মশা মারার ভালো ব্যাট কোনটি
- আপডেট সময় : ০৯:৪২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
আপনি কি মশা মারার ভালো ব্যাট কোনটি জানতে চান?
বাড়ছে মশা। সেই সাথে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বাংলাদেশে সারা বছরই প্রায় মশার কামড়ে ডেঙ্গুজনিত জ্বরের পরিমাণ দিন দিন বেড়েই চলছে। মশা মারার ক্ষেত্রে অনেকের আবার কয়েলের ধোঁয়া বিরক্ত লাগে। তবে মশা মারার জন্য সবচাইতে ভালো উপায় হচ্ছে মশা মারার ব্যাট ব্যবহার করা। এতে করে কোনরকম ধোঁয়া কিংবা গ্যাস ছাড়াই মশা মারা যায়।
বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মশা মারার ভালো ব্যাট পাওয়া যায়। সবগুলোর কাজ মোটামুটি একই রকম। তারপরেও অনেকে মনের প্রশান্তির জন্য জানতে চায় মশা মারার ভালো ব্যাট কোনটি। যাতে করে ব্যাট কেনার পরে মনের মধ্যে একটি শান্তি কাজ করে যে আমি ঠকিনি।
চলুন জেনে নেই মশা মারার ভালো ব্যাট কোনটি
RFL মশা মারার ব্যাট
বাজারের চাইতে সবচাইতে টেকসই মশা মারার ব্যাট আরএফএল মশার মারার ব্যাট। এই ব্যাটের ব্যাটারি এবং বডির কাঠামো খুবই শক্ত। দীর্ঘদিন ব্যবহার করে কোনরকম ক্ষতি হয় না। তবে বাজারে আরএফএল মশা মারার ব্যাট বিভিন্ন ব্র্যান্ড নামে বিক্রি হয়। ভিশন, ব্লেইজ, ভিগো ইত্যাদি আরএফএল ব্র্যান্ডের মশা মারার ব্যাট।
ওয়ালটন মশা মারার ব্যাট
বাংলাদেশের দেশীয় কোম্পানি ওয়ালটন ইলেক্ট্রনিক্স জগতে বেশ অগ্রণী ভূমিকা পালন করছে। টিভি, ফ্রিজ থেকে শুরু করে মোবাইল কম্পিউটার পর্যন্ত এরা তৈরি করছে। ওয়ালটন ব্র্যান্ডের উপরে মানুষের এখন ভালো আস্থা রয়েছে। সেই ধারাবাহিকতায় ওয়ালটন মশা মারার ব্যাট বেস্ট, টেকসই ও মজুমদ।
মশা মারার ভালো ব্যাট কোনটি
সুপার মুন মশা মারার ব্যাট
বাসা বাড়িতে সবচাইতে বেশি সুপার মনের লাইট বা বাল্ব ব্যবহার করা হয়। তাছাড়া সুপার মনের চার্জার ফ্যানও বেশ জনপ্রিয়। সুপার মন মশা মারার ব্যাটের বিল্ড কোয়ালিটি খুবই ভালো। একটা ব্যাট দিয়ে বছরের পর বছর পার করে দিতে পারবেন।
মশা মারার ব্যাটের দাম কত?
এতক্ষণ তো জানলেন মশা মারার ভালো ব্যাট কোনটি। কিন্তু আপনারা এখনো জানেন না এই ব্যাটগুলোর দাম কত। ব্যাটের কোয়ালিটি এবং ফিচারের উপরে ভিত্তি করে দাম বিভিন্ন রকম হয়ে থাকে। মোটামুটি একটি ভালো মশা মারার ব্যাটের দাম ৪০০ থেকে নিয়ে শুরু করে ১২০০/১৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। দেশীয় পণ্য ওয়ালটনের একটি ভালো মশা মারার ব্যাট আপনি ৮০০ টাকার মধ্য পেয়ে যাবেন।
বাংলাদেশে মশাবাহিত রোগ অনেক বেশি। তাই এ সকল মশাবাহিত রোগ থেকে নিজের এবং পরিবারকে সুরক্ষিত রাখার জন্য একটি মশা মারার ব্যাট ঘরে অবশ্যই রাখা উচিত।
ফেসবুকে ফলোয়ার বাড়ানোর উপায় জানতে এখানে প্রবেশ করুন।