মাদ্রাসা শিক্ষকদের বেতন চেক ছাড়
- আপডেট সময় : ১০:৫৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে
বেসরকারি এমপিও ভুক্ত বাংলাদেশের মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের মে মাসের এমপিওর বেতন চেক ছাড় দিয়েছে কর্তৃপক্ষ। মাদ্রাসার শিক্ষকদের বেতনের চেকগুলি সংশ্লিষ্ট ব্যাংক গুলোতে পাঠানো হয়েছে। সমস্ত শিক্ষক এবং কর্মচারীরা আজ ৬ জুন তারিখ এবং এর পর থেকে নির্ধারিত ব্যাংক গুলো হতে বেতন এবং ভাতার সরকারি ভাগের টাকাগুলো উত্তোলন করতে পারবেন।
মাদ্রাসা শিক্ষকদের বেতন চেক ছাড়ার ব্যাপারে উপ-পরিচালক মোঃ আবুল বাশার স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয় মাদ্রাসা শিক্ষকদের বেতনের সরকারি অংশের চেক বন্টনকারী ব্যাংক অর্থাৎ অগ্রণী, রুপালি, জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে ০৫/০৬/২০২৪ তারিখে হস্তান্তর করা হয়েছে।
মাদ্রাসা শিক্ষক এবং কর্মচারীগণ আগামী ৬ জুন ২০২৪ তারিখ বৃহস্পতিবারের এবং এবং তার পরের দিনগুলোতে ব্যাংক হতে তাদের বেতনের সরকারি অংশের টাকা উত্তোলন করতে পারবেন।
আমরা জানি বাংলাদেশে অনেক এমপিও ভুক্ত কলেজ এবং মাদ্রাসা রয়েছে। এ সকল স্কুল-কলেজ এবং মাদ্রাসা শিক্ষকদের বেতনের একটি অংশ সরকার প্রদান করেন। এবং বেতনের এই সরকারি অংশটি প্রতি মাসে চেকের মাধ্যমে বন্টনকারী ব্যাংকগুলোতে পাঠানো হয়। তারপর মাদ্রাসা বা স্কুল শিক্ষকরা তাদের বেতনের অংশ এই সকল ব্যাংক হতে সংগ্রহ করেন।
মাদ্রাসা শিক্ষকদের বেতন চেক ছাড়
তবে এসকল মাদ্রাসার শিক্ষকদের বেতন অথবা কর্মচারীদের টাকা ঠিক কবে পাওয়া যাবে সেই বিষয়ে নির্দিষ্ট কোন তারিখ নির্ধারণ করা নেই। তাই প্রতি মাসেই এমপিও ভুক্ত মাদ্রাসা এবং স্কুলের শিক্ষক কর্মচারীরা বেতনের বা পে অর্ডারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে।
আমরা জানি সামনেই পবিত্র ঈদুল আযহা বা কোরবানীর ঈদ। এবারের কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ চলতি মাসের ১৭ তারিখে। ইতি মধ্য ঈদের বাজার এবং কোরবানির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তাই সবাই আছেন তাদের ঈদের বেতন এবং বোনাসের অপেক্ষায়। অবশেষে এমপিও ভুক্ত মাদ্রাসার শিক্ষকদের সেই অপেক্ষার পালা শেষ হয়েছে।
আজ ৬ জুন বৃহস্পতিবার থেকে মাদ্রাসা শিক্ষকরা বেতন উঠাতে পারবেন। এখানে শুধুমাত্র মাদ্রাসার শিক্ষকরা না মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট অন্যান্য কর্মচারীরা ও বেতন পেয়ে যাবেন।
এবারের ঈদের দিনগুলোতে সারা দেশ জুড়ে হতে পারে বৃষ্টি। ঈদের আবহাওয়া সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে প্রবেশ করুন।