নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর কুরআন অবমাননামূলক আচরণের প্রতিবাদে নরসিংদীতে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৮ অক্টোবর) সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে নরসিংদী দাওয়াহ পরিষদ-এর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, আলেম-ওলামা, ইসলামপ্রেমী জনতা ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তারা বলেন, মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআনের অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না। তারা বলেন, “নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের কুরআন অবমাননামূলক কর্মকাণ্ড শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়, বরং তা সমাজে বিভাজন ও বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা।”বক্তারা অবিলম্বে অভিযুক্ত শিক্ষার্থীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে কুরআন ও ইসলামের অবমাননা রোধে কঠোর আইন প্রণয়নের আহ্বান জানান সরকারের প্রতি।তারা আরও বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। কিন্তু যারা কুরআনের বিরুদ্ধে অপপ্রচার করে, তারা সমাজে বিভ্রান্তি ছড়াতে চায়। মুসলমানদের উচিত এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা।


