ল্যাপটপ নাকি ডেক্সটপ
- আপডেট সময় : ০৭:২৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
আমরা এই বিষয়টি নিয়ে সবচাইতে বেশি কনফিউশনে পড়ে যাই ল্যাপটপ নাকি ডেক্সটপ কোনটি কিনবো। মাঝে মাঝে এটা নিয়ে রীতিমতো তর্ক বিতর্কও শুরু হয়ে। আপনি যদি সম্প্রতি নিজের জন্য একটা কম্পিউটার কেনার কথা ভাবেন কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না ল্যাপটপ নাকি ডেক্সটপ কোনটি কিনবেন তাহলে আপনাকে সাহায্য করার জন্য আমি আছি।
ল্যাপটপ নাকি ডেক্সটপ? এদের মধ্যে পার্থক্য কি?
ল্যাপটপ এবং ডেক্সটপের মধ্যে মূল পার্থক্য হচ্ছে এদের সাইজ এবং বহন যোগ্যতায়। ল্যাপটপের ওজন অনেক কম এবং এতে আলাদা করে মাউস কিবোর্ড ইত্যাদি প্রয়োজন হয় না বলে তাই এটি সহজেই বহন করা যায়। আবার ডেস্কটপের সাথে আলাদাভাবে মনিটর, মাউস, কিবোর্ড ইত্যাদি যন্ত্র ব্যবহার করতে হয় বলে এটি বহন করা কঠিন।
কেন আপনার ল্যাপটপ দরকার?
ল্যাপটপ নাকি ডেক্সটপ কোনটি নিবেন সেটি নির্ভর করে আপনার প্রয়োজনীয়তার উপর। আপনি যদি একজন শিক্ষার্থী কিংবা কর্পোরেট জব হোল্ডার হয়ে থাকেন তাহলে ল্যাপটপ আপনার জন্য বেস্ট অপশন। শিক্ষার্থী এবং কর্পোরেট চাকরিজীবীদের এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে হয়। অফিস, বাসা কিংবা ঘুরতে যাওয়ার পরেও বিভিন্ন প্রয়োজনীয় কাজ পড়ে যায়। তাই আপনি যদি একটি ল্যাপটপ কিনেন তাহলে সহজে বহন করে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবেন এবং খেয়াল খুশির মত কাজ করতে পারবেন।
কিন্তু আপনি যদি এরকম পরিবেশে ডেস্কটপ কিনেন তাহলে আপনি বহন যোগ্যতার এবং ফ্লেক্সিবিলিটির সুবিধা গুলো পাবেন না। আপনার টেবিলে কিংবা বাসায় ল্যাপটপের জন্য বাড়তি জায়গার দরকার হবে না বিধায় বেশ ক্লিন একটা পরিবেশ পাবেন।
ল্যাপটপ নাকি ডেক্সটপ
তবে একটা বিষয় মাথায় রাখবেন, ল্যাপটপে স্বাধীনতা যেমন আছে ঠিক তেমনি কিছু অসুবিধা আছে। সাধারণ ওয়ার্ড, এক্সেল, ভিডিও তৈরি করা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা বা ইউটিউব দেখেই যারা সময় পার করে তাদের জন্য ল্যাপটপ ঠিক আছে। কিন্তু আপনি যদি ভারি কাজ যেমন গ্রাফিক্স ডিজাইনের মত কাজ করেন তাহলে ল্যাপটপ মোটেও আপনার জন্য ভালো হবে না। তাই ল্যাপটপ নাকি ডেক্সটপ কোনটি নিবেন এখন আপনি সিদ্ধান্ত নিন।
কেন ডেক্সটপ কিনবেন?
আপনি যদি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সিং হন, আপনার যদি বড় কোন শোরুম কিংবা দোকান থাকে যেখানে সারাদিন বসে আপনি কম্পিউটারে কাজ করেন। অথবা আপনার একটি কম্পিউটারের দোকান রয়েছে। তাহলে সে ক্ষেত্রে অবশ্যই ডেক্সটপ কেনা উচিত। কারণ সার্বক্ষণিক কাজ করার জন্য ডেক্সটপ আপনাকে সবচাইতে বেশি সাপোর্ট দেবে এবং ভালো গতি পাবেন।
তবে ডেস্কটপ আপনি চাইলেই কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় সহজেই বহন করতে পারবেন না। তবে এর বাড়তি সুবিধাগুলোর মধ্যে থেকে আপনি পাবেন ভারী গেম খেলা, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং ইত্যাদি ভারি কাজ করা। ডেক্সটপের আরেকটি সুবিধা হচ্ছে আপনি চাইলেই বিভিন্ন পার্টস ইচ্ছামত আপডেট করতে পারবেন।
ল্যাপটপ নাকি ডেক্সটপ কোনটি নিবেন আশা করি সে ব্যাপারে আপনারা এখন সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। ল্যাপটপ কিংবা ডেস্কটপ যাই কিনেন না কেন সবার আগে আপনার প্রয়োজন অনুযায়ী সেটির কনফিগারেশন ভালো ভাবে যাচাই করে নিবে।
তীব্র গরমে অতিষ্ঠ হয়ে এয়ার কুলার কিনতে চাচ্ছেন? এখানে প্রবেশ করে জেনে নিন বর্তমান বাজারে ভালো এয়ার কুলার গুলোর দাম কেমন।