ঈদুল আযহার চাঁদ দেখা গেছে ১৭ই জুন ঈদ
- আপডেট সময় : ০৯:২৬:১০ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
বাংলাদেশের আকাশে আজ শুক্রবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। আগামীকাল ৮ জুন শনিবার থেকে ১৪৪৪ হিজরি সনের জিলহজ মাস শুরু হবে। সেই হিসেবে এবারের ঈদুল আযহা বা কোরবানির ঈদ হবে ১৭ ই জুন সোমবার।
বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে চাঁদ দেখা কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। ঈদের চাঁদ দেখা দিয়েছে এবং ১৭ই জুন ঈদ উল আযহা সংঘটিত হবে এমনটা ঘোষণা করেন সভাপতি এবং মাননীয় ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান।
বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মহাকাশ গবেষণা সংস্থা এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য পর্যালোচনা করে সন্ধ্যায় বাংলাদেশের আকাশের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া গিয়েছে।
এসময় ঈদুল আযহার চাঁদ দেখা নিয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ধর্ম সচিব মোঃ হামিদ জামানদার এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা নিয়ে একটি ঘোষণা দেয় সৌদি আরবের সুপ্রিম কোর্ট। এবার সৌদি আরবের পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হবে ১৬ই জুন এবং পবিত্র হজ পালিত হবে ১৫ জুন। সেই হিসেবে বাংলাদেশ এবার ঈদুল আযহা বা কোরবানির ঈদ পালিত হবে ১৭ই জুন সোমবার।
ঈদুল আযহার চাঁদ দেখা গেছে ১৭ই জুন ঈদ
ঈদুল আযহা নির্ভর করে জিলহজ মাসের চাঁদ দেখার উপর। চাঁদ দেখার উপর নির্ভর করে ইসলাম ইসলাম ধর্মে ১২ মাসের সূচনা হয়। সেই হিসাব অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আযহা কুরবানীর ঈদ পালিত হয়। আর আরাফার দিন বা হজের দিন পালন করা হয় জিলহজ মাসের নবম দিনে।
ঈদুল আযহা বা কোরবানির উপলক্ষে পৃথিবীর ধর্ম-প্রাণ মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে গরু, ছাগল ভেড়া, দুম্বা, উট ইত্যাদি পশু কোরবানি করেন। আর আরাফার দিনে হজ যাত্রীরা আরাফার ময়দানে একত্রিত হয়ে প্রার্থনা করেন। যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) তার চূড়ান্ত খুতবা দিয়েছিলেন। সারা পৃথিবীর মুসলমানরা এই দিনে রোজা রাখেন।
যেহেতু বাংলাদেশের জিলহজ মাসের অর্থাৎ ঈদুল আযহার চাঁদ দেখা দিয়েছে সে হিসেবে ১৭ই জুন ঈদ হবে এটি নিশ্চিত। উপলক্ষে ঈদের ট্রেনের টিকেট এবং ছুটির ব্যাপারে ইতিমধ্য ঘোষণা দেওয়া হয়েছে।
আপনি কি আপনার ব্যক্তিগত ছবি কিংবা ডকুমেন্টস নিয়ে চিন্তিত? এখানে প্রবেশ করে জেনে নিন কিভাবে সেগুলোকে শতভাগ সুরক্ষিত রাখতে পারেন তার উপায়।