কঙ্গনা কে থাপ্পড় মারা সেই নারী কনস্টেবলের জন্য লাখ রুপি পুরস্কার করুন ঘোষণা
- আপডেট সময় : ০৩:১৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
বলিউড অভিনেত্রী ও বিজেপি থেকে নির্বাচিত সদস্য কঙ্গনা রনৌতকে চড় মেরেছেন এক নারী কনস্টেবল। কঙ্গনাকে চড় মারা ওই নারী কনস্টেবল ভারতের সিআইএসএফ এর সদস্য। এই ঘটনার পর তাকে গ্রেফতার করা হয়েছে। তবে এই বিষয় নিয়ে সম্প্রতি অনেক আলোচনা সমালোচনার মাঝেও মজার একটি ঘটনা ঘটেছে।
কঙ্গনাকে থাপ্পড় মারা সেই নারী কনস্টেবলের জন্য কয়েক লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছে পাঞ্জাবের এক ব্যবসায়ী। সেই ব্যবসায়ীর নাম শিবরাত সিং বেইনস। উক্ত ব্যবসায়ী ফেসবুকে ওই নারী কনস্টেবলকে শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে তিনি পাঞ্জাবের জনগণ এবং পাঞ্জাবের সংস্কৃতির পক্ষ থেকে কূলবিন্দরকে অভিনন্দন জানান। কঙ্গনা রনৌতকে থাপ্পড় মারা সেই নারী কনস্টেবলের নাম কূলবিন্দর।
কঙ্গনাকে থাপ্পর মারা সেই নারীর পক্ষে থাকান ঘোষণা দিয়েছেন ওই নিরাপত্তা কর্মীর ভাই শের সিং মহিপাল। যিনি ভারতের কৃষক আন্দোলনের একজন সদস্য। তিনি ওই ভিডিওতে বলেন আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে বিমানবন্দরে কঙ্কনাকে থাপ্পড় মারার ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছি। কৃষক আন্দোলন সম্পর্কে কঙ্গনা রনৌত বলছিলেন কৃষক বিক্ষোভের সময় নারীরা সেখানে গিয়েছিল মাত্র ১০০ রুপির জন্য। এরকম তর্কের মধ্য আমার বোন ক্ষুব্ধ হয়ে যায় এবং সেটাই স্বাভাবিক। সেই সাথে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে যায়।
কঙ্গনা কে থাপ্পড় মারা সেই নারী কনস্টেবলের জন্য লাখ রুপি পুরস্কার করুন ঘোষণা
কঙ্গনা রনৌত সম্প্রতি ভারতের লোকসভা নির্বাচনে বিজয়ী হয়েছেন। দুদিন আগে লোকসভার নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই চন্ডীগড় বিমানবন্দরে এই ঘটনাটি ঘটে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর মধ্যে জানা যায় কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনার করা মন্তব্য নিয়ে বেশ ক্ষুব্ধ ছিলেন ওই নিরাপত্তা কর্মী। চন্ডীগড় বিমানবন্দরে কঙ্গনা রনৌতকে কাছে পেয়ে তার সকল ক্ষোভ ছাড়েন।
সারা দিল্লি জুড়ে ব্যাপক আলোচনা তৈরি করা কৃষক আন্দোলনে ১০০ টাকার বিনিময় নারীরা অংশ নিয়েছেন বলেন মন্তব্য করেছিলেন কঙ্গনা রনৌত। সেই মন্তব্যের জবাবে কঙ্গনাকে থাপ্পড় মারা নিরাপত্তা কর্মী জানান, সেই কৃষক আন্দোলনে আমার মা ও ছিলো।
কঙ্গনা রনৌতের গালে থাপ্পড় মারার ঘটনায় দুই দলে বিভক্ত নেটিজেনরা। একদল কঙ্গনা রনৌতের পক্ষ থাকলেও আরেক দল বলছেন গায়ে হাত তোলা উচিত হয়নি।
আপনার মুখের ত্বক দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে? ত্বকের উজ্জ্বলতার ফিরিয়ে আনতে বাজারের সেরা স্ক্রাব কোনটি জেনে নিতে এখানে প্রবেশ করুন।