ঢাকার আশেপাশে কম খরচে ঘোরার জায়গা
- আপডেট সময় : ১০:২৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
ঘুরতে কে না ভালোবাসে। কিন্তু অনেক সময় ঢাকার আশেপাশে কম খরচে ঘোরার জায়গা আমরা খুঁজে পাই না। আপনি যদি পরিবার কিংবা বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে যাওয়ার কথা ভেবে থাকেন তাহলে আপনাকে এমন কয়েকটি জায়গার কথা বলবো যেগুলো ঢাকার আশেপাশে এবং কম খরচে ঘুরে আসতে পারেন।
জল জঙ্গলের কাব্য
অনেকে হয়তো জানেন না কম খরচে ঘোরার জন্য গাজীপুরের পূবাইল একটি আদর্শ স্থান। ঢাকার অতি কাছে এবং অনেকটা গ্রাম্য পরিবেশ থাকার কারণে এখানে ঘুরে আপনার মনে এক প্রশান্তি অনুভব হতে পারে। প্রায় ৯০ বিঘা জায়গার উপরে গড়ে ওঠা জল জঙ্গলের কাব্য সত্যিই অনেক সুন্দর।
পদ্মা রিসোর্ট
পদ্মা রিসোর্টটি ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত শিবগঞ্জ জেলার পদ্মা নদীর পাড়ে অবস্থিত। নদীর পাড়ে আবহাওয়ায় এখানে রয়েছে অপরূপ কাশফুল ও সুন্দর জলজ পরিবেশ। মূল ঢাকা হতে গাড়িতে করে সর্বোচ্চ ২ ঘন্টা সময় লাগবে যেতে। কম খরচে ঘোরার জন্য জায়গাটি বেশ ভালো. গাড়ি ভাড়া ছাড়া আর তেমন কোন বাড়তি খরচ হবে না।
ড্রিম হলিডে পার্ক
ঢাকা নিকটবর্তী স্থানে অবস্থিত ড্রিম হলিডে পার্ক পরিবার পরিজন নিয়ে সারাদিন হৈ চৈ করার জন্য বেশ ভালো। আপনি চাইলে এখানে রাতে থাকতে পারেন। এখানে রাতে থাকার জন্য রয়েছে সুন্দর রিসোর্ট ব্যবস্থা। যদিও এটি কম খরচে ঘোড়ার মত জায়গা না কিন্তু খুব বেশি যে টাকা খরচ হবে তাও নয়।
ঢাকার আশেপাশে কম খরচে ঘোরার জায়গা
যমুনা রিসোর্ট
পরিবার কিংবা বন্ধুবান্ধব নিয়ে দুই তিন দিনের জন্য ঘুরতে বের হলে আপনি চাইলে যেতে পারেন টাংগাইল ও সিরাজগঞ্জ জেলার মাঝা মাঝি অবস্থিত যমুনা রিসোর্টে। এখানে আপনি উপভোগ করতে পারবেন দেশের বিখ্যাত যমুনা সেতু সৌন্দর্য। যমুনার রিসোর্টে আপনি চাইলে একদিন গিয়েও ঘুরে আসতে পারেন আবার চাইলে যত খুশি থাকতে পারেন। ঢাকা থেকে খুব কম খরচে ঘোড়ার জায়গায় হিসেবে এটি বেশ ভালো।
বঙ্গবন্ধু সাফারি পার্ক
আপনি যদি বন কিংবা প্রকৃতি পছন্দ করেন তাহলে কম খরচে ঘোরার জন্য আদর্শ জায়গা হবে ঢাকার অদূরে বঙ্গবন্ধু সাফারি পার্ক। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এ পার্কটি। এ পার্কে প্রবেশ করার জন্য জনপ্রতি খরচ হবে ৫০ টাকা করে।
ঢাকা শহরের ব্যস্তময় জীবনে আমরা অনেক সময় নিজেদের প্রতি বিরক্ত হয়ে যাই এবং হতাশা বোধ কাজ করে। তাই ছুটির দিনগুলো থেকে কম খরচে ঘোরার সকল জায়গা থেকে পরিবার পরিজন অথবা বন্ধুবান্ধব নিয়ে ঘুরে আসতে পারেন। এতে করে ব্যস্ত জীবনে কিছুটা হলেও শান্তি মিলবে।
আপনি কি ফ্রিজ কেনার কথা ভাবছেন? বাজারে সেরা ফ্রিজ কোনটি এবং দাম কেমন জানতে এখানে প্রবেশ করুন।