ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষান্মাসিক মূল্যয়নের সময় সূচি প্রকাশিত হয়েছে
- আপডেট সময় : ০৬:০০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
২০২৪ সালের চলতি শিক্ষা বছরে মাধ্যমিক বিদ্যালয় গুলোর সকল ক্লাসের বিষয় ভিত্তিক-ষান্মাশিক পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। উক্ত সংশোধিত সময়সূচি দেশের সকল স্কুল প্রধানদের নিকট ইতিমধ্য প্রেরণ করা হয়েছে। এর আগেও একবার মাধ্যমিক বিদ্যালয়ের ষান্মাসিক মূল্যায়নের সময়সূচি প্রকাশ করা হয়েছিল। কিন্তু ওই পরীক্ষার রুটিনের সাথে এইচএসসি এবং সমমান পরীক্ষার কয়েকটি তারিখের সাথে মিলে যাওয়ায় নতুন করে সময়সূচি ঘোষণা করা হয়েছে।
গত রবিবার বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এই নতুন ঘোষণাটি দেওয়া হয়।
চলতি বছরের নতুন শিক্ষাক্রমের আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অর্ধবার্ষিকী পরীক্ষা শুরু হবে আগামী ৭ জুলাই থেকে। সংশোধিত রুটিন অনুযায়ী এই পরীক্ষা চলবে একই মাসের ৩০ তারিখ পর্যন্ত। ক্লাস সিক্স থেকে ক্লাস নাইন পর্যন্ত এই অর্ধবার্ষিকী পরীক্ষার মূল্যায়ন হবে মোট ১০ টি সাবজেক্টের উপর। মাধ্যমিক বিদ্যালয়ে এই পরীক্ষাগুলোতে কবে কোন বিষয়ে পরীক্ষা নেয়া হবে সেটি বিস্তারিত রুটিনে পাওয়া যাবে।
এর আগের ঘোষণায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বলা হয়, বিদ্যালয়গুলোতে বছরে ২ টি পরীক্ষা হবে। একটি হবে এবছরের মাঝামাঝি সময় এবং অপরটি হবে বছরের শেষ সময়। সে ঘোষণা অনুযায়ী জুন মাসের প্রথম দিকেই বাৎসরিক ষান্মাসিক মূল্যায়ন শেষ করার কথা ছিল।
কিন্তু আপনারা জানেন এবছরের মার্চ মাসে রোজার বন্ধ, দেশজুড়ে তীব্র তাপ প্রবাহের কারণে বন্ধ ইত্যাদি কারণে শ্রেণী কার্যক্রম অনেকটাই বিঘ্নিত হয়েছে। যার কারণে শিক্ষার্থীরা তাদের সিলেবাস ঠিকমতো শেষ করতে পারেনি।
ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষান্মাসিক মূল্যয়নের সময় সূচি প্রকাশিত হয়েছে
অর্ধবার্ষিকী ষান্মাসিক পরীক্ষার জন্য যে নির্ধারিত সিলেবাস রয়েছে সেটির উপর পরীক্ষা নেওয়া অনেকটাই দুষ্কর হয়ে পড়েছে। শিক্ষার্থীরা যদি সিলেবাস ঠিকমতো কমপ্লিট করতে না পারে তাহলে সেই সিলেবাসের উপরে মূল্যায়ন করাটা একদমই যৌক্তিক নয়। তাই এব্যাপারে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা বোর্ড বেশ কয়েকটি আলোচনা সভার পর নতুন করে সংশোধিত সময়সূচি দিয়েছেন।
তাছাড়া সামনে ঈদুল আযহা উপলক্ষে স্কুলগিলো আরোও বেশ কয়েকদিন বন্ধ থাকবে। এবছরে অর্ধ বার্ষিকী পরীক্ষার আগেই অনেকগুলো দিন স্কুল বন্ধ ছিলো।
তো কারণগুলো বিবেচনা করে এবছরের অর্ধ বার্ষিক পরীক্ষা আগামী ৭ জুলাই থেকে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এবং পরীক্ষাগুলো শেষ করা হবে ৩০ শে জুলাই এর মধ্যেই।
অর্থাৎ ঈদের পরপরই অর্ধবার্ষিকী ষান্মাসিক পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে।