রিয়ালে এমবাপ্পের বেতন এবং জার্সি নম্বর
- আপডেট সময় : ০৫:৫৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
মাত্র ৭ বারের চেষ্টায় এমবাপ্পেকে দল নিতে পারল রিয়াল মাদ্রিদ। আগামী ১ জুলাই পিএসজির সাথে চুক্তির মেয়াদ শেষ হবে কিলিয়ান এমবাপ্পের। তারপর তিনি রিয়ালে যোগদান করবেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের পক্ষ থেকে জানা গিয়েছে রিয়ালে যোগদানের পর বছরে দেড় কোটি থেকে দুই কোটি ইউরো বেতন পাবেন কিলিয়ান এমবাপ্পে।
রিয়াল মাদ্রিদের সকল খেলোয়াড়দের মধ্যে এমবাপ্পে হবেন সবচাইতে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়। রিয়াল মাদ্রিদের সঙ্গে এমবাপ্পের চুক্তিতে বার্ষিক বেতন বৃদ্ধির কথাও উল্লেখ করেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির মাধ্যমে জানা গিয়েছে, রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পের বেতন হবে দেড় কোটি ইউরো। সেই সাথে আরো ১৫ কোটি ইউরো তাকে বোনাস হিসেবে দেয়া হবে। যোগদানের এই বোনাসের টাকাটা চুক্তির ৫ বছরের বিভিন্ন সময় ভাগে ভাগে তাকে দেয়া হবে।
শুধু তাই নয়, রিয়াল মাদ্রিদের সঙ্গে থাকাকালীন সময়ে তার ছবির কপিরাইট থেকে যে টাকা আয় হবে তার থেকে ৮০ শতাংশ দিতে হবে এমবাপ্পেকে। তবে নতুন খেলোয়াড়রা সাধারণত কপিরাইট থেকে অর্ধেক টাকা পায়।
রিয়ালে এমবাপ্পেরর বেতন এবং জার্সি নম্বর
বিশ্ব বিখ্যাত সব ব্র্যান্ড লাইক, অরেঞ্জ, দিওরের মত প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তি রয়েছে কিলিয়ান এমবাপ্পের। এসকল চুক্তি থেকে বছরে প্রায় ৩ কোটি টাকা আয় করেন এই ফরাসি তারকা।
কিলিয়ান এমবাপ্পে রিয়ালে কত নম্বর জার্সি পাবেন?
এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী রিয়ালে এমবাপ্পে জার্সি নম্বর হবে ৯। রিয়াল মাদ্রিদের সাথে কিংবদন্তি লুকা মাদরিচোর ১ বছরের একটি নতুন চুক্তি হয়েছে। আগামী মৌসুম খেলার পর লুকা মাদরিচের প্রস্থান হলে কিলিয়ান এমবাপ্পে ১০ নম্বর জার্সিটি পাবেন।
রিয়াল মাদ্রিদ কিলিয়ান এমবাপ্পের সাথে যে চুক্তিটি করতে যাচ্ছে সেটির আনুষ্ঠানিক মেয়াদ হবে ৫ বছর। বিষয়টি নিয়ে ফুটবল জগতে অনেক আগে থেকেই আলোচনা চলছিল। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে রিয়ালে যোগদান করছেন কিলিয়ান এমবাপ্পে।
এব্যাপারে এমবাপ্পে নিজের ভেরিফাইড ইনস্টাগ্রামে অনুভূতি প্রকাশ করেছেন। উক্ত পোস্টে তিনি লিখেন, আমার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে পেরে আমি খুব খুশি এবং গর্ববোধ করছি। এই মুহূর্তে আমি কতটা রোমাঞ্চিত তা বলে বোঝাতে পারবো না।
রকেট একাউন্টের টাকা অথবা ব্যালেন্স চেক করতে হয় কিভাবে জানতে এখানে প্রবেশ করুন।