শিমুল পারুল সিনেমার নায়িকা সুনেত্রার মৃত্যু
- আপডেট সময় : ০৬:০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
পুরনো বাংলা সিনেমার সাড়া জাগানো নায়িকা ও অভিনেত্রী সুনেত্রা আর বেঁচে নেই। গত এপ্রিল মাসের ২০ তারিখে ভারতের কলকাতায় জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এককালের জনপ্রিয় এই নায়িকা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। আশি ও নব্বই দশকের মাঝামাঝি সময়ে টিভি পর্দায় ঝড় তুলতেন অভিনেত্রী সুনেত্রা। সে সময়ের বহু হিট সিনেমার নায়িকা তিনি।
সাংবাদিকদের অভিনেত্রী সুনেত্রার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীর সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
অভিনেত্রী সুনেত্রার মৃত্যুর ব্যাপারে জায়েদ খান এক স্ট্যাটাসে লিখেন, তিনি ছিলেন এক সময়ের জনপ্রিয় নায়িকা, আমার শৈশবের অনেক পছন্দের একজন, তার চোখের দিকে তাকালে যে কেউ প্রেমে পড়তো। তিনি অভিনেত্রী সুনেত্রা। অনেকদিন আগেই বাংলাদেশ ছেড়ে কলকাতায় গিয়েছিলাম।
সেই সাথে জায়েদ খান আরো লিখেন, আমি বাংলাদেশ চলচ্চিত্রের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকাকালীন সময়ে বেশ কয়েকবার তার সাথে ফোনে কথা বলেছি। আজকের শুনলাম তিনি আর বেঁচে নেই। চলে গিয়েছেন পরপারে।
এভাবেই হারিয়ে যায় অনেক মানুষ। ভালো থাকবেন ওপারে। আপনাকে অনেক মিস করবো।
তারে ফেসবুক স্ট্যাটাসের উপরে ভিত্তি করে অভিনেত্রী সুনেত্রার ভাইয়ের সাথে যোগাযোগ করা হলে তিনি মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। অনেকদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন অভিনেত্রী সুনেত্রা।
শিমুল পারুল সিনেমার নায়িকা সুনেত্রার মৃত্যু
অভিনেত্রী সুনেত্রা সবথেকে বেশি সিনেমা করেছেন কলকাতায়। কলকাতার পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের অনেক সিনেমায় কাজ করেছেন তিনি।
১৯৭০ সালে কলকাতার জন্মগ্রহণ করেন অভিনেত্রী সুনেত্রা। তার আসল নাম হচ্ছে রিনা সুনেত্রা কুমার। থিয়েটারে কাজ করার মধ্য দিয়েই অভিনয় জগতে প্রবেশ করেছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী।
ঢাকার সিনেমায় অভিনেত্রী সুনেত্রাকে নিয়ে আসেন বাংলাদেশের সেই সময়কার বিখ্যাত পরিচালক মমতাজ আলী। প্রথম থেকে বেশ কয়েকটি সিনেমা করলে ১৯৯০ সালের দেলোয়ার জাহান ঝন্টুর পালকি ছবির মাধ্যমে সবচাইতে বেশি পরিচিত লাভ করেন তিনি।
সেই সময়কার জনপ্রিয় সব নায়ক জসিম, সোহেল রানা, ফারুক, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চনসহ সবার সাথেই অভিনয় করেছেন তিনি। শিমুল পারুল তার অন্যতম সিনেমা। সেই সময়ে শিমুল পারুল সিনেমা দেখেননি এমন কোন মানুষ পাওয়া যাবে না।
অবশেষে কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে অভিনেত্রী সুনেত্রা গত ২০ এপ্রিল ২০২৪ তারিখে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবরটি সম্প্রতি সময়ে আলোচনা এসেছে।