সরকারি চাকরির সুযোগ সুবিধা
- আপডেট সময় : ০২:০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
সদ্য লেখাপড়া শেষ করা যেকোনো যুবকেরই প্রথম লক্ষ্য থাকে একটি ভালো সরকারি চাকরি। এর অবশ্য কিছু কারণ রয়েছে। অন্যান্য চাকরির তুলনায় সরকারি চাকরির সুযোগ-সুবিধা দেশ আলাদা ধরনের। আমার পরিচিত অনেক লোক আছে যারা ভালো বেসরকারি চাকরি ছেড়ে সরকারি চাকরি সুবিধা দেখে সেখানে যোগদান করেছেন। চলুন জেনে নেই সরকারি চাকরিতে কি এমন সুযোগ-সুবিধা রয়েছে যার কারণে এর এত চাহিদা।
নিশ্চিত জীবন
সরকারি চাকরির সুবিধা হচ্ছে নিশ্চিত জীবন। যেখানে বেসরকারি চাকরিজীবীরা নানারকম কারণে সব সময় উদ্বিগ্ন থাকে সেখানে সরকারি চাকরিজীবীরা নিশ্চিত জীবন পার করেন। রোদ, বৃষ্টি, গ্রীষ্ম, বর্ষা কোন কিছুতেই তাদের যেন কোন অসুবিধা হচ্ছে না।
বেতন ভাতা
সরকারি চাকরিতে বেতন ভাতা বেশি খুব বেশি নয়। কিন্তু নির্দিষ্ট সময় পরপর ইনক্রিমেন্ট এবং প্রমোশন রয়েছে। এছাড়া ছুটির পাওয়া যায় খুব সহজে। যা সরকারি চাকরির সুবিধা আরো বাড়িয়ে দিয়েছে।
পেনশন এবং প্রফিডেন্ট ফান্ড
আমাদের সকলেরই একটা চিন্তার বিষয় থাকে যে শেষ বয়সে আমরা কিভাবে জীবন অতিবাহিত করব। ঠিক সরকারি চাকরির সুবিধা গুলোর মধ্যে এটি অন্যতম। কারণ সরকারি চাকরি শেষে আপনি পেনশন এবং প্রভিডেন্ট ফান্ড হতে যে টাকা পাবেন তার দিয়ে বাকি জীবন আরাম আয়েশে কাটিয়ে দিতে পারবেন।
সরকারি চাকরির সুযোগ সুবিধা
সামাজিক মর্যাদা
আমরা সব সময় যে টাকা চাই ব্যাপারটি তা নয়। অনেক সময় আমাদের প্রয়োজন হয় সামাজিক মর্যাদার। প্রথম শ্রেণীর সরকারি চাকরিজীবীদের সমাজে একটু ভালোভাবে মূল্যায়ন করা হয়। এটি সরকারি চাকরির সুবিধার অন্তর্ভুক্ত না হলেও অনেকে সামাজিক মর্যাদা অর্জন করার লক্ষ্যে সরকারি চাকরি পেছনে ছুটে।
সরকারি চাকরির অসুবিধা
সরকারি চাকরির সুবিধার পাশাপাশি কিছু অসুবিধা রয়েছে। সাধারণত সরকারি চাকরিতে সৃজনশীলতার সুযোগ অনেক কম থাকে। আপনাকে সরকারের ধরা বাধা নিয়ম ধরেই সবসময় কাজ করতে হবে।
সরকারি চাকরির আরো একটি অসুবিধা হচ্ছে বিভিন্ন রকম রাজনৈতিক পরিস্থিতি হ্যান্ডেল করা। আপনার রাজনৈতিক আদর্শ আপনার চাকরির ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে। সেই সাথে অফিস পলিটিক্স রয়েছে।
সরকারি চাকরির সুবিধা এবং অসুবিধা গুলো তো আপনারা জানলেন। চাকুরী আসলে একটা রিজিক। যদি সরকারি চাকরি না পেয়ে থাকেন তাহলে হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন তিনি এর বিনিময়ে আপনাকে উত্তম রিজিক প্রদান করবেন।
সিমের মালিকানা পরিবর্তনের যাবতীয় নিয়ম জানতে এখানে প্রবেশ করুন।