বেনজির আহমেদ সেন্ট মার্টিনেও জমি কিনেছেন
- আপডেট সময় : ০৩:০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
পৃথিবীর বিখ্যাত প্রবল দ্বীপ সেন্টমার্টিনে ১০ বছর আগে বেনজির আহমেদ জমি কিনেছেন। জমির পরিমাণ ১ একর ৭৫ শতাংশ। বেনজির আহমেদের সেন্ট মার্টিনের জমিতে এখন পর্যন্ত কোন প্রতিষ্ঠান বা স্থাপনা তৈরি হয়নি। জমি কেনার সময় বেনজির আহমেদ ঢাকা মহানগর পুলিশের কমিশনার ছিলেন।
সেন্টমার্টিনে বেনজিন আহমেদের জমিগুলো দেখাশোনা করেন আব্দুর রহমান। তিনি সেন্ট মার্টিন দ্বীপ বিএনপির আহবায়ক। কিছুদিন আগেই বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠে। তারপর থেকে অভিযোগটি আমলে নিয়ে দুদক তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে । বেনজির আহমেদ ও তার পরিবারের নামে দুটো এখন পর্যন্ত ৬৬১ বিঘা জমি, বিভিন্ন কোম্পানির শেয়ার, গুলশানে ৪ টি ফ্ল্যাট, প্রায় ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র এছাড়াও ৩০ টি ব্যাংক হিসাব, বিভিন্ন বিও হিসাব ও অন্যান্য বিপুল সম্পদের সন্ধান পান।
ইতিমধ্যে দুদকের নোটিশের মাধ্যমে তার বিভিন্ন ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। কিন্তু বেনজির আহমেদ আগেই বুঝে গিয়েছিলেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই ইতিমধ্য তিনি তার সব ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করেছে। সেই সাথে আগামী কয়েক দিনে বিক্রি করেছেন ফ্ল্যাট সহ বিপুল পরিমাণ সম্পদ।
বেনজির আহমেদ সেন্ট মার্টিনেও জমি কিনেছেন
সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ বর্তমানে কোথায় আছেন তা নিয়ে নির্দিষ্ট করে কোন তথ্য জানা যাচ্ছে না। তবে এখন একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে তিনি দেশে নেই।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রেকর্ড অনুযায়ী গত মে মাসের ৪ তারিখে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এসময় তার পরিবারও তার সঙ্গে ছিল।
এদিকে বেনজির আহমেদের অবৈধ সম্পদের সন্ধানে কাজ করে যাচ্ছে দুদক। দিন দিন তারা বেনজির আহমেদের বিভিন্ন সম্পদের খোঁজ পাচ্ছে। শুধু পরিবার কিংবা আত্মীয়-স্বজন নয় তার ঘনিষ্ঠ কিছু পুলিশ সদস্যদের নামেও সম্পদ ক্রয় করেছেন।
বেনজির আহমেদের আত্মীয় স্বজন এবং পুলিশ কর্মকর্তার নামে শত বিঘা আয়তনের মাছের খামারের তথ্য এসেছে দুদকের হাতে। দুদকের অভিযোগের প্রেক্ষিতে আগামী ৬ জুন আদালতে বেনজির আহমেদ ও তার পরিবারের হাজিরা রয়েছে। তিনি উপস্থিত হবেন কি না এ ব্যাপারে নিশ্চিত কোন তথ্য নেই। কিন্তু তার পক্ষের উকিলরা বিভিন্ন বক্তব্য উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে। বেনজির আহমেদ ও তার পরিবার আদালতে উপস্থিত হতে পারেন আবার নাও হতে পারে।
সামনেই শুরু হচ্ছে শাকিব খানের নতুন সিনেমার শুটিং। তার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছেন নায়িকা নাজিফা তুষি। বিস্তারিত জানার জন্য এখানে প্রবেশ করুন।