তার প্রবাহ নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর
- আপডেট সময় : ১০:৫৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
বিগত বেশ কিছুদিন ধরে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দিন দিন বৃষ্টি প্রবণতা বাড়ছে। সারা দেশে একটু একটু করে বৃষ্টি হলেও রাজধানীতে নেই কোন বৃষ্টি। তাছাড়া এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঢাকা এবং এর আশেপাশের এলাকায় ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়েছেন নগরবাসি। এ অবস্থায় আজ বুধবার রাজধানীতে কিছুটা ঝুম বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কমেছে কিছুটা।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, খানিকটা বৃষ্টি হলেও ঢাকা রাজশাহী খুলনা বিভাগের উপর দিয়ে বেশ তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামী ২৪ ঘণ্টায় এই তাপ প্রবাহ কিছুটা কমতে পারে।
আজ ২৬ শে জুন আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘু চাপের কারণে পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিমবঙ্গে মৌসুমি বায়ুর কিছুটা বিস্তৃত হয়েছে। অন্য সকল এলাকায় মৌসুমির মাঝামাঝি অবস্থায় আছে।
আগামী কয়েক দিনের রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়া সহ মাঝানি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তার প্রবাহ নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর
সারাদেশে কয়েকদিনের মধ্যে বৃষ্টি প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রতিদিনই দেশের কথা না কোথাও তীব্র বেগে ঝড় বয়ে যাচ্ছে। এত করে গাছপালা ঘর বাড়ি ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষ যাতে এ সকল ঝড় থেকে নিজেকে সচেতন রাখতে পারে এবং প্রতিরোধ করতে পারে তার জন্য আবহাওয়া অফিসের পক্ষ থেকে দৈনিক তিনবার আগাম সতর্কবার্তা দেওয়া হচ্ছে।
আমরা জানি বিগত কয়েক মাস ধরে বাংলাদেশের উপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। এতে করে অতিরিক্ত গরমে মানুষ হিট স্ট্রোক করে মানুষ মৃত্যুর কোলে ঢোলে পড়ছে এবং অনেক মানুষ অসুস্থ হচ্ছে।
আগামী কয়েক দিন বৃষ্টিপাত বাড়ার সাথে সাথে সারা দেশে তাপমাত্রা কিছুটা কমতে থাকে।
আপনারা যারা বাইরে কাজ করেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। সাথে সব সময় ছাতা রাখবেন এবং কিছুক্ষণ পর পর বিশুদ্ধ পানি পান করবেন। তবে তীব্র গরমে কখনোই অতিরিক্ত ঠান্ডা পানি এবং রাস্তার পাশের শরবত খাওয়া উচিত নয়। এতে করে ডায়রিয়া সহ নানা রকম সমস্যা দেখা দিতে পারে।
বাতাসে আদ্রতা বেশি কারণে ভ্যাপসা গরমে মানুষ বেশি অসুস্থ হয়। এতে করে শরীরের পানি দ্রুত শুকিয়ে যায়। তাই যথা সম্ভব বিশুদ্ধ পানি পান করতে হবে। তাছাড়া অতিরিক্ত পরিমাণে স্যালাইন খাওয়া যাবেনা।