জটিল রোগে আক্রান্ত তাসরিফ খান
- আপডেট সময় : ০৬:২৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
বর্তমান সময়ের একজন জনপ্রিয় সংগীত শিল্পী তাসরিফ খান। কুঁড়েঘর নামের ব্যান্ড দলের প্রধান ভোকাল তিনি। সব সময় গান নিয়ে ব্যস্ত থাকেন তাসরিফ খান। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার তাসরিফ খানকর নিয়ে বেশ আলোচনা হয়।
সেই তাসরিফ খান এখন জটিল রোগে আক্রান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে নিজেই জানিয়েছেন সেই কথা। তার এক ফেসবুক পোস্ট করে বলেন তিনি এখন অসুস্থ আছেন। সেই ঘোষণা শোনার পর থেকে তার দর্শকদের মন ভালো নেই।
তাসরিফ খান তার জটিল রোগের ব্যাপারে ফেসবুক পোস্টের মাধ্যমে লিখেছেন, ” আমার ডান চোখের ভেতরে টিউমার ধরা পড়েছে। সবাই আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন”।
তাসরিফ খানের এই পোষ্টের পর থেকে তার ভক্তরা বিভিন্ন রকম মতামত জানাচ্ছেন।
এক বক্তা তাসরিফ খানের ফেসবুক পোস্টের কমেন্টে লিখেছেন, ” একদমই দুশ্চিন্তা করার দরকার নেই। আল্লাহর রহমতে দেখবেন দ্রুত সুস্থ হয়ে গিয়েছেন ইনশাল্লাহ।
বিগত বছরেও তাসরিফ খান ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হয়েছিলেন। বেশ কয়েক মাস বিশ্রাম এবং চিকিৎসা নেওয়ার পরে সুস্থ হয়ে ওঠেন। তারপর আবার গান এবং সংগীত চর্চা নিয়ে ব্যস্ত হয়ে উঠে তাসরিফ খান।
জটিল রোগে আক্রান্ত তাসরিফ খান
তরুণ সমাজের মধ্যেও তাসরিফ খান সবচাইতে বেশি জনপ্রিয়। তার গাওয়া গানের যেরকম অসংখ্য ভক্ত রয়েছে তেমনি তা তাসরিফ খানের ব্যক্তিত্বও অনাকে পছন্দ করেন।
তাসরিফ খান বাংলাদেশের বন্যা পরিস্থিতিরসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে গান গেয়ে ত্রাণ সংগ্রহের কাজ করেছেন। যা তরুণ সমাজের জন্য আদর্শ বলে অনেকেই মনে করেন। এর জন্য তাকে সব বয়সী মানুষেরা অনেক পছন্দ করেন।
ছোটবেলা থেকেই তাসরিফ খান গানের চর্চা শুরু করেন। তবে শৈশব বয়সের তিনি নাকি অনেক লাজুক ছিলেন। অন্যের সামনে গান গাইতে লজ্জা পেতেন তিনি।
জনপ্রিয় নিথুয়া পাথারে শিরোনামে একটি গান চিনি মোবাইল দিয়ে রেকর্ড করেন। তারপর অনেক সংকোচ এবং লজ্জা নিয়ে ফেসবুকে গানটি পোস্ট করেন। তার ওই গানের পোস্টে ৯০ জন উৎসাহ দিয়েছিল তাকে। সেই আত্মবিশ্বাস থেকে তাসরিফ খানের গানের ক্যারিয়ার শুরু।
এরপর তাসরিফ খানের গাওয়া প্রথম গান “মধ্যবিত্ত” তাকে দর্শকদের কাছে পরিচয় করিয়ে দেয়। খুবই অল্প সময়ের ভেতরে ফেসবুকে গানটি আড়াই লাখ বার শেয়ার করা হয়।