তীব্র তাপ প্রবাহে মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার ব্যাপারে নতুন নির্দেশনা
- আপডেট সময় : ০২:৫৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
দেশজুড়ে চলছে তীব্র তাপ প্রবাহ। ইতিমধ্য বেশ কয়েক দফায় হিট এলার্ট জারি করা হয়েছিলো। শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানও তীব্র গরমে বন্ধ রাখা হয়েছিলো। এই বছর তীব্র গরমে অসুস্থ হয়ে ১ দিনে ১৭ জন মৃত্যুর রেকর্ড হয়েছে। তাই মাধ্যমিক বিদ্যালয় গুলোকে মাউশির পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। উক্ত নির্দেশনা গুলো মেনে শিক্ষাপ্রতিষ্ঠান চালানোর জন্য বলা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের। চলুন জেনে নেই সেই নির্দেশনা গুলো কি কি।
নতুন নির্দেশনায় যা যা বলা হয়েছে সেগুলি হল:
• পরবর্তী নির্দেশনা না দেওয়ার আগ পর্যন্ত স্কুলের সব রকমের এসেম্বলি কিংবা সমাবেশ ক্লাস আপাতত বন্ধ রাখা;
• ক্লাস চলাকালীন সময়ে ক্লাসের সমস্ত দরজা জানালা খোলা রাখা, যাতে ক্লাসে যথেষ্ট পরিমাণ আলো বাতাস প্রবেশ করে;
• স্কুলে থাকা বৈদ্যুতিক পাখা কিংবা এসি সচল আছে কিনা সেদিকে খেয়াল রাখা;
• স্কুল প্রাঙ্গনে শিক্ষার্থীদের পান করার জন্য পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা;
• শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীদের জন্য সবচাইতে কাছের স্বাস্থ্য প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের ব্যবস্থা রাখা;
• স্কুলে পর্যাপ্ত খাবার স্যালাইনের ব্যবস্থা করা;
• স্কুলের শিক্ষার্থীরা যাতে রৌদ্রে বাইরে ঘোরাফেরা না করে সেদিকে খেয়াল রাখা;
• যেহেতু সকালের পর থেকে বিকাল ৩ টা পর্যন্ত রোদের তীব্রতা সবচাইতে বেশি থাকে তাই এই সময়ে সকলকে সূর্যের আলো থেকে যথাসম্ভব দূরে রাখা;
তীব্র তাপ প্রবাহে মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার ব্যাপারে নতুন নির্দেশনা
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড হতে ঘোষিত এই নির্দেশনা গুলি বাংলাদেশের সকল সরকারি এবং বেসরকারি বিদ্যালয়গুলোকে মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে। তীব্র গরমের ছোট্ট সোনামণিদের স্বাস্থ্য সুরক্ষায় এ সকল নির্দেশনা আমাদের সকলের মেনে চলা উচিত।
বিগত রমজান হতে তাপের তীব্রতায় জনজীবন এতটাই অস্বস্তি হয়ে পড়েছিল যে বেশ কিছুদিন এর জন্য স্কুল বন্ধ রাখা হয়েছিল। এতে শিক্ষার্থীদের লেখাপড়ায় কিছুটা ক্ষতির সাধন হয় তাই পুনরায় স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু সামনের দিনগুলোতে অর্ধ বার্ষিকী পরীক্ষাসহ নানা শ্রেণির কার্যক্রম রয়েছে তাই এখন আর স্কুল বন্ধ রাখা আপাতত সম্ভব নয়। কিন্তু শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড হতে উক্ত নির্দেশনা গুলো দেওয়া হয়েছে।
এনির্দেশনা গুলো মেনে চলার পাশাপাশি আপনারাও আরও কিছু বিষয় খেয়াল রাখতে পারেন।
আপনার আদরের ছোট্ট সোনামণিকে স্কুলে পাঠানোর সময় সাথে ছাতা দিয়ে দিবেন। যাতে সে রোদ হতে রক্ষা পায়। বাইরে কিংবা রাস্তার পাশে তে কোন রকম শরবত কিংবা জুস পান করা যাবে না। অতিরিক্ত ঠান্ডা পানি খাওয়া যাবে না। এরকম ব্যাপার গুলি মেনে চললে তীব্র গরমেও আপনার শিশু থাকবে সুস্থ।