তাজিকিস্তানে হিজাব নিষিদ্ধ
- আপডেট সময় : ১১:০০:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
তাজিকিস্তানে হিজাব নিষিদ্ধ আইন পাশ হয়েছে। সম্প্রতি দেশকে সংসদের উচ্চ কক্ষে তাজিকিস্তানে হিজাব নিষিদ্ধের আইনটি পাস হয়। তাজিকিস্তানে এই নতুন আইন পাশের মাধ্যমে ঈদুল আযহা উদযাপনেও বাধা সৃষ্টি করা হয়।
সংবাদ মাধ্যম এশিয়া প্লাস এর প্রতিবেদনে বলা হয়, গত ১৯ শে জুন বুধবার মজলিসে মিলির ১৮ তম অধিবেশনে তাজিকিস্তানে হিসাব নিষিদ্ধের আইনটি পাশ করা হয়। কারণ উক্ত অধিবেশনে হিজাবের বিরুদ্ধে সবচাইতে বেশি সংখ্যাগরিষ্ঠ ভোট করে।
সেই সাথে উক্ত আইনে মেয়েদের হিজাবকে এলিয়েনের পোশাক বলে সম্বোধন করা হয়। সেই সাথে তাদেরকে তাজিকিস্তানে ঈদ উদযাপন কে বিদেশী সংস্কৃতি বলে অভিহিত করা হয়। তার জন্য দেশটি বিদেশি সংস্কৃতি উদযাপনে সমর্থন করতে পারে না বলে যুক্তি উপস্থাপন করে।
তাজিকিস্তানের নতুন এই আইনের পরিপ্রেক্ষিতে বলা হয়, এদেশের শিশুরা ঈদ উদযাপনে এবং অনুষ্ঠানে যোগ দিতে পারবে না। তাছাড়া এই নতুন আইন ঈদগার দাওয়াত নামে পরিচিত। তাজিকিস্তানে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা উপলক্ষে শিশুরা সবাইকে রাস্তায় গিয়ে এবং প্রতিবেশীদের বাড়িতে গিয়ে অভিবাদন জানায়।
এর আগে তাজিকিস্তানে হিজাব নিষিদ্ধের ব্যাপারে একটি আইন পাশ হয় যেটি মজলিসে নমওয়ানদাগন নামে পরিচিত। উক্ত বিলটি পাস হয় চলতি বছরের ৮ জুন।
তাজিকিস্তানে হিজাব নিষিদ্ধ
তাজাকিস্তানে হিজাব নিষিদ্ধ আইনটি মূলত ইসলামের ব্যবহৃত হেড স্কার্প এবং ইসলামের পোশাকের ঐতিহ্যবাহী লক্ষ্য করে প্রণীত করা হয়েছে। বিভিন্ন মাধ্যমে জানা যায়, সাম্প্রতিক সময়ে তাজাকিস্তানে হিজাবের মত পোশাকগুলো মধ্যপ্রাচ্য থেকে আসা শুরু করেছে এবং দেশটিতে সর্বত্র ছড়িয়ে পড়ছে।
তাজিকিস্তানে হিজাব নিষিদ্ধ হওয়ার ব্যাপারে সরকারি কর্মকর্তারা এ ধরনের পোশাককে ইসলামিক চরমপন্থীদের তুলনা করছেন।
তাজিকিস্তান হলো এশিয়া মহাদেশের স্থল বিশিষ্ট একটি রাষ্ট্র। এর পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো হলো কাজাকিস্তান এবং দক্ষিণ আফগানিস্তান। কাজাকিস্তানে প্রায় ৯৭ শতাংশ অধিবাসী মুসলমান। গত ২০০৯ সালে তাজিকিস্তানে ইসলামকে সরকারি ধর্ম হিসেবে ঘোষণা করা হয়। তবে এটা তাজাকিস্তানে অন্য যে কোন ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা রয়েছে।
তাজিকিস্তানে হিজাব নিষিদ্ধের আইন ইতিমধ্যে পাশ হয়ে গেছে। তাজিকিস্তানে কোন ধর্মীং দল প্রার্থনার উদ্দেশ্যে অনুমোদন ছাড়া একত্রিত হলে উপাসনার স্থান বন্ধ করে দেওয়াসহ বড় অংকের টাকা জরিমানা হতে।
তাজিকিস্তানে হিজাব নিষিদ্ধ হওয়ার বিষয় নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে এটি নিয়ে আলোচনা এবং সমালোচনা হচ্ছে। সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের স্থানে হিজাব নিষিদ্ধ হওয়াটা সত্যিই আশ্চর্যজনকভাবে দাবী করেছেন অনেকেই।