কোকাকোলার বিজ্ঞাপন নিয়ে সমালোচনার ঝড় অভিনেতাদের বয়কট
- আপডেট সময় : ১১:১৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
ফিলিস্তিন এবং ইসরায়েল ইস্যু নিয়ে সারা বিশ্বের জনগণ বয়কট করেছে কোকাকোলা। সেই সাথে বাংলাদেশের মানুষও কোকাকোলা বয়কট করার ডাক দিয়েছে। কিন্তু বিগত দুই দিন আগে কোকাকোলার একটি বিজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। তারপর থেকে বাংলাদেশের জনগন কোকাকোলার বিজ্ঞাপন এবং সেটির অভিনেতাদেরও বয়কট করার দাবি জানিয়েছে।
কোকাকোলার ওই বিজ্ঞাপনটিতে অভিনেতা হিসেবে আছেন শরীফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টু সহ আরো অনেকে।
এতদিন শুধু কোকাকোলা বয়কট করার ডাক দেওয়া হয়েছিল এখন কোকাকোলার বিজ্ঞাপনের অভিনয় শিল্পীদেরও বয়কটের হুমকি দিয়েছেন সাধারণ জনগণ। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন সমাজের যোগাযোগ মাধ্যমে বয়কটের কথা জানিয়ে পোস্ট করা হচ্ছে।
এব্যাপারে সাব্বির আহমেদ নামের একজন ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন, এরা আবারও যুবকদের ইমোশন নিয়ে খেলছে। তারা কি দেশের জনগণ এবং যুব সমাজকে একেবারেই মূর্খ ভাবে। বিনোদনের জায়গায় আমরা কেন তাদেরকে আর পছন্দ করব।
কোকাকোলার বিজ্ঞাপন নিয়ে সমালোচনার ঝড় অভিনেতাদের বয়কট
এ ব্যাপারে অভিনেতা শিমুল শর্মা এক পোষ্টের মাধ্যমে বলেন, বাংলাদেশে কোকাকোলা নিয়ে একটি ভূল ধারণা এমনিতেই ছড়িয়ে আছে। যদি কোন খাদ্যদ্রব্যকে ধর্মীয় মোড়কে মুড়িয়ে ফেলা হয় তাহলে কিছু করার থাকে না। সবাই নিজের জায়গা থেকে যেকোনো কিছু বলতে পারেন। সে জায়গা থেকে কোকাকোলা বিজ্ঞাপনটি বানিয়েছে।
তবে এ ব্যাপারে কোকাকোলা বিজ্ঞাপনের মূল অভিনেতা শরীফ আহমেদ জীবনের সাথে যোগাযোগ করার চেষ্টা হলে তাকে পাওয়া যায়নি।
সাধারণত কোন বিজ্ঞাপন কিংবা চলচ্চিত্র সমালোচিত হলে তার নির্মাতা নিয়েও প্রশ্ন ওঠে। বিজ্ঞাপনটির ধরন এবং অভিনেতাদের দেখে তাই অনেকে ধারণা করছেন এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি।
এদিকে বিজ্ঞাপন নির্মাতা কাজল আরিফেন অমি এ ব্যাপারে জানান, অনেকেই বিজ্ঞাপন দেখে মনে করছে এই বিজ্ঞাপনটি আমি নির্মাণ করেছি। কিন্তু এই বিজ্ঞাপন নির্মিত হয়েছে সেটিই আমি জানতাম না। বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর আমি জেনেছি। আমি কখনো বিজ্ঞাপন বানাইনি, আমি বর্তমানে নাটক এবং ওয়েব ফিল্ম নিয়ে কাজ করছি এবং ভবিষ্যতের সিনেমা তৈরি করব।
কোকাকোলা ইসরায়েলের দ্রব্য হওয়ায় বাংলাদেশের মানুষ এটি বয়কট করেছে। মাঝখানে এ নিয়ে অবশ্য আলোচনা সমালোচনা বেশ কিছুদিন বন্ধ ছিল। কিন্তু সম্প্রতি কোকাকোলার বিজ্ঞাপনটি ভাইরাল হওয়ার পর নতুন করে বয়কটের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সমালোচিত হচ্ছে।
মেঘনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে এখানে প্রবেশ করুন।