ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

Samsung Galaxy S24 স্যামসাং গ্যালাক্সি এস২৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪ ৫০ বার পড়া হয়েছে

Samsung Galaxy S24 স্যামসাং গ্যালাক্সি এস২৪

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্যামসাং মানেই ইমোশন। আর সেটা যদি হয় samsung galaxy s24 তাহলে তো কথাই নেই। এর Amoled ডিসপ্লে এবং সুপার বিল্ড কোয়ালিটি ব্যবহারে খুবই অসাধারণ। তবে স্যামসাং এর বিগত ফ্লাগশিপ ফোন গুলোর তুলনায় এবার samsung galaxy s24 এ বেশ কিছু উন্নতি করা হয়েছে। চলুন জেনে নেই নতুন এই ফোনটিতে কি কি সুবিধা আছে এবং ভালো মন্দ সকল দিক।

স্যামসাং গ্যালাক্সি এস২৪ এর ডিজাইন

স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের ডিজাইন বরাবরই অসাধারণ হয়। তবে Samsung Galaxy S24 এর পিছনে তিনটি ক্যামেরা থাকায় দেখতে বেশ ইউনিক লাগছে। অন্যান্য মোবাইলের মত এটি চারপাশ দিয়ে বাঁকানো নয়। এর বক্সি লুস অনেকটা আগের সেটগুলো থেকে এটিকে আলাদা করে তুলেছে।

Samsung Galaxy s24 এ রয়েছে ৬.১৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এটি মূলত Dyanamic Amoled 2x স্ক্রিন। এই ডিসপ্লেতে আরো রয়েছে ভিশন বুস্টার সাপোর্ট। যার মাধ্যমে বাইরে এবং কড়া রোদেও ঝকঝকে ডিসপ্লে দেখতে পারবেন। Samsung এর এই amoled ডিসপ্লে আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে। সেই সাথে ফোনের রিফ্রেশ রেট এক হার্জ থেকে ১২৩ হার্টজ পর্যন্ত থাকছে।

Samsung Galaxy S24 স্যামসাং গ্যালাক্সি এস২৪

Samsung Galaxy S24 প্রসেসর

Samsung galaxy S24 এ Exynos 2400 মডেলের প্রসেসর ব্যবহার করা হয়েছে।সাথে রয়েছে ৮ জিবি ধারন সক্ষমতার র্যাম। অবশ্য এর সাথে ১২ জিবি ভ্যারিয়েন্ট এর আরেকটি মডেল রয়েছে। ইন্টারনাল স্টোরেজের পরিমাণ ৫১২ জিবি। আপনি যদি গেমার হন কিংবা অনেক বেশি সফটওয়্যার ইউজ করেন তাহলে ফোনটিতে কোন রকম ল্যাগ করার সম্ভাবনা নেই। তাছাড়া এই প্রসেসর চার্জ অনেক কম প্রয়োজন হয় এবং ফোন একদমই গরম হয় না।

Samsung galaxy s24 ক্যামেরা

samsung galaxy s24 এর পেছনের তিনটি ক্যামেরা রয়েছে। যার মধ্যে একটি হচ্ছে ৫০ মেগাবাইটের ওয়াইড ক্যামেরা। এটি আপনাকে ৮৫ ডিগ্রি পর্যন্ত ফিল্ড ভিউ দিবে। এর সাথে ১২ মেগাপিক্সেল আরো একটি আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে যেটাতে রয়েছে 3x অপটিক্যাল জুমের সাপোর্ট। স্যামসাং গ্যালাক্সি এস২৪ এর ফোন ক্যামেরা হচ্ছে ১২ মেগাপিক্সেল।

ব্যাটারি ও অন্যান্য ফিচার

স্যামসাং গ্যালাক্সি এস২৪ এ ৫জি সাপোর্টেড, ফোরজি এলটিই, ব্লুটুথসহ নানা রকম আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে। ফোনটির ব্যাটারি হচ্ছে ৪০০০mah। সাথে রয়েছে ১৫ ওয়াটের ওয়ারলেস ফাস্ট চার্জিং ফিচার। যদিও ১৫ ওয়াটের চার্জার আমার কাছে অনেকটাই কম মনে হয়েছে তবে ৪ হাজার এমএইচ ব্যাটারির জন্য এটি মোটামুটি ঠিক আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Samsung Galaxy S24 স্যামসাং গ্যালাক্সি এস২৪

