ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের পবিত্র হজ শুরু হয়েছে আজ থেকে। হজের এই দিনে মুসলমানরা আরাফার ময়দানে অবস্থান করবে। সেই সাথে তাদের পড়নে থাকবে সেলাই বিহীন শুভ্র সাদা কাপড়ে পোশাক।

মিনায় ধর্মপ্রাণ মুসলমানদের সমবেত হওয়ার মধ্য দিয়ে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। যদিও ৮ জিলহজ শুক্রবার সকাল থেকে মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও আগের দিন বৃহস্পতিবার রাত থেকেই হাজিরা পৌঁছে যান মিনার তাবুতে। উপস্থিত হজ যাত্রীর সংখ্যা বিবেচনা করে সৌদির মুয়ালিমরা আগে থেকেই হজ যাত্রীদের মিনার প্রান্তরে নেওয়া শুরু করেন।

সেই কারণে আগের দিন থেকেই হাজিরা এশার নামাজের পর নিজ নিজ আবাসন থেকে ইহরাম বেধে মিনার উদ্দেশ্যে রওনা হন।

সেই সাথে মিনার প্রান্তরে এই যাত্রার মধ্য দিয়ে শুরু হয় হজ পালন। এই হজ পালন শেষ হবে ১২ জিলহজ শয়তানকে পাথর নিক্ষেপ করার মধ্য দিয়ে। সারা বিশ্বের ধনপ্রান মুসলমান হাজিদের সাথে এবার বাংলাদেশ থেকে অংশগ্রহণ নিয়েছেন ৮২ হাজার ৭৭২ জন হাজী। এই হাজীদের “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে শহর।

হজের এই সময়ে দিনরাত ইবাদতের মধ্য দিয়ে কাটিয়ে দিবেন হাজিরা। সেই সাথে মহান আল্লাহ তায়ালার নৈকট্য লাভের আশায় করবেন জিকির ও তেলাওয়াত।

হজের প্রথম দিনে মিনায় পৌঁছানোর পর ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত অর্থাৎ ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন তারা নিজ তাবুতে। তারপর ৯ জিলহজ্জ সূর্য উঠার পর হজযাত্রীরা আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করবেন। অবশ্য আগের দিন রাতেই তাদেরকে আরাফাতের উদ্দেশ্যে নিয়ে যান দায়িত্বশীল মুয়ালিমরা।

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

আমরা জানি ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ একটি। প্রত্যেক আর্থিকভাবে সামর্থ্যবান নারী ও পুরুষদের জন্য হজ্ব ফরজ। মিনার পরে হজ যাত্রীরা ১৫ কিলোমিটার দূরে উপস্থিত হবেন স্মৃতি বিজড়িত আরাফাতের ময়দানে।

এর তিনদিকে রয়েছে পাহাড়। মাঝে রয়েছে প্রায় ৪ বর্গ মাইল আয়তনের বিশাল এক মাঠ। জেঠিকে বলা হয় রহমতের। ১৪০০ বছর আগে আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.) তার বিদায় ভাষণ দিয়েছিলেন এই মাঠে।

অনেকেই আবার এই মাঠটি কে দোয়ার মাঠে বলে থাকেন। এরকমটা বলা হয়ে থাকে, আদি পিতা আদম (আ.) ও আদি মাতা হাওয়া (আ.) পৃথিবীতে একত্রিত হওয়ার পর আরাফাতের ময়দানে এসে মহান আল্লাহতালার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন।

আরাফাতের মাঠে উপস্থিত হওয়া হজের অন্যতম একটি অংশ। এখানে উপস্থিত না হলে হজ পূর্ণ হয় না। তাই যারা ইতিমধ্যে অসুস্থ হয়ে গিয়েছেন তাদেরকেও অ্যাম্বুলেন্সে করে আনা হয় আরাফাতের ময়দানে। ইসলামের নিয়ম অনুযায়ী জিলহজ মাসের ৯ তারিখে আরাফাতের ময়দানে অবস্থান করার ইবাদত করাটাই হলো হজ।

তবে এবার প্রচন্ড গরমে হজ যাত্রীরা কিছুটা ভোগান্তিতে পড়েছেন। এবারের হজের সময় সেখানকার স্থানীয় তাপমাত্রা ৪৪ সেলসিয়াসেও পৌঁছাতে পড়ে বলে জানিয়েছে মক্কার আবহাওয়া অধিদপ্তর। তাই সকল হজ যাত্রীদের স্বাস্থ্যের সুরক্ষার কথা চিন্তা করে সতর্ক থাকতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

