২০২৫ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বরে
- আপডেট সময় : ০৬:৫০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
সাম্প্রতিক সময়ে সরকার শিক্ষা কাঠামোতে বেশ কিছু পরিবর্তন এনেছে। আরোও কিছু সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হওয়ার অপেক্ষায় আছে। ঠিক তেমনি একটি সিদ্ধান্ত হলো ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ডিসেম্বরে নেওয়া। আগামী ৩১ মে চূড়ান্তভাবে ঘোষণা দেওয়া হবে এসএসসি পরীক্ষার ডিসেম্বরের নেয়া হবে কিনা।
সেই সাথে এসএসসি পরীক্ষার সিলেবাসেও আসছে বেশ কিছু পরিবর্তন। এতদিন নবম এবং দশম ২ শ্রেণীর পাঠকার্যক্রমের উপর বিবেচনা করে এসএসসি পরীক্ষা নেওয়া হতো। আগামীতে এসএসসি পরীক্ষা নেওয়া হবে শুধুমাত্র ১০ম শ্রেণীর পাঠ কার্যক্রমের উপর ভিত্তি করে। পুরো মূল্যায়ন সম্পন্ন হবে ৭ টি বিষয়ের উপরে।
বাংলাদেশের বিদ্যালয়গুলোতে ইতিমধ্য ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত নতুন শিক্ষাক্রমে পাঠদান চলছে। তবে তাদের মূল্যায়ন পদ্ধতির সম্পর্কে চূড়ান্ত কোন সিদ্ধান্ত দেওয়া হয়নি। মাধ্যমিক শিক্ষা বোর্ডের ঘোষণা অনুযায়ী এসএসসি এর ৬৫ ভাগ মূল্যায়ন হবে লিখিত পরীক্ষার উপরে ভিত্তি করে এবং ৩৫ ভাগ মূল্যায়ন হবে দক্ষতার উপর ভিত্তি করে।
২০২৫ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বরে
সেই সাথে প্রতিটি বিষয়ে এসএসসি পরীক্ষার সময় হবে ৫ ঘন্টা। এর মধ্য ২ ঘন্টা হবে লিখিত পরীক্ষা। বাকি ৩ ঘন্টা হবে স্কুলে সারা বছর যে দক্ষতা ভিত্তিক পাঠগুলো সম্পন্ন করেছে সেগুলোর উপর। সেই সাথে ব্যবহারিক পরীক্ষা তো আছেই।
পুরো মূল্যায়ন গুলো হবে শিক্ষা বোর্ডের অধীনে। তাই আগামী এসএসসি পরীক্ষার পুর্ণ দিক নির্দেশনার ব্যাপারে ৩১ শে মে চূড়ান্তভাবে রূপরেখা প্রদান করা হবে। নতুন পাঠ শিক্ষা কার্যক্রমের জন্য স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে।
এদিকে যারা ইতিমধ্যে নবম শ্রেণীতে অধ্যয়ন করেছেন তাদের ব্যাপারে অভিভাবকরা বেশ চিন্তিত। যেহেতু মূল্যায়ন পদ্ধতি এখনো চূড়ান্ত হয়নি তাছাড়া বছরের ৫ মাস ইতোমধ্যে শেষ হয়ে গেছে, তাই অনেক শিক্ষার্থীরা এব্যাপারে উদ্বিগ্ন। যদিও চূড়ান্ত ঘোষণা আসতে আর খুব বেশিদিন বাকি নেই।
তাছাড়া এসএসসি পরীক্ষা যেহেতু দশম শ্রেণীর পাঠ্যক্রমের উপর ভিত্তি করে হবে তাই এখন যারা নবম শ্রেণীতে পড়ছে তাদের উদ্বিগ্ন হবার হত এমন কোন কারণ নেই।
চলতি বছরের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে আগামী ফেব্রুয়ারিতে। এটি হয়তোবা পুরনো শিক্ষাক্রম অনুযায়ী শেষ এসএসসি পরীক্ষা। তারপর থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা ডিসেম্বরের মধ্য সম্পন্ন হয়ে যাবে। তাই দশম শ্রেণীতে ১১ মাস সময় পাওয়া যাবে পুরো প্রিপারেশন নেওয়ার। সেই সাথে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে ৫ ঘন্টায়। মাঝখানে ১৫ মিনিটে বিরতি দেওয়া হবে।