ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কোন মাধ্যমে শব্দের গতির সবচাইতে কম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে

কোন মাধ্যমে শব্দের গতির সবচাইতে কম

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিভিন্ন বস্তুর গতি নিয়ে আমাদের বেশ আগ্রহ আছে। শিক্ষার্থীদের মুখে প্রায় একটি কমন প্রশ্ন যে কোন মাধ্যমে শব্দের গতি সবচাইতে কম। মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু করে বিসিএস পরীক্ষা সব জায়গায় এরকম প্রশ্ন এসে থাকে। তাই আজকে এই লেখাটির পড়লে শব্দের গতি সম্পর্কে সকল ধারণা পরিষ্কার হয়ে যাবে।

কোন মাধ্যমে শব্দের গতির সবচাইতে কম সেটি জানার আগে চলুন জেনে নেই গতি কাকে বলে।

কোন বস্তু কোন মাধ্যমে প্রতি একক সময়ে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে সেই বস্তুর গতি বলা হয়। গতি পরিমাপের বিভিন্ন একক রয়েছে। যেমন কিলোমিটার/ঘন্টা, মিটার/সেকেন্ড ইত্যাদি পরিমাপ একক। শব্দের গতি হিসাব করার জন্য আমরা মিটার/সেকেন্ড ব্যবহার করব। এর অর্থ হচ্ছে শব্দ প্রতি ১ সেকেন্ডে যে কয় মিটার দূরত্ব অতিক্রম করে সেটিকে শব্দের গতি হিসেবে ধরব।

বিভিন্ন মাধ্যমে শব্দের গতি

একেক মাধ্যমে শব্দ একেক গতিতে চলে। যেমন,

• বাতাসে শব্দ প্রায় প্রতি সেকেন্ডে ৩৩০ মিটার দূরত্ব অতিক্রম করে।
• ইস্পাতের ভেতর দিয়ে শব্দ প্রতি সেকেন্ডে প্রায় ৫৯২০ মিটার দূরত্বে ফোন করে।
• পানির ভেতর দিয়ে শব্দ প্রতি সেকেন্ডে ১৪৯০ মিটার দূরত্ব অতিক্রম করে।
• শূন্য মাধ্যম শব্দের কোনো গতি নেই কারণ শূন্য মাধ্যমে শব্দ কোন দূরত্ব অতিক্রম করতে পারে না। চলাচলের জন্য অবশ্যই মাধ্যমের প্রয়োজন হবে।

কোন মাধ্যমে শব্দের গতি সবচাইতে কম?

উপরে কয়েকটি মাধ্যমে শব্দের গতির কথা উল্লেখ করা হয়েছে। সেগুলো ভালো করে খেয়াল করলে আপনার দেখবেন বায়ু মাধ্যমে শব্দের গতি সবচাইতে কম। বায়ু মাধ্যমে শব্দের গতি হলো ৩৩০ মিটার/সেকেন্ড। অর্থাৎ আমরা স্বাভাবিক যে কথাবার্তা গুলো বলি সেগুলো বায়ু মাধ্যমে একজনের মুখ থেকে আরেকজনের কানে পৌঁছায়। আর এই মাধ্যমে সবচাইতে ধীরগতিতে চলে।

কোন মাধ্যমে শব্দের গতির সবচাইতে কম

শব্দের গতি সবচাইতে বেশি কোন মাধ্যমে?

শব্দের গতির তালিকাটি ভালো করে খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে মাধ্যম যত শক্ত হচ্ছে শব্দের গতিগত বৃদ্ধি পাচ্ছে। ঠিক সেজন্যই ইস্পাত মাধ্যমে সবচাইতে বেশি ৫৯২০ মিটার/সেকেন্ড। ইস্পাতের চাইতে যদি আরো শক্ত কিছু ব্যবহার করা যায় তাহলে সেখানে শব্দের গতি আরো বৃদ্ধি হবে।

আপনাদের সুবিধার জন্য শব্দের গতি আমি মাইলে হিসাব করে বলছি। বাতাসের শব্দের গতি প্রতি ঘন্টায় প্রায় ৫৫৭ মাইল। অনেক যুদ্ধবিমান আছে যেগুলো এর চাইতে বেশি দ্রুত চলে। সেই হিসেবে শব্দের গতি খুব একটা বেশি নয় বাতাস মাধ্যমে।

পৃথিবীতে কোন বস্তুর গতির সবচাইতে বেশি?

