
আগস্ট ৬, ২০২৫ ৬:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব কাজী রওশন আক্তার স্বাগত বক্তব্য দেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, শিক্ষার্থীদের একটি বড় অংশ আর্থিক অনটন ও অসচ্ছলতার মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদানের কার্যক্রম অত্যন্ত গুরুত্ব বহন করে। শিক্ষার্থীদের ব্যক্তিগত প্রোফাইল ও সিভি তৈরির ক্ষেত্রেও এই বৃত্তিপ্রাপ্তির তথ্য উল্লেখ করার মতো বিষয়।