মোবাইলে ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়
- আপডেট সময় : ০৮:৪৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোবাইলে ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় গুলো কি কি।
বর্তমান যুগে সবার হাতে হাতে রয়েছে একটি করে স্মার্ট ফোন। স্মার্টফোনে আমরা ভালো লাগার মুহূর্তগুলোর ছবি আঁকড়ে ধরে রাখি। অনেক সময় অসাবধানতাবশত আমাদের প্রিয় ছবিগুলো মোবাইল থেকে ডিলিট হয়ে যায়। তারপর আমাদের আর আফসোসের সীমা থাকে না।
কিন্তু কেমন হয় যদি মোবাইলে ডিলিট করা ছবিগুলো আবার ফিরিয়ে আনতে পারেন? আজকে এমন কিছু উপায় আপনাদের সাথে শেয়ার করব যেগুলোর মাধ্যমে অসাভধানতাবশত ডিলিট করা ছবিগুলো পুনরায় ফেরত আনতে পারেন।
Google Photos
আপনার মোবাইলে যদি google photos ইনস্টল থাকে এবং এতে ব্যাকআপ চালু থাকে তাহলে মোবাইলের ডিলিট করা ছবি নিয়ে কোন চিন্তাই করতে হবে না। অ্যাপটি ওপেন করে লাইব্রেরী অপশন থেকে ট্র্যাশ ফোল্ডারটি চেক করুন। এখানেই আপনার ডিলেট করা সকল ছবি পেয়ে যাবেন। শুধুমাত্র ছবিগুলো সিলেক্ট করে রিস্টোন বাটনে ক্লিক করলেই মূল গ্যালারিতে চলে যাবে ডিলিট হওয়া ছবিগুলো।
তবে আপনার ফোনে যদি গুগল ফটোস না থাকে তাহলে নিচে যে কোন একটি উপায় অবলম্বন করুন। তবে গ্যালারি এবং ছবি রাখার জন্য অবশ্যই google photos ব্যবহার করা উচিত। এতে করে মোবাইলে ডিলিট করা ছবির সহজে ফিরিয়ে আনা যায়। ছবি হারানোর ভয় থাকে না।
মোবাইলে ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়
ফটো রিকভারি সফটওয়্যার
আপনি গুগল প্লে স্টোরে ডিক্স ডিগার অ্যাপ এবং অন্যান্য ফটো রিকভারি সফটওয়্যার পেয়ে যাবেন। যদি মোবাইলের ছবি ডিলিট করার পর সেগুলো গুগল ফটো কিংবা মেমোরি থেকে চলে যায় তাহলে এ ধরনের রিকভারি সফটওয়্যার ব্যবহার করতে হবে।
তবে বেশিরভাগ ক্ষেত্রে রিকভারি সফটওয়্যার ব্যবহারের জন্য ফোন রুট করার প্রয়োজন হয়। ফোন রুট করা বেশ ঝামেলার এবং একই সাথে ঝুঁকিপূর্ণ একটি কাজ। তবে মোবাইলে ডিলিট করা ছবিগুলো যদি আপনার খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকেন তাহলে এক্সপার্ট কাউকে দিয়ে এই ছবিগুলো পুনরায় রিকভার করতে পারেন।
বাংলায় একটা প্রবাদ প্রচলিত আছে। চোর পালালে বুদ্ধি বাড়ে। মোবাইলে ডিলিট হওয়া ছবি উদ্ধার করার উপায় আমরা তখনই জানতে চাই যখন আমাদের ফোনের গুরুত্বপূর্ণ ছবি গুলো ডিলিট হয়ে যায়। কিন্তু আগে থেকে যদি আমরা ফোনের গুরুত্বপূর্ণ ফাইল গুলোর ব্যাকআপ রেখে দেই তাহলে এই ধরনের বিড়ম্বনায় পড়তে হয় না।
তাই পরবর্তীতে যদি মোবাইলে ছবি ডিলিট হওয়ার কারণে যদি বিপদে না পড়তে চান সেজন্য আগে থেকেই ছবিগুলো গুগল ফটোস কিংবা বিভিন্ন ক্লাউডর ড্রাইভে ব্যাকআপ দিয়ে রাখুন। আশা করি মোবাইলে ডিলিট করা ছবি ফিরে আনার উপায় গুলি আপনার কাজে লেগেছে।
মুখের ব্রণ দূর করার উপায় জানতে এখানে প্রবেশ করুন।