একাদশ শ্রেণীতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আগামীকাল
- আপডেট সময় : ০৬:৪৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
আগামী ২৩ জুন রবিবার একাদশ শ্রেণীতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হবে। একাদশ শ্রেণির ভর্তি ফলাফল দেখা যাবে বাংলাদেশ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে।
আমরা জানি চলতি মাসে শেষ হয়েছে একাদশ শ্রেণীতে প্রথম ধাপে ভর্তির আবেদন প্রক্রিয়া। প্রথম ধাপে বিভিন্ন কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হওয়া শিক্ষার্থীরা তাদের ফলাফল আগামীকাল জানতে পারবেন। একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া মোট ৩ টি ধাপে সম্পন্ন হয়। সকল ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হলে আগামী ৩০ জুলাই থেকে সারা বাংলাদেশে একাদশ শ্রেণীতে পাঠ কার্যক্রম শুরু হয়ে যাবে।
বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড সামান্য কমিটির সভাপতি অধ্যাপক তমন কুমার সরকার আজ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, আগামীকাল অর্থাৎ রবিবার রাত ৮ টায় একাদশ শ্রেণীতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হবে। তারপর ভর্তব নীতিমালা অনুযায়ী পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।
ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক জানা যায়, একাদশ শ্রেণীতে ভর্তি প্রথম ধাপে ১৩ লাখ শিক্ষার্থী আবেদন করেছে। প্রথম ধাপে একাদশ শ্রেণীর ভর্তি ফলাফল প্রকাশ করা হলে নির্বাচিতদের ভর্তি নিশ্চিত করতে হবে। প্রথম ধাপে শিক্ষার্থীরা তাদের ভর্তির নিশ্চিত করলে যে সকল আসন ফাঁকা থাকবে সেগুলো পূরণে আগামী ৩০ জুন থেকে দ্বিতীয় ধাপের আবেদন চলবে যা চলবে আগামী জুলাই ২ জুলাই পর্যন্ত।
একাদশ শ্রেণীতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আগামীকাল
২ জুলাই আবেদন প্রক্রিয়া শেষ হলে ৪ জুলাই রাত ৮ টাঢ একাদশ শ্রেণীতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে। তারপর টানা ৪ দিন চলবে একাদশ শ্রেণীতে দ্বিতীয় ধাপে ভর্তি নিশ্চায়ন প্রক্রিয়া।
দ্বিতীয় ধাপে ভর্তি প্রক্রিয়া শেষ হলে আগামী ৯ এবং ১০ জুলাই তৃতীয় ধাপের আবেদন গ্রহণ করা হবে এবং ফল প্রকাশ করা হবে ১২ জুলাই। তৃতীয় ধাপের ভর্তি নিশ্চায়ন করার পরে ১৫ জুলাই থেকে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং চলবে ২৫ জুলাই পর্যন্ত।
এভাবে মোট ৩ টি ধাপে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
আর একাদশ শ্রেণীতে ভর্তির প্রথম দফার ফলাফল প্রকাশ করা হবে আগামীকাল রবিবার রাত ৮ টায়।
এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট অংশগ্রহণ করেছিল ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন শিক্ষার্থী।