ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনের সময় বাড়ল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪ ৫২ বার পড়া হয়েছে

একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনের সময় বাড়ল

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা বোর্ডের ঘোষণা অনুযায়ী গত ২৬ মে রবিবার থেকে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রমের প্রথম ধাপে অনলাইনে আবেদন গ্রহণ ২৬ মে রবিবার থেকে শুরু হওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু সন্ধ্যা পার হয়ে গেলেও সেই ভর্তি কার্যক্রম শুরু করা যেতে পারেনি। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা বুয়েটের কারিগরি জটিলতার কারণে ভর্তি কার্যক্রম এখনো শুরু করা যেতে পারে নি।

একাদশ শ্রেণীতে ভর্তির ব্যাপারে ঢাকা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার সাংবাদিকদের কে বলেন, সার্ভারের জটিলতার কারণে আমরা এখনও ভর্তি কার্যক্রম শুরু করতে পারিনি। তবে আজ রাত ৮ টা থেকে আশা করি অনলাইনে আবেদন গ্রহণ করতে পারব।

বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা গেছে, ঢাকার ভেতর বিভিন্ন কলেজগুলোতে এবার ভর্তি ফি গড়ে ৭৫০০ টাকা। তবে ইংরেজি মাধ্যম গুলোর ভর্তি ফি ৮৫০০ টাকা গড়ে। ঢাকার বাইরের আশেপাশের এলাকাগুলোতে একাদশ শ্রেণীতে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ৫০০০ টাকা। সেই সাথে বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে ভর্তি ফি ৩০০০ এবং গ্রাম এলাকাগুলোতে একাদশ শ্রেণীতে ভর্তি ফি ২৫০০ টাকা করে নির্ধারণ করা হয়েছে। এটিই বোর্ড কর্তৃক নির্ধারিত সর্বোচ্চ ফি।

একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনের সময় বাড়ল

সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একাদশ শ্রেণীতে মোট ২৫ লাখ আসন থাকলেও পাস করেছে মাত্র ১৬ লাখ ৭২ হাজার শিক্ষার্থী। অর্থাৎ পাশকৃত সকল শিক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তি হলেও অনেক আসন ফাঁকা থাকবে। তাছাড়া সারা বাংলাদেশে জিপিএ ৫ পেয়েছে ১ লক্ষ ৮২ হাজার শিক্ষার্থী। জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যেও মেয়েদের সংখ্যা বেশি।

এর আগের বছরগুলোতে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন হয়েছিল। ঠিক এবছরও একইভাবে অনলাইনে ভর্তি কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। যেহেতু সার্ভারের সমস্যার কারণে একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম শুরু হয়নি তাই ভর্তির মেয়াদ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। কিন্তু সেই মেয়াদ কতদিন থাকবে সে ব্যাপারে পরে ঘোষণা আসবে।

এবছর একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আগামী ১ জুলাই হতে শ্রেণী কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। একাদশ শ্রেণি বা এইচএসসি কোর্স মূলত দুই বছর বা ২৪ মাসের। কিন্তু এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে হওয়ায় ও ভর্তি কার্যক্রমের কিছু সময় লাগায় শিক্ষার্থীরা মূলত ১৯ থেকে ২০ মাস সময় পেয়ে থাকে। যার কারনে এবছরের এইচএসসি পরীক্ষার্থীরা ফাইনাল পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করছে।

তবে তাদের দাবি মানক হবে কিনা এ ব্যাপারে কোন সিদ্ধান্ত এখন পর্যন্ত আসেনি। তোমরা যারা একাদশ শ্রেণীতে এবছর ভর্তি হবে তারা শ্রেনী কার্যক্রমের অপেক্ষা না করে নিজেদের পাঠ কার্যক্রম শুরু করে দিতে পারো। এতে করে প্রিপারেশন নেওয়া অনেক সহজ হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনের সময় বাড়ল

আপডেট সময় : ১০:৩৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪

শিক্ষা বোর্ডের ঘোষণা অনুযায়ী গত ২৬ মে রবিবার থেকে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রমের প্রথম ধাপে অনলাইনে আবেদন গ্রহণ ২৬ মে রবিবার থেকে শুরু হওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু সন্ধ্যা পার হয়ে গেলেও সেই ভর্তি কার্যক্রম শুরু করা যেতে পারেনি। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা বুয়েটের কারিগরি জটিলতার কারণে ভর্তি কার্যক্রম এখনো শুরু করা যেতে পারে নি।

একাদশ শ্রেণীতে ভর্তির ব্যাপারে ঢাকা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার সাংবাদিকদের কে বলেন, সার্ভারের জটিলতার কারণে আমরা এখনও ভর্তি কার্যক্রম শুরু করতে পারিনি। তবে আজ রাত ৮ টা থেকে আশা করি অনলাইনে আবেদন গ্রহণ করতে পারব।

বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা গেছে, ঢাকার ভেতর বিভিন্ন কলেজগুলোতে এবার ভর্তি ফি গড়ে ৭৫০০ টাকা। তবে ইংরেজি মাধ্যম গুলোর ভর্তি ফি ৮৫০০ টাকা গড়ে। ঢাকার বাইরের আশেপাশের এলাকাগুলোতে একাদশ শ্রেণীতে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ৫০০০ টাকা। সেই সাথে বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে ভর্তি ফি ৩০০০ এবং গ্রাম এলাকাগুলোতে একাদশ শ্রেণীতে ভর্তি ফি ২৫০০ টাকা করে নির্ধারণ করা হয়েছে। এটিই বোর্ড কর্তৃক নির্ধারিত সর্বোচ্চ ফি।

একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনের সময় বাড়ল

সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একাদশ শ্রেণীতে মোট ২৫ লাখ আসন থাকলেও পাস করেছে মাত্র ১৬ লাখ ৭২ হাজার শিক্ষার্থী। অর্থাৎ পাশকৃত সকল শিক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তি হলেও অনেক আসন ফাঁকা থাকবে। তাছাড়া সারা বাংলাদেশে জিপিএ ৫ পেয়েছে ১ লক্ষ ৮২ হাজার শিক্ষার্থী। জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যেও মেয়েদের সংখ্যা বেশি।

এর আগের বছরগুলোতে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন হয়েছিল। ঠিক এবছরও একইভাবে অনলাইনে ভর্তি কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। যেহেতু সার্ভারের সমস্যার কারণে একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম শুরু হয়নি তাই ভর্তির মেয়াদ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। কিন্তু সেই মেয়াদ কতদিন থাকবে সে ব্যাপারে পরে ঘোষণা আসবে।

এবছর একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আগামী ১ জুলাই হতে শ্রেণী কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। একাদশ শ্রেণি বা এইচএসসি কোর্স মূলত দুই বছর বা ২৪ মাসের। কিন্তু এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে হওয়ায় ও ভর্তি কার্যক্রমের কিছু সময় লাগায় শিক্ষার্থীরা মূলত ১৯ থেকে ২০ মাস সময় পেয়ে থাকে। যার কারনে এবছরের এইচএসসি পরীক্ষার্থীরা ফাইনাল পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করছে।

তবে তাদের দাবি মানক হবে কিনা এ ব্যাপারে কোন সিদ্ধান্ত এখন পর্যন্ত আসেনি। তোমরা যারা একাদশ শ্রেণীতে এবছর ভর্তি হবে তারা শ্রেনী কার্যক্রমের অপেক্ষা না করে নিজেদের পাঠ কার্যক্রম শুরু করে দিতে পারো। এতে করে প্রিপারেশন নেওয়া অনেক সহজ হবে।