আপডেট সময় : ০৯:৩৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪

স্যামসাং মানেই ইমোশন। আর সেটা যদি হয় samsung galaxy s24 তাহলে তো কথাই নেই। এর Amoled ডিসপ্লে এবং সুপার বিল্ড কোয়ালিটি ব্যবহারে খুবই অসাধারণ। তবে স্যামসাং এর বিগত ফ্লাগশিপ ফোন গুলোর তুলনায় এবার samsung galaxy s24 এ বেশ কিছু উন্নতি করা হয়েছে। চলুন জেনে নেই নতুন এই ফোনটিতে কি কি সুবিধা আছে এবং ভালো মন্দ সকল দিক।

স্যামসাং গ্যালাক্সি এস২৪ এর ডিজাইন

স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের ডিজাইন বরাবরই অসাধারণ হয়। তবে Samsung Galaxy S24 এর পিছনে তিনটি ক্যামেরা থাকায় দেখতে বেশ ইউনিক লাগছে। অন্যান্য মোবাইলের মত এটি চারপাশ দিয়ে বাঁকানো নয়। এর বক্সি লুস অনেকটা আগের সেটগুলো থেকে এটিকে আলাদা করে তুলেছে।

Samsung Galaxy s24 এ রয়েছে ৬.১৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এটি মূলত Dyanamic Amoled 2x স্ক্রিন। এই ডিসপ্লেতে আরো রয়েছে ভিশন বুস্টার সাপোর্ট। যার মাধ্যমে বাইরে এবং কড়া রোদেও ঝকঝকে ডিসপ্লে দেখতে পারবেন। Samsung এর এই amoled ডিসপ্লে আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে। সেই সাথে ফোনের রিফ্রেশ রেট এক হার্জ থেকে ১২৩ হার্টজ পর্যন্ত থাকছে।

Samsung Galaxy S24 স্যামসাং গ্যালাক্সি এস২৪

Samsung Galaxy S24 প্রসেসর

Samsung galaxy S24 এ Exynos 2400 মডেলের প্রসেসর ব্যবহার করা হয়েছে।সাথে রয়েছে ৮ জিবি ধারন সক্ষমতার র্যাম। অবশ্য এর সাথে ১২ জিবি ভ্যারিয়েন্ট এর আরেকটি মডেল রয়েছে। ইন্টারনাল স্টোরেজের পরিমাণ ৫১২ জিবি। আপনি যদি গেমার হন কিংবা অনেক বেশি সফটওয়্যার ইউজ করেন তাহলে ফোনটিতে কোন রকম ল্যাগ করার সম্ভাবনা নেই। তাছাড়া এই প্রসেসর চার্জ অনেক কম প্রয়োজন হয় এবং ফোন একদমই গরম হয় না।

Samsung galaxy s24 ক্যামেরা

samsung galaxy s24 এর পেছনের তিনটি ক্যামেরা রয়েছে। যার মধ্যে একটি হচ্ছে ৫০ মেগাবাইটের ওয়াইড ক্যামেরা। এটি আপনাকে ৮৫ ডিগ্রি পর্যন্ত ফিল্ড ভিউ দিবে। এর সাথে ১২ মেগাপিক্সেল আরো একটি আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে যেটাতে রয়েছে 3x অপটিক্যাল জুমের সাপোর্ট। স্যামসাং গ্যালাক্সি এস২৪ এর ফোন ক্যামেরা হচ্ছে ১২ মেগাপিক্সেল।

ব্যাটারি ও অন্যান্য ফিচার

স্যামসাং গ্যালাক্সি এস২৪ এ ৫জি সাপোর্টেড, ফোরজি এলটিই, ব্লুটুথসহ নানা রকম আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে। ফোনটির ব্যাটারি হচ্ছে ৪০০০mah। সাথে রয়েছে ১৫ ওয়াটের ওয়ারলেস ফাস্ট চার্জিং ফিচার। যদিও ১৫ ওয়াটের চার্জার আমার কাছে অনেকটাই কম মনে হয়েছে তবে ৪ হাজার এমএইচ ব্যাটারির জন্য এটি মোটামুটি ঠিক আছে।