পুরাতন মোবাইল কেনার আগে যে বিষয়গুলি অবশ্যই যাচাই করে নিবেন
- আপডেট সময় : ০৯:৩৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম সঙ্গী হচ্ছে স্মার্টফোন। বর্তমান যুগে নিজেকে স্মার্টফোন ছাড়া কল্পনা করা একেবারে অসম্ভব। ব্যক্তিগত কাজ ছাড়াও প্রফেশন কিংবা বিজনেসের সকল কাজেই একটি স্মার্টফোনের প্রয়োজন। দ্রব্যমূলের ঊর্ধ্ব গতিতে বাড়ছে স্মার্টফোনের দাম। বেশি টাকা দিয়ে নতুন একটি স্মার্ট ফোন কেনা এখন বিলাসিতার মতো ব্যাপার। তাই অনেকে আমরা পুরনো এবং ইউজড স্মার্টফোন কিনে থাকি। পুরনো স্মার্টফোন কেনা দোষের কিছু নয় তবে কেনার সময় অবশ্যই কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। যাতে করে পরবর্তীতে কোন সমস্যায় না পড়েন।
আপনি যদি সম্প্রতি পুরনো কিংবা ইউজড স্মার্ট ফোন কেনার চিন্তাভাবনা করে থাকেন তাহলে নিচের পয়েন্টগুলো অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।
ফোনটির কন্ডিশন:
স্মার্টফোনটি হাতে নিয়ে সবার আগে এর বাহ্যিক অংশগুলো ভালোভাবে যাচাই করে নিবেন। বড় ধরনের কোন দাগ, পর্দায় কোন দাগ এবং সবগুলো বাটন ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সেটি ভালো করে দেখে নিন। ফোনটি ইতিপূর্বে খোলা হয়েছিল কিনা সেটিও বোঝার চেষ্টা করুন।
ফোনটি আসলে কতদিন ব্যবহার করা হয়েছে?
পুরাতন ফোন কেনার ক্ষেত্রে দাম নির্ধারিত হয় সাধারণত ব্যবহারের উপর ভিত্তি করে। ফোনটি যদি খুব বেশি পুরাতন হয়ে থাকে তাহলে এর ব্যাটারি পারফরম্যান্স কম হবার সম্ভাবনা থাকে। তাই পুরাতন ফোন কেনার আগে এটি কতদিন ব্যবহার করা হয়েছে কিংবা চার্জ কতক্ষণ থাকে সেটি সময় নিয়ে যাচাই করুন।
পুরাতন মোবাইল কেনার আগে যে বিষয়গুলি অবশ্যই যাচাই করে নিবেন
ফোনে কোন অপারেটিং সিস্টেম চলছে?
আপনি যে ফোনটি কিনতে যাচ্ছেন সেটাতে এখন অপারেটিং সিস্টেমের ভার্সন কত আছে সেটি ফোনের সেটিং এ গিয়েই দেখতে পারবেন। যদি এটি অনেক পুরনো অপারেটিং সিস্টেম হয়ে থাকে এবং আপগ্রেড করার সুযোগ না থাকে তাহলে নাকে নাই উত্তম। কারণ এতে আপনি লেটেস্ট ভার্সনের সফটওয়্যার গুলো চালাতে পারবেন না।
ফোনের সাথে অরিজিনাল আইএমইআই বক্স আছে কিনা?
আপনি চুরির ফোন ক্রয় করছেন কিনা সেটা জানার জন্য অবশ্যই ফোনের বক্সের সাথে মোবাইলের আইএমইআই নম্বরটি যাচাই করে নেবেন। না হলে পরবর্তীতে আইনি ঝামেলা হতে পারে।
ফোনের কনফিগারেশন:
আপনি যে পুরাতন ফোনটি ক্রয় করতে চলেছেন, সেটিতে কত জিবি রেম, কত জিবি স্টোরেজ কিংবা প্রসেসর কি ইত্যাদি বিষয়গুলো দেখে নিন। তাহলে ফোনের কার্যকারিতা বুঝতে পারবেন।
বিক্রেতার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া
পুরাতন ফোন ক্রয়ের ক্ষেত্রে এটি সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। আপনি যার কাছ থেকে ফোনটি ক্রয় করছেন অবশ্যই তার ছবি এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি নিজের কাছে রেখে দেবেন। তার আগে আইডি কার্ডগুলো ভেরিফাই করে নেওয়া গুরুত্বপূর্ণ।