আছাদুজ্জামানের দুর্নীতির তদন্তে নামছে দুদক
- আপডেট সময় : ০২:৪৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
সম্প্রতি পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে শত শত কোটি টাকার সম্পদ অনুসন্ধান করছে বাংলাদেশ দুর্নীতির দমন কমিশন বা দুদক। ইতিমধ্যেই পুলিশের এই সাবেক মহাপরিদর্শক কে তলব করা হয়েছে।
বেনজির ঘটনা শেষ হওয়ার আগেই পুলিশের আরেক সাবেক কর্মকর্তা আছাদুজ্জামান মিয়ার বিপুল সম্পত্তির পরিমাণ নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে। ঢাকা মহানগর পুলিশের সাবেক এই কমিশনার দায়িত্ব পালনকালে ক্ষমতার জোরে বিপুল সম্পদ অর্জন করেছে বলে বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ করছে।
আছাদুজ্জামান মিয়ার এই অভিযোগের তদন্ত কার্যক্রম খুব শীঘ্রই শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দুদকের প্রধান আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
এব্যাপারে খুরশিদ আলম খান একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে বলেছেন, সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের যে তথ্যগুলোর সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে দুদক সেটি আমলে নিয়ে খুব শীঘ্রই অনুসন্ধান চালাতে পারে। বাংলাদেশ পুলিশ বাহিনীর আত্মমর্যাদা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে এগুলো অবশ্যই অনুসন্ধান হওয়া দরকার।
এদিকে বেনজির এবং আসাদুজ্জামান মিয়ার এই দুর্নীতির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন, অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন। দুর্নীতি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। সেই সাথে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন এবং দুদককেও কাজ করার স্বাধীনতা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
আছাদুজ্জামানের দুর্নীতির তদন্তে নামছে দুদক
সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া ও তার ফ্যামিলির নামে ঢাকায় একাধিক ফ্লাট, বাড়ি, জমি ও প্লটের তথ্য পাওয়া গিয়েছে।
ঢাকার একাধিক স্থানে আছাদুজ্জামান মিয়ার স্ত্রীর নামে দুটি ফ্ল্যাট ও মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া ঢাকার অদূরে নারায়ণগঞ্জ এবং গাজীপুরেও তার স্ত্রী সন্তানদের নামে বিপুল পরিমাণ জমি রয়েছে।
এসকল বিপুল অর্থ সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া অবৈধ উপায়ে লাভ করেছেন বলে সংবাদ মাধ্যমের দাবি। ইতিমধ্য আঝাদুজ্জামান ও তার পরিবার এবং স্বজনদের নিয়ে দেশ ত্যাগ করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে।
তবে দেশ ত্যাগের বিষয়টি নিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেছেন চিকিৎসার জন্য তিনি সপরিবারে সিঙ্গাপুর আছেন।
সে সাথে আছাদুজ্জামান মিয়া গত মঙ্গলবার ফোনের মাধ্যমে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অল্প কিছুদিনের মধ্যেই চিকিৎসা শেষ করে দেশে ফেরত আসবো। আমি বিদেশ আসার পরেই পরিকল্পিতভাবে এই সকল খবর প্রকাশ করা হয়েছে।
আছাদুজ্জামান মিয়ার সম্পত্তির ব্যাপারে প্রথম প্রতিবেদন প্রকাশ করে দৈনিক মানবজমিন পত্রিকা। তারপর আস্তে আস্তে অন্যান্য বেশ কয়েকটি পত্রিকায় এই সম্পদের তথ্য তুলে ধরা হয়।