বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট
- আপডেট সময় : ০৫:৩৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
ঈদ উপলক্ষে অতিরিক্ত যানবাহনের চাপে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে শুক্রবার রাত থেকে প্রায় ১৪ কিলোমিটার রাস্তা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছিল। তবে আজ শনিবার সকাল থেকে সেই যানজট পরিস্থিতি অনেকটাই কমে গেছে।
আজ সকাল থেকে বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজার সামনে যানবাহনের দীর্ঘ সাড়ি দেখা গিয়েছে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এটি আসলে যানজট নয়। অতিরিক্ত যানবাহনের চাপের কারণে টোল প্লাজায় কিছুটা দেরি হচ্ছে। যার কারণে থেমে থেমে চলছে গাড়ি।
ঢাকা এবং গাজীপুর এলাকার বেশিরভাগ প্রতিষ্ঠান বৃহস্পতিবারের ছুটি হওয়ায় শুক্রবারে যানবাহনের চাপ অতিরিক্ত ছিল।। আবার সেতুর পশ্চিম প্রান্তে অর্থাৎ সিরাজগঞ্জে যানবাহন চলতে পারছিলো না। যার কারণে কয়েক দফায় সেতুর টোল আদায় কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। তারপর সে তো থেকে প্রায় ১৪ কিলোমিটার এলাকা জুড়ে যানজট লেগে যায়।
অবশ্য আজ শনিবার সকালে ঢাকা আর টাঙ্গাইল মহাসড়কের বাইপাস এলাকা থেকে বঙ্গবন্ধু সেতুর আগ পর্যন্ত কোন যানজট দেখা যায়নি। শুধুমাত্র বঙ্গবন্ধু সেতুর পূর্বে কিছুটা গাড়ির সারি ছিল।
আমরা জানি উত্তরবঙ্গের সাথে যোগাযোগের একমাত্র রাস্তা হচ্ছে বঙ্গবন্ধু সেতু এবং টাকা-টাঙ্গাইল মহাসড়ক। ওপারের রাজশাহী, রংপুর, দিনাজপুর ইত্যাদি এলাকার সকল লোকজন ঢাকায় চাকরি, লেখাপড়া কিংবা বিভিন্ন কাজে নিয়োজিত। ঈদের ছুটি উপলক্ষে প্রায় সকল মানুষের একসাথে যাত্রা করলে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেশ চ্যান্সেলর সৃষ্টি হয়।
বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট
উক্ত রোডে ট্রাফিকের পুলিশের পরিদর্শক রফিকুল ইসলাম সাংবাদিকদের কে বলেন, অতিরিক্ত গাড়ির চাপ নিয়ন্ত্রণ করার জন্য এলংগা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত মহাসড়কটি একমুখী করে দেয়া হয়েছে। ঢাকা, গাজীপুর থেকে যে সকল গাড়ি উত্তরবঙ্গের দিকে যাচ্ছে শুধু মাত্র সেগুলোই এই পথে চলাচল করতে পারছে। অপরদিকে উত্তরবঙ্গ থেকে যমুনা পার হয়ে এই দিকে আসা গাড়িগুলো ভুয়াপুর হয়ে এলাংগা পর্যন্ত আসছে।
বঙ্গবন্ধু সেতু রোডে যতদিন গাড়ির চাপ থাকবে ততক্ষণ এই পদ্ধতিতে একমুখী যান চলাচলের ব্যবস্থা থাকবে।
এদিকে বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজার সূত্রে জানা যায়, ঈদের সময় স্বাভাবিকের চাইতে অনেক বেশি যানবাহন বঙ্গবন্ধু সেতু পার হয়। এপর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা।
যা বঙ্গবন্ধু সেতুর টোল আদায়ের রেকর্ড বলা যেতে পারে।
এর আগে ২০২৩ সালের ঈদ যাত্রায় বঙ্গবন্ধু সেতুতে একদিনে টোল আদায় হয়েছিল ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা।
এব্যাপারে বঙ্গবন্ধু সেতু সাইটের নির্বাহী ইঞ্জিনিয়ার আহসানুল কবির পাভেল সাংবাদিকদেরকে বলেন, দেশের সকল প্রতিষ্ঠান প্রায় একসাথে ছুটি হয়েছে। যার কারণে বঙ্গবন্ধু সেতুতে একদিনে অনেক যানবাহন পারাপার হচ্ছে এবং টোল আদায়ের রেকর্ড সৃষ্টি হয়েছে।