সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর
- আপডেট সময় : ০৫:০৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
বিগত কয়েকদিন ধরেই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার পক্ষে আন্দোলন করছে চাকরি প্রত্যাশীরা। আন্দোলনের পরিপ্রেক্ষিতে তারা শাহবাগ এলাকায় বিক্ষোভ করেছে। সেই বিক্ষোভ নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ পুলিশ। কিন্তু সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ কি সত্যিই অনুমোদন হবে? চলুন জেনে নেই বিস্তারিত।
এ ব্যাপারে মাননীয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বেশ কিছুদিন আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছিলেন। কিন্তু এব্যাপারে সম্পূর্ণ সিদ্ধান্ত নিবে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরিতে প্রবেশের সাধারণ বয়সসীমা হচ্ছে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে সেটি ৩২ বছর। এব্যাপারে চাকুরী প্রত্যাশী শিক্ষার্থীরা বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ থেকে ৫৯ বছর পর্যন্ত।
তাদের বক্তব্য অনুযায়ী, চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়স কোন বাধা হতে পারে না। তাই তারা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করছেন।
এদিকে মাননীয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সম্প্রতি জানান, বয়সীমা বৃদ্ধি করার ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে আমি যে আবেদনটি করেছিলাম সেটি এখন আর কার্যকর নেই। সেই আবেদনটি একটি কুচক্রী মহল নতসাৎ করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। তবে তার আবেদনের কার্যকারিতা কেন নেই সে ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, এ বিষয়ে মাননীয় জনপ্রশাসন মন্ত্রী জাতীয় সংসদে উত্তর দিয়েছেন। আর যেহেতু মাননীয় মন্ত্রী এ ব্যাপারে উত্তর দিয়েছেন তাই এটিকে নিয়ে আর আন্দোলন কিংবা অস্থিতিশীলতা সৃষ্টি করা কখনোই উচিত নয়।
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল কে কেন্দ্র করে আয়োজিত সংবাদ সম্মেলনে মাননীয় শিক্ষামন্ত্রী এই বক্তব্য উপস্থাপন করেন।
মাননীয় শিক্ষামন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা ৩৫ বছর করার লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে একটি আধা সরকারি পত্র দিয়েছিলেন। বিষয়টি নিয়ে সারা দেশ এবং জাতীয় সংসদেও আলোচনা হয়।
জাতীয় সংসদে এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রী বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বৃদ্ধি করার বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্তের মধ্যে একটি। আপাতত বয়স বাড়ানোর কিংবা ৩৫ করার কোন সিদ্ধান্ত নেই। তবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে ভবিষ্যতে বিষয়টি দেখা হবে।
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির লক্ষ্যে আন্দোলনকৃত শিক্ষার্থীদের থেকে ১৫ জনকে শাহবাগ থানার পুলিশ আটক করেছে বলে অভিযোগ উঠেছে।