ব্যক্তিগত ছবি গোপন রাখার উপায়
- আপডেট সময় : ১১:৩৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
আমাদের জীবনে অনেক কিছু ব্যক্তিগতভাবে গোপন রাখার প্রয়োজন পড়ে। তথ্য প্রযুক্তির এ যুগে ব্যক্তিগত ছবি, ভিডিও, অডিও কিংবা নানারকম ডকুমেন্টস লুকিয়ে রাখার প্রয়োজনীয়তা অনেক। সেটা পরিবারের কোনো সদস্য কিংবা হ্যাকারদের কাছ থেকে লুকিয়ে রাখাই হোক না কেনো। চলুন জেনে নেই অন্যান্য ডকুমেন্টসহ ব্যক্তিগত ছবি কিভাবে গোপন রাখতে পারেন।
ব্যক্তিগত ছবি গোপন রাখার উপায় – ১
ব্যক্তিগত ছবি গোপন রাখার অন্যতম উপায় হচ্ছে গুগল ড্রাইভ ব্যবহার করা। আপনার যদি একটি জিমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে জিমেইলের অধীনে আপনি গুগল ড্রাইভে ১৫ গিগাবাইট জায়গা ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনার মোবাইলের সব সময় লগইন করা জিমেইলে যদি আপনি এ সকল ব্যক্তিগত ছবি গোপন রাখেন তাহলে ব্যাপারটি নিরাপত্তাহীন হয়ে গেল।
ব্যক্তিগত ছবি গোপন রাখার জন্য আপনি পুরোপুরি আলাদা একটা জিমেইল অ্যাকাউন্ট ওপেন করবেন। যে জিমেইল অ্যাকাউন্টটি অন্য কোথাও ব্যবহার করবেন না কিংবা কাউকে জানাবেন না। তারপর সেই জিমেইল একাউন্টের গুগল ড্রাইভে আপনি ব্যক্তিগত ছবি গোপন রাখতে পারেন। শুধু ব্যক্তিগত ছবি নয় এর পাশাপাশি আপনি বিভিন্ন রকম অডিও, ভিডিও কিংবা যেকোনো ধরনের ডকুমেন্টস গুগল ড্রাইভে আপলোড করে রাখুন। খেয়াল রাখবেন ওই জিমেইলের আইডি এবং পাসওয়ার্ড যেন অন্য কেউ না জানে। জিমেইলটি পুরোপুরি আপনার পার্সোনাল করে রাখবেন।
ব্যক্তিগত ছবি গোপন রাখার উপায়
আর হ্যাঁ গুগল ড্রাইভের নিরাপত্তার স্বার্থে অবশ্যই দুই স্তর বিশিষ্ট ভেরিফিকেশন সিস্টেম অন করে রাখবেন। এতে করে আপনার গোপন ছবি কিংবা ডকুমেন্টস গুলি নিরাপদে থাকবে।
ছবি গোপন রাখার উপায় – ২
গুগল ড্রাইভের মতো ছবি গোপন রাখার জন্য অনেক ক্লাউড ড্রাইভ রয়েছে। তবে সবগুলোই শতভাগ নিরাপদ নয়। গুগল ড্রাইভের মত আরেকটি নিরাপদ ক্লাউড সার্ভিস হচ্ছে ড্রপ বক্স। আপনি চাইলে আপনার গোপন বা ব্যক্তিগত জিমেইল বা মেইল একাউন্ট দিয়ে ড্রপবক্সে একটি অ্যাকাউন্ট ওপেন করুন। তারপর সেখানে ২ জিবি জায়গা পাবেন ব্যক্তিগত ছবি কিন্তু অন্যান্য ডকুমেন্টস রাখার জন্য। আর হ্যাঁ এখানেও দুই স্তর বিশিষ্ট নিরাপত্তার ভেরিফিকেশন অন করে রাখবেন।
ছবি গোপন রাখার উপরের ২ টি পদ্ধতি বেশ নিরাপদ। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মেইল এবং একাউন্ট অন্যদের কাছে শেয়ার না করছেন কিংবা কোথাও ব্যবহার না করছেন ততক্ষণ পর্যন্ত আপনার গোপন ছবি এবং তথ্য শত ভাগ নিরাপদ থাকবে। আপনার মোবাইল হারিয়ে গেলেও গোপন ছবি বা তথ্য নিরাপদে থাকবে।
আশা করি ব্যক্তিগত ছবি গোপন রাখার উপায় আপনি পেয়ে গেছেন। এরকম আরো প্রয়োজনীয় টিপস গুলো জানতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।
পরীক্ষায় ভালো করার দোয়া জানতে এখানে প্রবেশ করুন।