একাদশ শ্রেণীতে ভর্তির নতুন নির্দেশনা
- আপডেট সময় : ০৫:০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
বিগত বেশ কিছুদিন ধরে সার্ভারের জটিলতার কারণে একাদশ শ্রেণির ভর্তি আবেদন যথাসময়ে শুরু করা সম্ভব হয়নি। তারপরে সার্ভারের সমস্যার সমাধান করলে স্বাভাবিকভাবে আবেদন প্রক্রিয়া শুরু হয়। কিন্তু তারপরেও আবেদনের ফি পরিশোধে সমস্যায় পড়েছেন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। সেটারও সমাধান হয়ে গেছে।
তাই যারা একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনের সময় এসএমএস পাননি কিংবা লগইন করতে পারেননি তাদেরকে পুনরায় আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। একাদশ শ্রেণির অফিসিয়াল ওয়েবসাইটে এই নির্দেশনা ঘোষণা করা হয়েছে গতকাল। সেই সাথে গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে তথ্যগুলো জানা গেছে।
সাম্প্রতিক সময়ে একাদশ শ্রেণীতে ভর্তি পরীক্ষার্থীদের জন্য নতুন একটি সিস্টেম চালু করা হয়েছে। শিক্ষার্থীরা যাতে খুব সহজে একাদশ শ্রেণি বা কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারে তার জন্য এই সুবিধা আনা হয়েছে বলে জানিয়েছে ভর্তির সংক্রান্ত কমিটি।
একাদশ শ্রেণীতে ভর্তির নতুন নির্দেশনা
একাদশ শ্রেণীতে ভর্তির ব্যাপারে আরো বলা হয়, শিক্ষার্থীদের যাতে ভর্তির আবেদন করতে কোন অসুবিধা না হয় তাই বিকাশের মাধ্যমে সরাসরি আবেদন ফি পরিশোধ করা যাবে। আবেদন ফি পরিশোধের পর অফিশিয়াল সিস্টেমে লগইন করে পোর্টাল থেকে কনফার্ম হওয়া যাবে পেমেন্ট সম্পন্ন হয়েছে কিনা। একাদশ শ্রেণীতে ৩ ধাপের ভর্তি পরীক্ষা চলবে আগামী ১১ জুন পর্যন্ত।
এছাড়া বিগত ২৯ মে তারিখ থেকে ৩০ মে পর্যন্ত একাদশ শ্রেণির ভর্তির ওয়েব সাইটে এসএমএস গেটওয়ের সমস্যা ছিলো। যার ফলে অনেক শিক্ষার্থী আবেদন করা সত্ত্বেও কোন এসএমএস পাননি এবং লগইন করতে পারেন নাই। এধরনের সমস্যার মুখোমুখি যারা হয়েছেন তাদেরকে পুনরায় সাইন আপ করে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে।
এ বছর একাদশ শ্রেণীতে ভর্তির জন্য ঢাকার মধ্যে কলেজ গুলোতে ভর্তি ফি রাখা হচ্ছে সাড়ে ৭ হাজার। ঢাকা জেলার বাইরে মেট্রোপলিটন এলাকাতে ভর্তি ফি ৫ হাজার। জেলা শহরে ৩ হাজার এবং উপজেলা শহরে ২৫০০ টাকা করে ভর্তি ফি রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
এর আগের ঘোষণা অনুযায়ী ২৬ মে সকাল থেকে একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন গ্রহণ শুরু করে থাকলেও ওয়েবসাইটে সমস্যা দেখা দেয়। যার কারনে যথাসময়ে আবেদন গ্রহণ শুরু করা যায়নি।
আগামী কয়েকদিনের বৃষ্টির খবর ও আবহাওয়া জানতে এখানে প্রবেশ করুন।