ঢাকামঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মাদ্রাসা ক্রিকেট চালু করতে যাচ্ছে বিসিবি

narsingdivoice
অক্টোবর ৭, ২০২৫ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

খেলাধুলা ডেস্ক | নরসিংদী ভয়েস | ৮ অক্টোবর ২০২৫বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের মাদ্রাসাগুলোতে ক্রিকেট চালুর পরিকল্পনা করেছে। স্কুল ও কলেজের মতো এবার ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও মাঠে টানতে চায় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।বিসিবির নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গণমাধ্যমকে বলেন, “বাংলাদেশে লাখ লাখ মাদ্রাসা শিক্ষার্থী আছে। তাদের মধ্যে অনেকেই খেলাধুলার প্রতি আগ্রহী। আমরা চাই, সেই শিক্ষার্থীরাও ক্রিকেটের সুযোগ পাক। তাদের মধ্য থেকেও নতুন প্রতিভা উঠে আসতে পারে।”বুলবুল আরও জানান, আপাতত ছোট ফরম্যাটে — সম্ভবত ১০ ওভারের ম্যাচে — টুর্নামেন্ট আয়োজনের চিন্তা করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি কয়েকটি জেলার মাদ্রাসায় পরীক্ষামূলকভাবে চালু হতে পারে।বিসিবির নতুন কমিটি প্রথম বৈঠকেই মাদ্রাসা ক্রিকেটের বিষয়টি আলোচনা করে। সভাপতি বলেন, “এখনও বিস্তারিত চূড়ান্ত হয়নি। সময়, বাজেট, মাঠ ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা চলছে। আমরা চাই খুব শিগগিরই মাদ্রাসা ক্রিকেটকে বাস্তবে দেখতে।”সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে মাদ্রাসা ক্রিকেটকে ঘিরে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।