ফেসবুকে কিভাবে নিজের নাম পরিবর্তন করবেন
- আপডেট সময় : ০৫:৫৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
ফেসবুকে নাম পরিবর্তন করার নিয়ম অনেকেই হয়তো জানেন না। আবার অনেকে চেষ্টা করেও ফেসবুকের নাম পরিবর্তন করতে পারছেন না। তো চলুন জেনে নেই কিভাবে খুব সহজেই ফেসবুকে নিজের নাম সংশোধন বা পরিবর্তন করতে পারেন।
ফেসবুকের নতুন নতুন আপডেট আসছে। এখন কারো আইডি হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে সেটির পুনরায় ফেরত আনার জন্য ভোটার আইডি কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি সাবমিটের প্রয়োজন পড়ে। এখানেই বাধে যত বিপত্তি। যদি ফেসবুকের নামের সাথে আপনার এসকল কাগজের নাম মিল না থাকে তাহলে সেই আইডি ফিরে পাওয়া অনেক কঠিন। তাই পূর্বে যে নামেই ফেসবুক আইডি খুলে থাকেন না কেন সেগুলো অনেকেই সংশোধন করে ভোটার আইডি কার্ডের সাথে মিল রাখতে চান।
আসুন জেনে নেই কিভাবে ফেসবুকে নিজের নাম পরিবর্তন করবেন:
১. প্রথমে আপনার ফেসবুক অ্যাপে প্রবেশ করুন। তারপর ডান পাশের ওপরে মেনু থেকে “Settings & Primacy” অপশনে প্রবেশ করুন।
২. Privacy অপশনে প্রবেশ করার পর আপনি ‘Personal Details” নামে একটি অপশন দেখতে পারবেন। উক্ত অপশনে ক্লিক করার পর আপনার নাম এবং ছবি দেখাবে।
৩. আপনার ছবি সম্বলিত নামের উপরে ক্লিক করলে পুনরায় আপনার ছবি এবং নাম দেখাবে আরেকটি পেইজে।
ফেসবুকে কিভাবে নিজের নাম পরিবর্তন করবেন
৪. তারপর সে পেইজে আবার নামের উপরে ক্লিক করলে Name অপশনটি দেখাবে।
৫. তারপর Name অপশনটিতে ক্লিক করলেই আপনাকে ফেসবুকে নাম পরিবর্তনের জন্য একটি পেইজে নিয়ে যাওয়া হবে।
৬. এবার নাম পরিবর্তনের পেজ থেকে ইচ্ছামত আপনার নামটি পরিবর্তন করে নিন। নতুন নাম প্রবেশ করানোর পর আপনার ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে সাবমিট করতে হবে।
সব প্রক্রিয়া শেষ হয়ে গেলে ফেসবুকের নামটি কিছুক্ষণের মধ্যেই পরিবর্তন হয়ে যাবে। তবে একবার নাম পরিবর্তন করার ৬০ দিনের মধ্যেও আর নাম পরিবর্তন করতে পারবেন না। আবার ফেসবুকের নাম পরিবর্তন ঘন ঘন করলে ফেসবুক থেকে অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে।
তাই ফেসবুকের নাম পরিবর্তনের আগের সাবধানতা অবলম্বন করুন।
আপনার ফেসবুক আইডি নিরাপত্তার লক্ষ্যে অবশ্যই ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে ফেসবুকের নাম সেট করবেন। এতে করে ভবিষ্যতে যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আপনার আইডিকে রক্ষা করতে পারবেন।
আগামী বছরগুলোতে প্রাইমারি স্কুলের ক্লাস গুলি অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নীত করা হবে। এব্যাপারে বিস্তারিত জানার জন্য এখানে প্রবেশ করুন।