ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জিপি সিমের কল লিস্ট বের করার নিয়ম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪ ৫১ বার পড়া হয়েছে

জিপি সিমের কল লিস্ট বের করার নিয়ম

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনেক সময় আমাদের কাছের ফোনের কল লিস্ট বের করার প্রয়োজন হয়। তবে কল লিস্ট তো ফোনের ডায়াল থেকেই পাওয়া যায়। কিন্তু কেমন হয় সেখান থেকে নাম্বার গুলো ডিলিট করার পরেও যদি আপনি কল লিস্টটি বের করতে পারেন। ঠিক এমনই এক উপায়ের কথা আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। যাতে করে দূরে বসেও আপনি দেখতে পারেন আপনার প্রিয়জন কার কার সাথে ফোনে কথা বলছে।

প্রথম ধাপ: My Gp অ্যাপ ইন্সটল

জিপি সিমের কল লিস্ট বের করার জন্য আপনাকে প্রথমে My Gp অ্যাপটি ডাউনলোড করতে হবে। My Gp অ্যাপটি ডাউনলোড করার জন্য প্লে-স্টোরে মাই জিপি লিখে সার্চ করলেই গ্রামীণফোনের লোগো সংবলিত My Gp অ্যাপটি পেয়ে যাবেন। তারপর কল লিস্ট বের করার জন্য My Gp অ্যাপটি আপনার ফোনে ইন্সটল করুন।

দ্বিতীয় ধাপ: ফোন নাম্বার দিয়ে লগইন

My Gp অ্যাপটি ইন্সটল করা হয়ে গেলে আপনি যেই ফোন নাম্বারের কল লিস্ট বের করবেন সেই ফোন নাম্বার দিয়ে লগইন করতে হবে। My Gp অ্যাপের লগইন অপশনে ফোন নাম্বারটি দেওয়ার পরে সেই ফোন নাম্বারে একটি OTP বা ভেরিফিকেশন কোড যাবে। উক্ত ভেরিফিকেশন কোডটি মাই জিপি অ্যাপের নির্ধারিত স্থানে ইনপুট করলেই My Gp অ্যাপের ভেতরে লগইন হয়ে যাবে।

জিপি সিমের কল লিস্ট বের করার নিয়ম

তৃতীয় ধাপ: Menu অপশন

My Gp অ্যাপে লগইন করার পর একদম নিচে ডানপাশে Account Option নামে একটি অপশন পাবেন। জিপির কল লিস্ট বের করার জন্য সেই অপশনটিতে ক্লিক করুন। তারপর আপনার সামনে অনেকগুলো অপশন আসবে। সেই অপশনগুলো থেকে Usage History অপশনটি খুঁজে বের করুন। তারপর Usage History বাটনটিতে ক্লিক করুন।

চতুর্থ ধাপ: কল লিস্ট

Usage History বাটনটিতে চাপ দেওয়ার পর আপনি কল Call History নামে আরেকটি অপশন দেখতে পারবেন। সে বাটনটিতে ক্লিক করলেই আপনি আপনার কাঙ্ক্ষিত জিপির কল লিস্ট টি পেয়ে যাবেন। তবে এখানে আপনি বিগত ৩০ দিনের কল হিস্টরি পাবেন। সেই সাথে কবে কার সাথে কখন কত মিনিট ধরে কথা বলা হয়েছিল সব বিস্তারিত পেয়ে যাবেন।

জিপিতে কল লিস্ট ছাড়াও আপনি রিচার্জ হিস্টোরি কিংবা এসএমএস হিস্টোরিও মাই জিপি অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন। যদি সিম থেকে নাম্বার ডিলিট ডিলিটও করে দেয়া হয় তারপরেও আপনি এই হিস্টোরি যেকোনো সময় বের করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জিপি সিমের কল লিস্ট বের করার নিয়ম

আপডেট সময় : ০৯:৫৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪

অনেক সময় আমাদের কাছের ফোনের কল লিস্ট বের করার প্রয়োজন হয়। তবে কল লিস্ট তো ফোনের ডায়াল থেকেই পাওয়া যায়। কিন্তু কেমন হয় সেখান থেকে নাম্বার গুলো ডিলিট করার পরেও যদি আপনি কল লিস্টটি বের করতে পারেন। ঠিক এমনই এক উপায়ের কথা আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। যাতে করে দূরে বসেও আপনি দেখতে পারেন আপনার প্রিয়জন কার কার সাথে ফোনে কথা বলছে।

প্রথম ধাপ: My Gp অ্যাপ ইন্সটল

জিপি সিমের কল লিস্ট বের করার জন্য আপনাকে প্রথমে My Gp অ্যাপটি ডাউনলোড করতে হবে। My Gp অ্যাপটি ডাউনলোড করার জন্য প্লে-স্টোরে মাই জিপি লিখে সার্চ করলেই গ্রামীণফোনের লোগো সংবলিত My Gp অ্যাপটি পেয়ে যাবেন। তারপর কল লিস্ট বের করার জন্য My Gp অ্যাপটি আপনার ফোনে ইন্সটল করুন।

দ্বিতীয় ধাপ: ফোন নাম্বার দিয়ে লগইন

My Gp অ্যাপটি ইন্সটল করা হয়ে গেলে আপনি যেই ফোন নাম্বারের কল লিস্ট বের করবেন সেই ফোন নাম্বার দিয়ে লগইন করতে হবে। My Gp অ্যাপের লগইন অপশনে ফোন নাম্বারটি দেওয়ার পরে সেই ফোন নাম্বারে একটি OTP বা ভেরিফিকেশন কোড যাবে। উক্ত ভেরিফিকেশন কোডটি মাই জিপি অ্যাপের নির্ধারিত স্থানে ইনপুট করলেই My Gp অ্যাপের ভেতরে লগইন হয়ে যাবে।

জিপি সিমের কল লিস্ট বের করার নিয়ম

তৃতীয় ধাপ: Menu অপশন

My Gp অ্যাপে লগইন করার পর একদম নিচে ডানপাশে Account Option নামে একটি অপশন পাবেন। জিপির কল লিস্ট বের করার জন্য সেই অপশনটিতে ক্লিক করুন। তারপর আপনার সামনে অনেকগুলো অপশন আসবে। সেই অপশনগুলো থেকে Usage History অপশনটি খুঁজে বের করুন। তারপর Usage History বাটনটিতে ক্লিক করুন।

চতুর্থ ধাপ: কল লিস্ট

Usage History বাটনটিতে চাপ দেওয়ার পর আপনি কল Call History নামে আরেকটি অপশন দেখতে পারবেন। সে বাটনটিতে ক্লিক করলেই আপনি আপনার কাঙ্ক্ষিত জিপির কল লিস্ট টি পেয়ে যাবেন। তবে এখানে আপনি বিগত ৩০ দিনের কল হিস্টরি পাবেন। সেই সাথে কবে কার সাথে কখন কত মিনিট ধরে কথা বলা হয়েছিল সব বিস্তারিত পেয়ে যাবেন।

জিপিতে কল লিস্ট ছাড়াও আপনি রিচার্জ হিস্টোরি কিংবা এসএমএস হিস্টোরিও মাই জিপি অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন। যদি সিম থেকে নাম্বার ডিলিট ডিলিটও করে দেয়া হয় তারপরেও আপনি এই হিস্টোরি যেকোনো সময় বের করতে পারবেন।