ব্রণ দূর করার উপায়
- আপডেট সময় : ০৫:৩৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
ব্রণ দূর করার উপায় জানতে চান? ব্রণের সমস্যায় পড়েননি এমন মানুষ পাওয়া দুষ্কর। আমাদের কম বেশি সবারই একটা বয়সে ব্রণ সমস্যায় ভুগতে হয়। কারো কারো ব্রণ এমনিতেই ভালো হয়ে যায় আবার কারো কারো সারা জীবন ধরেই ব্রণ উঠে।
মুখের সৌন্দর্য নষ্টে কয়েকটি ব্রণই যথেষ্ট। মানুষের বিভিন্ন কারণে ব্রণ উঠতে পারে। আবার ব্রণ যে শুধু মুখে উঠে তা নয়। শরীরের যে কোন অংশে ব্রণ উঠতে পারে।
ব্রণ দূর করার উপায় আলোচনা করার এই পর্বে আমি আপনাদের সাথে কিছু ঘরোয়া পদ্ধতি শেয়ার করব। যেই পদ্ধতিগুলো অনুসরণ করে মাত্র কয়েকদিনেই আপনার মুখের ব্রণ দূর করে ফেলতে পারেন।
ব্রণ দূর করার উপায়
টুথপেস্ট
আপনারা কি জানেন ব্রণ দূর করার উপায় গুলোর মধ্যে একটি হলো মুখে টুথপেস্টের ব্যবহার। টুথপেস্টে থাকা উপাদান মুখের ব্রণ কে শুকাতে সাহায্য করে। আপনি রাতে ঘুমানোর আগে মুখ পরিষ্কার করে ব্রণের উপরে কিছুটা টুথপেস্টের প্রলেপ লাগিয়ে দিন। সকালবেলা দেখবেন বেশিরভাগ ব্রুণ শুকিয়ে মিশে যাচ্ছে।
নিম পাতা ও তুলসী পাতার ব্যবহার
নিম পাতা ও তুলসী পাতা একত্রে মিশিয়ে পেস্ট তৈরি করে মুখের ব্রণ গুলোতে লাগিয়ে দেন। এদের এন্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য শুধুমাত্র যে শুধু ব্রণ দূর করবে তা নয় পাশাপাশি অন্য দাগও দূর করে দিবে।
ডিমের সাদা অংশ
ব্রণ দূর করার জন্য ডিমের সাদা অংশগুলি ব্রণের জায়গাগুলোতে লাগিয়ে দিন। এভাবে অল্প কিছু দিন লাগালে দেখবেন ব্রণ ভালো হয়ে গিয়েছে।
শসার রস
আমাদের যাদের ব্রণ অনেক বেশি তৈলাক্ত তাদের ব্রণ সমস্যা বেশি থাকে। কারণ তৈলাক্ত ত্বক গুলোতে ময়লা জমে বেশি। তারপর সেই ময়লা থেকে ব্রণের সৃষ্টি হয়। শসার রস ত্বককে শুষ্ক রাখতে সাহায্য করে। তাই প্রতিদিন বাইরে থেকে এসে বা বাসায় থাকাকালীন সময়েও মুখে কিছুটা শসার রস মাখিয়ে রাখুন। আপনি চাইলে শসার রস দিয় আইসকিউব বানিয়ে রাখতে পারেন। তারপর মাঝে মাঝে সেটি মুখ এবং ব্রণের জায়গা গুলোতে ব্যবহার করুন। ব্রণ দূর করার উপায় গুলোর মধ্যেও এটি সবচাইতে বেশি কার্যকরী।
ব্রণ দূর করার উপায়
আপেল এবং মধুর মিশ্রন
ব্রণ দূর করার উপায় গুলির মধ্যে সবচাইতে বেশি জনপ্রিয় হচ্ছে আপেল এবং মধুর ব্যবহার। প্রথমে আপেলের কিছুটা পেস্ট তৈরি করে নিন। তারপর সেখানে কয়েক ফোঁটা মধু মিশ্রিত করুন। পেস্ট তৈরি হয়ে গেলে সেটি মুখের ব্রণের অংশগুলোতে লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। ব্রণ দূর করার জন্য এটা সপ্তাহে কয়েক বার ব্যবহার করুন।
ব্রণ দূর করার উপায় এবং তার থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু টিপস
• প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন।পানি শূন্যতার অভাবে ত্বকে ব্রণের মতো নানা রকম সমস্যা দেখা দেয়।
• সব সময় বাহির থেকে আসার পর মুখ ভালো করে পরিষ্কার করে নেবেন। মুখ ভালো করে পরিষ্কার না করে থাকলে লোমকূপের ভেতর দিয়ে থাকা ধুলাবালি গুলি ব্রণের সৃষ্টি করে। এটিকে ব্রণ দূর করার উপায় বা নিনজা টেকনিক বলতে পারেন।
• মুখে ব্রণ গুলোতে হাত দিয়ে খোঁচাখুঁচি করার অভ্যাস থাকলে সেগুলো বাদ দিন। তা না হলে প্রতিটি ব্রণ থেকে মারাত্মক দাগ তৈরি হতে পারে।
ব্রণ দূর করার সবচাইতে ঘরোয়া পদ্ধতি এগুলি। তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন এর জন্য কখনোই চিকিৎসকের পরামর্শ ছাড়া মেডিসিন গ্রহণ করা উচিত নয়। ব্রণ একটি প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। তাই ঘরোয়া এবং প্রাকৃতিক উপের মাধ্যমেই এটি দূর করা উচিত। তা না হলে ভবিষ্যতে ত্বকে আরো নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।
আপনারা ব্রণ দূর করার উপায় গুলি এখন জেনে গিয়েছেন। তবে এত কিছু করার পরেও যদি আপনার মুখের ব্রণ গুলি কোনভাবেই ভালো না হয় তাহলে যত দ্রুত সম্ভব চর্ম ডাক্তারের শরণাপন্ন হন।