আপডেট সময় : ১১:৪১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪

চলতি বছরের পবিত্র হজ শুরু হয়েছে আজ থেকে। হজের এই দিনে মুসলমানরা আরাফার ময়দানে অবস্থান করবে। সেই সাথে তাদের পড়নে থাকবে সেলাই বিহীন শুভ্র সাদা কাপড়ে পোশাক।

মিনায় ধর্মপ্রাণ মুসলমানদের সমবেত হওয়ার মধ্য দিয়ে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। যদিও ৮ জিলহজ শুক্রবার সকাল থেকে মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও আগের দিন বৃহস্পতিবার রাত থেকেই হাজিরা পৌঁছে যান মিনার তাবুতে। উপস্থিত হজ যাত্রীর সংখ্যা বিবেচনা করে সৌদির মুয়ালিমরা আগে থেকেই হজ যাত্রীদের মিনার প্রান্তরে নেওয়া শুরু করেন।

সেই কারণে আগের দিন থেকেই হাজিরা এশার নামাজের পর নিজ নিজ আবাসন থেকে ইহরাম বেধে মিনার উদ্দেশ্যে রওনা হন।

সেই সাথে মিনার প্রান্তরে এই যাত্রার মধ্য দিয়ে শুরু হয় হজ পালন। এই হজ পালন শেষ হবে ১২ জিলহজ শয়তানকে পাথর নিক্ষেপ করার মধ্য দিয়ে। সারা বিশ্বের ধনপ্রান মুসলমান হাজিদের সাথে এবার বাংলাদেশ থেকে অংশগ্রহণ নিয়েছেন ৮২ হাজার ৭৭২ জন হাজী। এই হাজীদের “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে শহর।

হজের এই সময়ে দিনরাত ইবাদতের মধ্য দিয়ে কাটিয়ে দিবেন হাজিরা। সেই সাথে মহান আল্লাহ তায়ালার নৈকট্য লাভের আশায় করবেন জিকির ও তেলাওয়াত।

হজের প্রথম দিনে মিনায় পৌঁছানোর পর ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত অর্থাৎ ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন তারা নিজ তাবুতে। তারপর ৯ জিলহজ্জ সূর্য উঠার পর হজযাত্রীরা আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করবেন। অবশ্য আগের দিন রাতেই তাদেরকে আরাফাতের উদ্দেশ্যে নিয়ে যান দায়িত্বশীল মুয়ালিমরা।

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

আমরা জানি ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ একটি। প্রত্যেক আর্থিকভাবে সামর্থ্যবান নারী ও পুরুষদের জন্য হজ্ব ফরজ। মিনার পরে হজ যাত্রীরা ১৫ কিলোমিটার দূরে উপস্থিত হবেন স্মৃতি বিজড়িত আরাফাতের ময়দানে।

এর তিনদিকে রয়েছে পাহাড়। মাঝে রয়েছে প্রায় ৪ বর্গ মাইল আয়তনের বিশাল এক মাঠ। জেঠিকে বলা হয় রহমতের। ১৪০০ বছর আগে আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.) তার বিদায় ভাষণ দিয়েছিলেন এই মাঠে।

অনেকেই আবার এই মাঠটি কে দোয়ার মাঠে বলে থাকেন। এরকমটা বলা হয়ে থাকে, আদি পিতা আদম (আ.) ও আদি মাতা হাওয়া (আ.) পৃথিবীতে একত্রিত হওয়ার পর আরাফাতের ময়দানে এসে মহান আল্লাহতালার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন।

আরাফাতের মাঠে উপস্থিত হওয়া হজের অন্যতম একটি অংশ। এখানে উপস্থিত না হলে হজ পূর্ণ হয় না। তাই যারা ইতিমধ্যে অসুস্থ হয়ে গিয়েছেন তাদেরকেও অ্যাম্বুলেন্সে করে আনা হয় আরাফাতের ময়দানে। ইসলামের নিয়ম অনুযায়ী জিলহজ মাসের ৯ তারিখে আরাফাতের ময়দানে অবস্থান করার ইবাদত করাটাই হলো হজ।

তবে এবার প্রচন্ড গরমে হজ যাত্রীরা কিছুটা ভোগান্তিতে পড়েছেন। এবারের হজের সময় সেখানকার স্থানীয় তাপমাত্রা ৪৪ সেলসিয়াসেও পৌঁছাতে পড়ে বলে জানিয়েছে মক্কার আবহাওয়া অধিদপ্তর। তাই সকল হজ যাত্রীদের স্বাস্থ্যের সুরক্ষার কথা চিন্তা করে সতর্ক থাকতে বলা হয়েছে।