কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালবাহী ট্রেনের ধাক্কা
- আপডেট সময় : ০৩:৪৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
ভারতের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি মালবাহী ট্রেনের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়েছে। এতে ট্রেনে থাকা বেশ কিছু যাত্রী হতাহতের খবর পাওয়া গিয়েছে। ভারতের দৈনিক সংবাদ পত্রিকা আনন্দবাজার হতে খবরটি পাওয়া যায়।
জানা গিয়েছে, শিয়ালদহের দিকে যাওয়ার পথে এই ট্রেন দুর্ঘটনাটি সংঘটিত হয় গত সোমবার। একটি মালবাহী ট্রেনের ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় কলকাতা থেকে শিলিগুড়ি ট্রেন যোগাযোগ আপাতত বন্ধ রাখা হয়েছে।
স্থানীয় সূত্রের মাধ্যমে দৈনিক আনন্দবাজার পত্রিকা জানায়, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সোমবার সকালে যথা সময়ে ছেড়েছিল। চলতি পথে নিজ বাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝামাঝি কোন স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। চলন্ত অবস্থায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন টিকে পেছন দিক থেকে একটি মালবাহী ট্রেন ধাক্কা দেয়। ধাক্কাটি এতই তীব্র ছিল যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের পেছনের দিকের দুটি বগি লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে যায়।
এদিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ট্রেন দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুখ্যমন্ত্রী লিখেছেন এইমাত্র দার্জিলিংয়ের ফাসি দেওয়া এলাকায় কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনার খবর পেলাম। তবে ট্রেন দুর্ঘটনার বিস্তারিত এখন আমি জানতে পারিনি। উদ্ধারকার্য চালানোর জন্য জেলা প্রশাসক, এসপি চিকিৎসক এবং মেডিকেল সাপোর্ট টিমস ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। সেই সাথে উদ্ধার তৎপরতার কাজ চলছে।
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালবাহী ট্রেনের ধাক্কা
দুর্ঘটনার ছবিতে দেখা যাচ্ছে ট্রেন থেকে ছিটকে যাওয়া দুটি বগি একদমই মুচড়ে গেছে। সেই সাথে ট্রেনের একটি কামরা লাইন থেকে উপরের দিকে উঠে গেছে। কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনার উদ্ধারকার্যে সাহায্য করছেন সেখানে স্থানীয় লোকজনও।
ট্রেন দুর্ঘটনার ব্যাপারে দার্জিলিং জেলার কুরসেওং থানার পুলিশ সুপার অভিষেক রায় সাংবাদিকদের কে জানান, কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনায় ইতি মধ্য চালকসহ ৫ জন ঘটনার নিহত হয়েছেন। সেই সাথে আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন।
দার্জিলিং যাওয়ার জন্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটির পর্যটকদের কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। চলতি মৌসুমে মানুষ প্রচন্ড তাপদাহ থেকে বাঁচার জন্য অনেক মানুষ দার্জিলিং যাচ্ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাল গাড়িকে দেওয়া সংকেত অনুযায়ী সময় মত ট্রেনটি না থামাতে পারার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
তবে শিলিগুড়িতে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে উদ্ধারকার্য কিছুটা বিঘ্নিত হচ্ছে। ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গিয়েছে সকাল ৯ টার দিকে এই দূর্ঘটনা ঘটে।