এখন পর্যন্ত আবিষ্কৃত গতি গুলোর মধ্যে আলোর গতি সবচাইতে বেশি। আলোর প্রতি প্রতি সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার বা ১ লক্ষ ৮৬ হাজার মাইল। এর চাইতে দ্রুতগতি সম্পন্ন কোন কিছু এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি।

শব্দের গতি কোন মাধ্যমে সবচাইতে কম আর কোন মাধ্যমে বেশি আশা করি সে সম্পর্কে পরিষ্কার ধারণা হয়েছে। পরীক্ষায় এবার উত্তর আর ভুল হবে না।

জাগরণী চক্র ফাউন্ডেশনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি দেখতে এখানে প্রবেশ করুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কোন মাধ্যমে শব্দের গতির সবচাইতে কম

আপডেট সময় : ০৭:২৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪

বিভিন্ন বস্তুর গতি নিয়ে আমাদের বেশ আগ্রহ আছে। শিক্ষার্থীদের মুখে প্রায় একটি কমন প্রশ্ন যে কোন মাধ্যমে শব্দের গতি সবচাইতে কম। মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু করে বিসিএস পরীক্ষা সব জায়গায় এরকম প্রশ্ন এসে থাকে। তাই আজকে এই লেখাটির পড়লে শব্দের গতি সম্পর্কে সকল ধারণা পরিষ্কার হয়ে যাবে।

কোন মাধ্যমে শব্দের গতির সবচাইতে কম সেটি জানার আগে চলুন জেনে নেই গতি কাকে বলে।

কোন বস্তু কোন মাধ্যমে প্রতি একক সময়ে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে সেই বস্তুর গতি বলা হয়। গতি পরিমাপের বিভিন্ন একক রয়েছে। যেমন কিলোমিটার/ঘন্টা, মিটার/সেকেন্ড ইত্যাদি পরিমাপ একক। শব্দের গতি হিসাব করার জন্য আমরা মিটার/সেকেন্ড ব্যবহার করব। এর অর্থ হচ্ছে শব্দ প্রতি ১ সেকেন্ডে যে কয় মিটার দূরত্ব অতিক্রম করে সেটিকে শব্দের গতি হিসেবে ধরব।

বিভিন্ন মাধ্যমে শব্দের গতি

একেক মাধ্যমে শব্দ একেক গতিতে চলে। যেমন,

• বাতাসে শব্দ প্রায় প্রতি সেকেন্ডে ৩৩০ মিটার দূরত্ব অতিক্রম করে।
• ইস্পাতের ভেতর দিয়ে শব্দ প্রতি সেকেন্ডে প্রায় ৫৯২০ মিটার দূরত্বে ফোন করে।
• পানির ভেতর দিয়ে শব্দ প্রতি সেকেন্ডে ১৪৯০ মিটার দূরত্ব অতিক্রম করে।
• শূন্য মাধ্যম শব্দের কোনো গতি নেই কারণ শূন্য মাধ্যমে শব্দ কোন দূরত্ব অতিক্রম করতে পারে না। চলাচলের জন্য অবশ্যই মাধ্যমের প্রয়োজন হবে।

কোন মাধ্যমে শব্দের গতি সবচাইতে কম?

উপরে কয়েকটি মাধ্যমে শব্দের গতির কথা উল্লেখ করা হয়েছে। সেগুলো ভালো করে খেয়াল করলে আপনার দেখবেন বায়ু মাধ্যমে শব্দের গতি সবচাইতে কম। বায়ু মাধ্যমে শব্দের গতি হলো ৩৩০ মিটার/সেকেন্ড। অর্থাৎ আমরা স্বাভাবিক যে কথাবার্তা গুলো বলি সেগুলো বায়ু মাধ্যমে একজনের মুখ থেকে আরেকজনের কানে পৌঁছায়। আর এই মাধ্যমে সবচাইতে ধীরগতিতে চলে।

কোন মাধ্যমে শব্দের গতির সবচাইতে কম

শব্দের গতি সবচাইতে বেশি কোন মাধ্যমে?

শব্দের গতির তালিকাটি ভালো করে খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে মাধ্যম যত শক্ত হচ্ছে শব্দের গতিগত বৃদ্ধি পাচ্ছে। ঠিক সেজন্যই ইস্পাত মাধ্যমে সবচাইতে বেশি ৫৯২০ মিটার/সেকেন্ড। ইস্পাতের চাইতে যদি আরো শক্ত কিছু ব্যবহার করা যায় তাহলে সেখানে শব্দের গতি আরো বৃদ্ধি হবে।

আপনাদের সুবিধার জন্য শব্দের গতি আমি মাইলে হিসাব করে বলছি। বাতাসের শব্দের গতি প্রতি ঘন্টায় প্রায় ৫৫৭ মাইল। অনেক যুদ্ধবিমান আছে যেগুলো এর চাইতে বেশি দ্রুত চলে। সেই হিসেবে শব্দের গতি খুব একটা বেশি নয় বাতাস মাধ্যমে।

পৃথিবীতে কোন বস্তুর গতির সবচাইতে বেশি?

এখন পর্যন্ত আবিষ্কৃত গতি গুলোর মধ্যে আলোর গতি সবচাইতে বেশি। আলোর প্রতি প্রতি সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার বা ১ লক্ষ ৮৬ হাজার মাইল। এর চাইতে দ্রুতগতি সম্পন্ন কোন কিছু এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি।

শব্দের গতি কোন মাধ্যমে সবচাইতে কম আর কোন মাধ্যমে বেশি আশা করি সে সম্পর্কে পরিষ্কার ধারণা হয়েছে। পরীক্ষায় এবার উত্তর আর ভুল হবে না।

জাগরণী চক্র ফাউন্ডেশনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি দেখতে এখানে প্রবেশ করুন।