গাজীপুরের চন্দ্রায় যানবাহনের চাপ বাড়ছে
- আপডেট সময় : ১১:২৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
ঈদের আর মাত্র অল্প কয়দিনই বাকি রয়েছে। ইতিমধ্য শুরু হয়ে গেছে ঈদের মানুষের বাড়ি যাত্রা। বাংলাদেশের অন্যতম ব্যস্ত সড়ক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর চন্দ্রায় যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে ইতিমধ্যেই। এর ফলে সংশ্লিষ্ট বেশ কয়েকটি রাস্তায় থেমে থেমে চলছে গাড়ি।
গাজীপুরের চান্দ্র রাস্তার মাধ্যমে উত্তরবঙ্গের সকল গাড়ি চলাচল করে। যার কারণে এটি বাংলাদেশের অন্যতম ব্যস্ত একটি সড়ক হিসেবে গণ্য করা হয়। আসন্ন ঈদ উপলক্ষে গাজীপুরের চন্দ্রা এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজট নিয়ন্ত্রনে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন শুরু করে দিয়েছেন।
এ ব্যাপারে গাজীপুরের পুলিশ সুপার কাজি শফিকুল আলম সাংবাদিকদেরকে বলেন, গাজীপুরের চন্দ্রা, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ছাড়াও গাজীপুরের বেশ কয়েকটি এলাকা নিয়ে ইতিমধ্যে আমরা একটি পরিকল্পনা তৈরি করেছি। ঈদ উপলক্ষে যানজট নিরেসনে এসকল গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা প্রায় ১ হাজার ৪০০ পুলিশ সদস্য মোতায়ন করেছি।
উল্লেখ্য গাজীপুরের চন্দ্রা মোড় হতে উত্তরবঙ্গে প্রায় ১১৭ টির অধিক রাস্তায় যানবাহন চলাচল করে। উত্তরবঙ্গের লক্ষ লক্ষ মানুষ গাজীপুর ও ঢাকার আশেপাশের এলাকাগুলোতে কাজ করেন। ঈদ উপলক্ষে এসকল মানুষ একসাথে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলে রাস্তায় চাপ বাড়তে থাকে। অন্যান্য সময় গুলোর তুলনায় ছুটির দিনগুলোতে এই রাস্তায় কয়েক গুণ বেশি যানবাহন চলাচল করে।
গাজীপুরের চন্দ্রায় যানবাহনের চাপ বাড়ছে
ঈদের সময় ঢাকা টাংগাইল মহাসড়ক এবং গাজীপুরের চন্দ্রা থেকে যমুনা সেতু পর্যন্ত বেশ যানজটের সৃষ্টি হয়। যদিও ঈদের ছুটি এখনো শুরু হয়নি তার পরেও অনেক মানুষ ইতিমধ্য স্ত্রী সন্তানদের আগেই বাড়িয়ে পাঠিয়ে দিচ্ছেন। যার ফলে আজ থেকে গাজীপুরে চন্দ্রা এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চাপ বাড়তে শুরু করেছে।
এব্যাপারে গাজীপুরের মৌচাক এলাকায় কর্মরত এক পোশাক শ্রমিকের সাথে কথা হয়। তিনি বলেন গাজীপুরের চন্দ্রা মোড়ের পাশে তিনি ভাড়া থাকেন। তার গ্রামের বাড়ি দিনাজপুরে। তার অফিস ছুটি হবে ঈদের দুই দিন আগে। যেহেতু ঐদিন তীব্র যানজটের কারণে গাড়িতে ওঠা কষ্ট হবে তাই স্ত্রী এবং সন্তানদের আগেই বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। যাতে করে নিজের কষ্ট হলেও স্ত্রীর সন্তানদের কোন রকম কষ্ট না হয়।
আবার ঢাকায় অনেক শিক্ষার্থী রয়েছেন যারা উত্তরবঙ্গ হতে ঢাকায় এসে লেখাপড়া করছেন। তারাও যানজটের তীব্রতা শুরু হওয়ার আগেই বাড়ি যাত্রা শুরু করেছেন।
তবে গাজীপুরের চন্দ্রায় বিশাল উড়াল সেতু হওয়ার কারণে বিগত বছরগুলোর তুলনায় যানজট অনেকটা কমে এসেছে।
এব্যাপারে উক্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের কে জানান, গাজীপুরের চন্দ্রা এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। কিছু পয়েন্টে পয়েন্টে থেমে থেমে যানবাহন চলাচল করছে তবুও আগের তুলনায় অনেকটাই কমে এসেছে যানজটের ঝামেলা।