প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও সিলেবাস
- আপডেট সময় : ১১:৩৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
সামনেই আসছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা। বিশেষ করে মেয়েদের পছন্দের তালিকায় প্রাইমারি শিক্ষকের চাকুরী সবচাইতে বেশি গুরুত্ব পেয়ে থাকে। সেই সাথে চলতে থাকে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি। কিন্তু অনেকেই সঠিক প্রস্তুতির অভাবে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। তাদের উদ্দেশ্যে আমি আজকে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতির যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরব। পুরো লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন। তাহলে প্রাথমিক নিয়োগ পরীক্ষাটিতে আপনি অবশ্যই সাফল্য অর্জন করতে পারবেন।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস
বাংলাদেশের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপ হচ্ছে প্রিলিমিনারি। যেটি ৮০ নম্বরের এমসিকিউ বা বহুনির্বাচনি পদ্ধতিতে হয়ে থাকে। এই পরীক্ষায় মূলত ৪ টি বিষয় থাকে যথা: বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান।
প্রতিটি বিষয়ের উপর ২০ টি করে এমসিকিউ প্রশ্ন থাকে। পরীক্ষার জন্য মোট সময় হচ্ছে ১ ঘন্টা। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ জন পরীক্ষার্থী এক নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
তাই এই পরীক্ষায় নিশ্চিত না হয়ে কোন উত্তর দেওয়া একদমই বোকামি।
বাংলা বিষয়ের প্রস্তুতি
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য আপনি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বাংলা বই পড়লে ৮০ শতাংশ প্রিপারেশন নেওয়া হয়ে যাবে। এর বাইরে আপনি বিগত সালের প্রশ্নগুলো দেখতে পারেন। কিন্তু বাংলা ব্যাকরণের নিয়ম গুলো অবশ্যই আপনাকে বুঝে বুঝে পড়তে হবে।
ইংরেজি বিষয়ের প্রস্তুতি
প্রাথমিক শিক্ষক পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্য ইংরেজি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ চাকরি প্রত্যাশী এই বিষয়টিতে সবচাইতে বেশি ভুল করে থাকে। বেসিক গ্রামার যেমন, পার্টস অফ স্পিচ, সেনটেন্স কারেকশন, শুদ্ধ বানান ইত্যাদি বিষয়গুলোর উপর জোর দিন। সেই সাথে নিয়মিত ইংরেজি পত্রিকা এবং ব্লগ পড়ার অভ্যাস করুন।
তবে ইংরেজি প্রস্তুতির একটি ভালো উপায় হচ্ছে ইংরেজি লিখার অভ্যাস করা। যেকোনো একটি টপিক্সের উপর আর্টিকেল লিখার অভ্যাস করুন। এতে করে বানান এবং গ্রামার দুটোই পরিষ্কার হয়ে যাবে। সেই সাথে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতিতেও এগিয়ে থাকবেন।
প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও সিলেবাস
গণিত বিষয়ের প্রস্তুতি
ইংরেজির মতো গণিতেও ভয় পেয়ে থাকে অনেক পরীক্ষার্থীরা। অনেকে তো রীতিমতো গণিত মুখস্থ করা শুরু করে। সেই সাথে অনেকে চেষ্টা করেন গণিতের শর্টকাট নিয়ম গুলো জানার জন্য। কিন্তু উপরোক্ত দুটি পদ্ধতি আপনার জন্য খুবই ক্ষতিকর। কারণ পরীক্ষায় সবসময় ব্যতিক্রম নিয়মের অংক এসে থাকে। তাই মুখস্ত করা কিংবা শর্টকাট নিয়ম কখনই কাজে লাগবে না।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় গণিতের প্রস্তুতি হিসেবে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত গণিতের বই গুলো ভালোভাবে পড়ুন। যথাসম্ভব ক্যালকুলেটর ব্যবহার না করে মুখে মুখে হিসাব করুন।
জ্যামিতির বিভিন্ন সংজ্ঞাগুলো বুঝে বুঝে লিখার অভ্যাস করুন। তাহলে পরীক্ষায় ভুল হবার সম্ভাবনা কম থাকবে।
সাধারণ জ্ঞানের প্রস্তুতি
সাধারণ জ্ঞানের ভেতরে আবার বেশ কয়েকটি বিষয় আছে। আন্তর্জাতিক বিষয়াবলী, বাংলাদেশ বিষয়াবলী, তথ্য প্রযুক্তি, বিজ্ঞান ইত্যাদির ভেতর থেকে প্রশ্ন আসে এই ক্যাটাগরিতে। নিয়মিত খবর দেখার অভ্যাস করুন। সেই সাথে বিগত সালের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা প্রশ্নগুলো ভালোভাবে ঝালাই করে নিন। সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন বিষয়ের উপর নজর রাখুন। যেগুলোকে গুরুত্বপূর্ণ হয় সেগুলো আলাদা খাতায় লিখে রাখার অভ্যাস করুন। শুধুমাত্র এই কয়েকটি বিষয় মেইনটেইন করলেই প্রাথমিক শিক্ষক নিয়োগে আপনি সাধারণ বিজ্ঞানে অনেক এগিয়ে থাকবেন।
পরিশেষে আপনি যদি এই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি পরীক্ষায় এগিয়ে থাকতে চান তাহলে যত বেশি সম্ভব বিগত বছরের সরকারি চাকরি গুলোর প্রশ্ন বুঝে বুঝে পড়তে হবে। এছাড়া পরীক্ষায় অবশ্যই নিজের রোল এবং অন্যান্য তথ্যগুলি সঠিকভাবে মনোযোগ দিয়ে পূরণ করবেন। এই তথ্যগুলো সঠিক না হলে আপনার কাঙ্খিত সুযোগটি হাতছাড়া হয়ে যেতে পারে।