ফিরতি ট্রেনের টিকেট বিক্রি শুরু হয়েছে
- আপডেট সময় : ১২:৫৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
আজ সোমবার সকাল ৮ টা থেকে ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। ফিরতি ট্রেনের টিকেট আপনি রেলওয়ের ওয়েবসাইট কিংবা মোবাইল অ্যাপের মাধ্যমে ক্রয় করতে পারবেন। ফিরতি ট্রেনের টিকেট বিক্রি চলবে আগামী ১৪ জুন শুক্রবার পর্যন্ত।
ঈদুল আযহা বা কোরবানির ঈদের ছুটির পর ২০ জুনের ফিরতি ট্রেনের টিকেট বিক্রি চলছে আজ।
আগামীকাল অর্থাৎ ১১ তারিখ মঙ্গলবার বিক্রি হবে ২১ জুনের ফিরতি ট্রেনের টিকেট। ১২ জুন বিক্রি হবে ২২ জুনের ফিরতি ট্রেনের টিকেট এবং ১৩ই জুন বিক্রি হবে ২৩ জুনের ফিরতি ট্রেনের টিকেট এবং ১৪ জুন বিক্রি হবে ২৪ জুনের ফিরতি ট্রেনের টিকেট।
যারা পশ্চিম অঞ্চলে যাতায়াত করবেন তারা আন্তঃনগর ট্রেনের টিকেট সকাল ৮ টা থেকে ক্রয় করতে পারবেন এবং যারা পূর্বাঞ্চলে যাতায়াত করবেন তারা আন্ত:নগর ট্রেনের টিকেট আজকে বেলা ২ টার পর থেকে ক্রয় করতে পারবেন।
ফিরতি ট্রেনের টিকেট ক্রয় করার জন্য আপনাকে প্রথমে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের ওয়েবসাইটের রেজিস্ট্রেশন করতে হবে। যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছেন তারা শুধুমাত্র লগইন করলেই হবে।
নতুন রেজিস্ট্রেশন অথবা আগের একাউন্টে লগইন করার পর যে পেইজ আসবে সেখানে আপনার কাঙ্খিত যাত্রার তারিখ, গন্তব্য স্টেশন এবং অন্যান্য ঘরগুলো ফিলাপ করে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে।
ফিরতি ট্রেনের টিকেট বিক্রি শুরু হয়েছে
ফিরতি ট্রেনের টিকেট কাটার জন্য আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে। ট্রেনের টিকিট কাটার জন্য আপনি পেমেন্ট মেথড হিসেবে ভিসা কার্ড, মাস্টার কার্ড কিংবা বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারেন। ট্রেনের টিকিট কাটা শেষ হয়ে গেলে আপনাকে একটি টিকিটের ডিজিটাল ফরম প্রদান করা হবে। তারপর সেটি আপনি দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। তবে ট্রেনের টিকেট প্রিন্ট না করলেও কোন সমস্যা নেই। মোবাইলে থাকা টিকিটটি কর্তৃপক্ষকে দেখালেই হয়ে যাবে।
আমরা জানি প্রতি বছর দুই ঈদকে কেন্দ্র করে মানুষ ব্যাপক হারে ট্রেনে যাতায়াত করে। বিগত কয়েক বছর ধরে ট্রেনের টিকেট অনলাইনে বিক্রি করা হচ্ছে। এতে করে ফিরতে ট্রেনের টিকেট কাটতে মানুষের ভোগান্তি অনেক কম হচ্ছে।
শুধু অনলাইনে বিক্রি হচ্ছে ব্যাপারটি তাই নয়। ঈদে বাড়ি যাওয়ার ট্রেনের টিকেট কাটার পর ঈদের আগেই মানুষ বাড়ি থেকে ফেরার টিকেট কাটতে পারে। অর্থাৎ ফিরতি ট্রেনের টিকেট কাটার সুবিধাও রয়েছে। এতে করে মানুষ নিশ্চিন্তে বাড়ি যেতে পারে এবং বাড়ি হতে ঢাকায় ফিরতে পারে। তবে অনলাইনে টিকেট কাটা নিয়ে কেউ কেউ কিছুটা ভোগান্তিতে পড়েন। তবে দিন দিন সে সমস্যা গুলোর সমাধান হয়ে যাচ্ছে।
আবারো সোনার দাম কমেছে। বিস্তারিত জানতে এখানে প্রবেশ করুন।