গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ বন্ধ
- আপডেট সময় : ০৭:৫০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে
আজ ২৭ জুন বৃহস্পতিবার গাজীপুরে একটি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে প্রায় ৩ ঘন্টা উত্তরবঙ্গের সাথে যোগাযোগ বন্ধ ছিল।
পরবর্তীতে উদ্ধারকারী রিলিফ ট্রেন স্টেশনে পৌঁছালে রাত আটটার পরে সকল রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এ ব্যাপারে জয়দেবপুর রেলস্টেশনের মাস্টার হানিফ আলী সাংবাদিকদের কে তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক পার্ক রেলস্টেশন এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ট্রেন লাইনের উপর আটকা পড়ে যায়।
কালিয়াকৈরের স্থানীয় লোকজনের মাধ্যমে জানা যায়, কুড়িগ্রাম থেকে বিকেলে ছেড়ে আসা ট্রেনটি মির্জাপুর রেলস্টেশন ও বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশনের মাঝামাঝি পৌঁছালে ইঞ্জিনটি হঠাৎ করে বন্ধ হয়ে যায়। যেহেতু উক্ত রেল লাইনের মাধ্যমে উত্তরবঙ্গের সকল ধরনের রেল যোগাযোগ হয়, তাই কয়েক ঘণ্টার জন্য উত্তরবঙ্গের সাথে ঢাকা শহরের যোগাযোগ বন্ধ হয়ে যায়।
পরবর্তী সময়ে ঢাকা থেকে বিকল্প আরেকটি ট্রেনের ইঞ্জিন এনে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন নিয়ে প্রায় ৩ ঘন্টা পর পুনরায় ঢাকার সাথে উত্তরবঙ্গের যোগাযোগ চালু হয়।
গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ বন্ধ
জয়দেবপুরের রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হানিফ আলী সাংবাদিকদের কে বলেন, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি আজকে বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর পার হয়। টাঙ্গাইল স্টেশনের কিছুদূর পরেই হচ্ছে মির্জাপুর রেলস্টেশন। মির্জাপুর রেলস্টেশনের কিছুক্ষণ পরে আবার কালিয়াকৈর অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক সিটি পার্ক।
এই দুই এলাকার মাঝা মাঝি স্থানে ট্রেনের ইঞ্জিনটি বিকল হয়ে ট্রেনটি থেমে যায়। এতে করে ওই লাইনের সকল ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তারপর আমরা অর্থাৎ জয়দেবপুর রেলস্টেশন কর্তৃপক্ষ খবরটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তারা আরেকটি ট্রেনের ইঞ্জিন ঘটনাস্থলে পাওয়া যায়।
মাঝখানের ঘন্টা খানেক সময় ওই রোডে কোনরকম ট্রেন চলাচল করা সম্ভব হয়নি।
স্টেশন মাস্টার হানিফ আলী আরো জানান, কয়েক ঘন্টা পর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে জয়দেবপুর রেলস্টেশনে প্রবেশ করে। তারপর থেকে উত্তরবঙ্গে সাথে সকল ধরনের যোগাযোগ স্বাভাবিক হয়।
আমরা জানি জয়দেবপুর রেলস্টেশন থেকে কালিয়াকৈর স্টেশন দিয়ে উত্তরবঙ্গের সকল ধরনের রেল যোগাযোগ সম্পন্ন হয়। এ লাইনটি গাজীপুরের পরে টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পার হয়ে উত্তরবঙ্গের সাথে যোগাযোগ স্থাপন করেছে। যেহেতু উত্তরবঙ্গের সাথে এটি একমাত্র রেল যোগাযোগ তাই আর বিকল্প উপায় না থাকায় যাত্রীদের বেশ দুর্ভোগ পোহাতে হয়।