ঢাকা মেডিকেল থেকে ভুয়া চিকিৎসক আটক
- আপডেট সময় : ১১:১৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ভুয়া নারী চিকিৎসককে আটক করা হয়েছে। উক্ত ভুয়া নারী চিকিৎসকের নাম রিপা আক্তার। গত বৃহস্পতিবার ২০ জুন সন্ধ্যার দিকে হাসপাতালের গাইনি বিভাগের ২১২ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।
ঢাকা মেডিকেল কলেজের দায়িত্বরত আনসার সদস্যদের প্লাটুন কমান্ডার মিজানুর রহমান সাংবাদিকদের কে বলেন, নিজেকে চিকিৎসক দাবি করা ওই মহিলাটি গাইনি বিভাগে অ্যাপ্রোন পরা অবস্থায় ঘোরাফেরা করছিল। এতে করে আমাদের আনসার সদস্যদের মনে বেশ খানিকটা সন্দেহ হয়।
তারপর তার সাথে কথা বলার এক পর্যায়ে নারী আনসার সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি শেষ মুহূর্তে স্বীকার করতে বাধ্য হন যে তিনি আসলে চিকিৎসক নন।
ঢাকা মেডিকেল কলেজ থেকে আটকৃত নারী চিকিৎসক আরও দাবি করেন, তিনি বর্তমানে একটি ঔষধ কোম্পানিতে চাকরিরত অবস্থায় আছেন। তার এক আত্মীয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তাই তার আত্মীয়কে তিনি দেখতে আসেন।
ঢাকা মেডিকেল থেকে ভুয়া চিকিৎসক আটক
পরে ওই ভুয়া নারীর চিকিৎসককে তার আত্মীয়র ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি তার নাম বলতে পারেননি। যেটার এক পর্যায়ে তিনি স্বীকার করেন যে নিউমার্কেট থেকে একটি এপ্রোন কিনে ডাক্তার সেজে তিনি এখানে এসেছেন।
ঢাকা মেডিকেলে ভুয়া নারী চিকিৎসক আটকের ব্যাপারে উপ-পরিচালক ডাক্তার খালেকুজ্জামান খান বলেন, নিজেকে ডাক্তার দাবী করে ওই নারী চিকিৎসককে আমাদের আনসার সদস্যরা আটক করেন। তারপর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বীকার করেন যে তিনি ভুয়া চিকিৎসা। তারপর আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে হস্তান্তর করি।
আটককৃত ওই ভূয়া নারী চিকিৎসক ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় থাকেন। রিপা আক্তারের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল থানায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের দায়িত্বগত ইনচার্জ বাচ্চু মিয়া সাংবাদিকদের কে জানান, রিপা আক্তার নামের ভুয়া নারী চিকিৎসককে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক কিংবা চেম্বার থেকে ভুয়া চিকিৎসক আটক করা হয়। কিছু প্রতারক মানুষের আবেগের সুযোগ নিয়ে হাতিয়ে নেয়া লক্ষ লক্ষ টাকা। এমনকি ভুয়া চিকিৎসকের ফাঁদে পড়ে অনেকের জীবন চলে যায়। ঢাকা মেডিকেল কলেজের আটককৃত নারী ভুয়া চিকিৎসক তার একটি উৎকৃষ্ট উদাহরণ। তাই যেকোনো ধরনের চিকিৎসা সেবা নেওয়ার জন্য আমরা সর্বদা সচেতন থাকবো।