তুফানের পর শাকিব খানের দরদ
- আপডেট সময় : ১১:৪২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমা বাংলাদেশের প্রায় সব গুলো সিনেমা হলে চলছে। দেশজুড়ে রীতিমতো ১২৯ টি সিনেমা হলে চলছে তুফান।
তুফান সিনেমাটি মূলত ৯০ দশকের গ্যাংস্টারের কাহিনী নিয়ে তৈরি। রায়হান রাফির পরিচালনায় সিনেমাটিতে যৌথভাবে প্রযোজনা করেছেন চরকি ও আলফা আই এবং ভারতের এসভিএফ।
তুফান সিনেমার ট্রেইলারের পর থেকেই বেশ ঝড় তুলেছিলো দর্শকদের মনে। এবার দর্শকরা সেই ঝড়ে বেশ খুশি। কারণ সিনেমাটির পজেটিভ রিভিউ দিচ্ছে সবাই। সেই সাথে শাকিব খানের সাথে চঞ্চল চৌধুরীর অভিনয় নিয়েও দর্শকদের মনে ছিল তুমুল আগ্রহ।
তুফানের পর এবার প্রকাশিত হলো শাকিব খানের দরদ সিনেমার টিজার। দরদ সিনেমার টিজার দিয়ে শাকিব খান যেন নিজেই নিজেকে ছাড়িয়ে গেলেন।
শাকিব খানের সাথে বলিউডের অভিনেত্রী সোনাল চৌহানের সাথে টিজার দর্শকরা কল্পনাও করতে পারেনি। সেই সাথে রয়েছে সাকিবের দুর্দান্ত অ্যাকশন দৃশ্যগুলো।
দরদ সিনেমার টিজার সম্পর্কে এর পরিচালক অনন্য মামুন ফেসবুকে লিখেছিলেন, যাদের কিনা হার্ট দুর্বল তারা দয়া করে দরদ সিনেমার টিজার দেখবেন না। তিনি আসলে যথার্থই বলেছিলেন। শাকিব খানের সিনেমার ১ মিনিট ২৪ সেকেন্ডের টিজারটিতে যেন তার প্রমান মিলেছে।
তুফানের পর শাকিব খানের দরদ
তুফানের পর শাকিব খানের সিনেমা নিয়ে অনন্য মামুন অবশ্য বেশ ইঙ্গিত দিয়েছিলেন। তিনি ফেসবুকে আরো লিখেছিলেন, থামবে ঝড়, আসবে বৃষ্টি, হবে নতুন ইতিহাসের সৃষ্টি।
শাকিব খানের সিনেমার টিজার প্রকাশ্যে আসার পর দর্শকরা বিভিন্ন মাধ্যমে ব্যাপক প্রশংসা করছে এবং মতামত জানাচ্ছে।
শাকিব খানের সিনেমাটি চলতি বছরের সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে। দরদ সিনেমায় এবার প্রথম বারের মত শাকিব খানের সাথে জুটিয বেধেছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাল চৌহান। সেই সাথে সিনেমাটির শুটিং হয়েছে ভারতের বিভিন্ন স্থানে।
শাকিব খানের দরদ সিনেমায় আরও অভিনয় করেছেন পায়েল সরকার, রাজেশ্বর শর্মা, রাহুল দেব, অলক, জেসিয়া ইসলাম সহ আরো অনেক অভিনেতা এবং অভিনেত্রী।
শাকিব খানের সিনেমাটি মূলত তার প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা।
রোমান্টিক ঘরনার সিনেমা ছেড়ে শাকিব খান সম্প্রতিক সময় গুলোতে অ্যাকশন এবং থ্রিলার টাইপের ছবিগুলো করছেন। দর্শকরা আসলে এটাই চেয়েছিল। বলিউড কিংবা সাউথে এধরনের মুভিগুলো দর্শকের সবচাইতে বেশি পছন্দ করছে।
কেজিএফ কিংবা পুষ্পার মত সিনেমা গুলি হলে গিয়ে দেখার মজাই আলাদা। সময়ের সাথে শাকিব খানও তার দর্শকদের ঠিক সেরকমই ছবি উপহার দিতে পারছেন। আশা করি শাকিব খানের তুফান সিনেমার মতো দরদ সিনেমাটিও খুবই উপভোগ্য হবে।