সকল স্কুল খুলবে ২৬ জুন বুধবার
- আপডেট সময় : ০৫:০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
হাইস্কুল বা মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান ২৬ শে জুন খোলা হবে। সেই সাথে বহাল থাকবে শনিবারের ছুটি। বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তার কাছ থেকে এই তথ্য জানা গিয়েছে।
এবারের শিক্ষা প্রতিষ্ঠান গুলো ছুটি ঘোষণা করা হয়েছিল জুলাই মাসের ২ তারিখ পর্যন্ত। কিন্তু নির্ধারিত সময়ের আগেই আবার ঘোষণা দেওয়া হয়েছে জুন মাসের ২৬ তারিখেই সকল মাধ্যমিক স্কুল বা হাইস্কুল খোলা হবে।
বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের কর্মকর্তার সাথে কথা বলে জানা যায়, এ বছর ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটির একসাথে করে স্কুল বন্ধ দেওয়া হয়েছিল। মাধ্যমিক বা হাই স্কুল খোলা হওয়ার কথা ছিল জুলাই মাসের ২ তারিখে। কিন্তু আগামী ২৬ জুন বুধবার থেকে যথারীতি স্কুল খোলা হবে।
আমরা জানি এ বছরের শুরু থেকেই বিভিন্ন কারণে মাধ্যমিক অথবা হাইস্কুল শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ ছিল। বছরের শুরুতে শীত, তারপর দেশজুড়ে তাপ প্রবাহের কারণে বেশ কিছুদিন বন্ধ ও রমজানের ঈদ উপলক্ষেও বন্ধ ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
সকল স্কুল খুলবে ২৬ জুন বুধবার
অন্যান্য বছর গুলোতে সাধারণত অর্ধ বার্ষিক পরীক্ষার আগে হাইস্কুল বা মাধ্যমিক স্কুল এত ছুটি হয় না।
কিন্তু এবছর অর্ধবার্ষিক পরীক্ষার আগেই ২ ঈদসহ নানা রকম ছুটি মিলিয়ে বেশ কিছুদিন শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ ছিল।
যার কারণে নির্ধারিত সময়ের মধ্যে অর্ধবার্ষিকী পরীক্ষার সিলেবাস ঠিকভাবে শেষ করা হয়নি। ক্লাস কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে শিক্ষার্থীদেরও পড়াশোনায় অমনোযোগী হতে দেখা দেয়। যার ফলে শিখন ঘাটতি তৈরি হয়েছে। অন্যান্য ছুটির সাথে এ বছর তীব্র প্রবাহের কারণেও শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হয়েছে।
আবার কিছুদিন পর থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। যে সকল স্কুলের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সকল স্কুলের প্রার্থীর কার্যক্রম আবার কিছুটা বিঘ্ন হতে পারে। এত সকল বিষয় দিয়ে বিবেচনা করে সঠিক শিক্ষার মান নিশ্চিত করার লক্ষ্যে এবছর গ্রীষ্মকালীন কিংবা কোরবানির ঈদের ছুটি কমিয়ে দেওয়ার ঘোষণা খুব শীঘ্রই আসছে।
নতুন ঘোষণা অনুযায়ী জুলাই মাসের ২ তারিখের পরিবর্তে স্কুল খোলা হবে জুন মাসের ২৬ তারিখ থেকে। খুব শীঘ্রই শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ থেকে অফিসিয়াল ভাবে ঘোষণা দেওয়া হবে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এ ব্যাপারে নির্দেশনা দেয়া হবে।