প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা চলবে
- আপডেট সময় : ১০:২৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক পদে ২ বিভাগের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়া এখনো বাকি আছে।। কিছুদিন আগে চট্টগ্রাম ও ঢাকা এই ২ বিভাগের প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছিল। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এই স্থগিত আদেশ দেওয়া হয়। এর বিপরীতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের বিচারপতি এম এনায়েতুর রহিম পুনরায় মৌখিক পরীক্ষা চালানোর আদেশ দেন।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপে এই নিয়োগ পরীক্ষাটি সম্পন্ন হচ্ছিল। ব্যারিস্টার সুমনের রিটের পক্ষে আদালত কিছুদিন আগে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষাটি ৬ মাসের জন্য স্থগিত করে দেয়। লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হলে অভিযোগ অনুসন্ধান করে তদন্ত রিপোর্ট জমা দিতে বলে মাননীয় হাইকোর্ট।
কিন্তু আজ বৃহস্পতিবার পুনরায় সেই মৌখিক পরীক্ষা চালু করার আদেশ দিয়েছে আদালত। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রাথমিক মৌখিক পরীক্ষা কবে নেয়া হবে সে ব্যাপারে এখনো ঘোষণা আসেনি। সাম্প্রতিক সময় গুলোতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বেশ বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা চলবে
ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন আদেশের পর আবেদনকারী আইনজীবী লিটন আহমেদ সাংবাদিকদের কে বলেন, মহামান্য আদালত নির্দেশ দিয়েছেন পরীক্ষা চালানোর জন্য। সেই সাথে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের অনুসন্ধানও করতে বলেছেন। প্রয়োজন হলে এই অনুসন্ধানের কাজে সিআইডি সহযোগিতা করবেন। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার ফলাফল তখনই প্রকাশিত করা হবে যখন অনুসন্ধানের আদেশ আদালতে জমা দেওয়া হবে।
উল্লেখ্য বিগত বছর অর্থাৎ ২০২৩ সালের জুন মাসে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চলতি বছরের ২৯ শে মার্চ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া হয়। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপ ছিল এটি। তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে উক্ত নিয়োগ প্রক্রিয়াটি বিতর্কিত অবস্থায় আছে। তারপর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বেশ কয়েকজন শিক্ষক নিয়োগ প্রত্যাশী গত ২৩ মে মহামান্য হাইকোর্টে পরীক্ষা স্থগিতের ব্যাপারে রিট করেন।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ চাকরি প্রত্যাশী বিশেষ করে মেয়েদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। লক্ষ লক্ষ চাকুরী প্রত্যাশী বছরের পর বছর ধরে এই প্রিপারেশন নিতে থাকেন। এত কষ্ট করার পরে যদি কাঙ্খিত নিয়োগ পরীক্ষায় এরকম প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠে তাহলে সবারই হতাশ লাগার কথা। আশা করি অনুসন্ধান শেষে সঠিক ফলাফলটি বের হয়ে আসবে।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে প্রবেশ করুন।