ঢাকা আশকোনা:
খানকায়ে কাদেরীয়া হামিদীয়া ওয়ালীয়া দরবার শরীফে অনুষ্ঠিত হয়ে গেল ওলামা সম্মেলন। আয়োজনে ছিল আঞ্জুমানে সুব্বুস সুন্নাহ বাংলাদেশ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ওলামায়ে কেরাম, মাশায়েখ ও তরিকতের অনুসারীদের উপস্থিতিতে আয়োজিত এ সম্মেলনটি দারবার প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

সভাপতিত্ব করেন পীরে তরিকত আলহাজ্ব হাফেজ মাওলানা অলিউল্লাহ আশেকী
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যিন নুরাইন ওয়ালীয়া সুন্নীয়া ট্রাস্টের প্রতিষ্ঠাতা পীরে তরিকত আলহাজ্ব হাফেজ মাওলানা অলিউল্লাহ আশেকী। তিনি তাঁর বক্তব্যে ইলমে দীন, চরিত্র গঠন, সুন্নাহর প্রতি অঙ্গীকার এবং উম্মাহর ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।
পীর সাহেব বলেন,
“ওলামায়ে কেরামই নবীগণের উত্তরসূরি। সমাজে শান্তি, নৈতিকতা ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় ওলামাদের ভূমিকা অপরিসীম। তাসাওউফের প্রকৃত শিক্ষা হলো মনকে পরিশুদ্ধ করা এবং আল্লাহ-রাসুলের প্রেমে আত্মাকে উন্নত করা।”
তরুণ প্রজন্মের প্রতি বিশেষ দিকনির্দেশনা
তিনি আরও বলেন,
“বর্তমান প্রজন্মকে সুন্নাহভিত্তিক জীবন ও প্রকৃত ইসলামী আখলাকের পথে উদ্বুদ্ধ করতে হবে। প্রযুক্তির এই যুগে বিভ্রান্তি এড়াতে তরুণদের মাঝে কোরআন-হাদিসের আলো পৌঁছে দেওয়া জরুরি।”
দেশের বিভিন্ন এলাকার আলেমদের অংশগ্রহণ
সম্মেলনে খানকার সকল সম্মানিত আলেমগণ উপস্থিত ছিলেন। এছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে আগত আলেমদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা মুসলিম উম্মাহর মধ্যে সৌহার্দ্য, মূল্যবোধ ও পরস্পরের প্রতি সম্মান প্রদর্শনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
দোয়া মাহফিলে দেশের শান্তি কামনা
অনুষ্ঠানের শেষ পর্বে দেশের শান্তি, মুসলিম উম্মাহর ঐক্য, তরুণ প্রজন্মের সঠিক পথপ্রাপ্তি ও জাতীয় সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়।


