কবি অসীম সাহা মারা গিয়েছেন
- আপডেট সময় : ১১:২১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
কবি অসীম সাহা মারা গিয়েছেন। আজ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসাধীন অবস্থায় বেলা ২:০০ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি অসীম সাহা।
সাংবাদিকদেরকে কবি অসীম সাহার (৭৫) মৃত্যুর খবর নিশ্চিত করেন বাংলা একাডেমীর মহাপরিচালক কবি মোঃ নুরুল হুদা।
কবি অসীম সাহা গত মে মাসের ২১ তারিখ থেকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। একুশে পদপ্রাপ্ত কবি অসীম সাহার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। বিগত কয়েক বছর ধরে তিনি ডায়াবেটিসসহ নানা অসুখে ভুগছিলেন।
তাছাড়া চলতি বছরের শুরুর দিকেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। চিকিৎসকরা তখন তাকে দেখে জানিয়েছিলো, বিষন্নতায় ভুগছেন কবি অসীম সাহা। এছাড়াও রয়েছে তার হাত কাঁপা রোগ, কোষ্ঠকাঠিন্য এবং ডায়াবেটিস।
বাংলা একাডেমীর মহাপরিচালক সাংবাদিকদের কে জানান, কবি অসীম সাহার শ্রদ্ধা নিবেদনে আগামী বুধবার উনার মৃতদেহ বাংলা একাডেমীর প্রাঙ্গণে নেয়া হবে।
অসীম সাহার ছোট ছেলে অর্ঘ্য সাহা সাংবাদিকদের কে জানান, মরার আগে তার বাবা মরদেহ দান করার ইচ্ছা প্রকাশ করে গেছেন।
কবি অসীম সাহা মারা গিয়েছেন
প্রয়াত কবি অসীম সাহা ২০১২ সালে বাংলা একাডেমীর সাহিত্য পুরস্কার অর্জন করেন। সেই সাথে ২০১৯ সালে তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক লাভ করেন। এছাড়াও তিনি আরও অর্জন করেন আলো সাহিত্য পুরস্কার ও শিল্পচর্চা জয়নাল আবেদীন পুরস্কার সহ অন্যান্য বহূ সম্মাননা।
কবি অসীম সাহার জন্ম ১৯৪৯ সালে নেত্রকোনা জেলায়।
তার পৈতৃক নিবাস হচ্ছে মাদারীপুর। নেত্রকোনা তার মামার বাড়ি। কবি অসীম সাহার বাবা আখিল বন্ধু সাহা ছিলেন অধ্যাপক।
অসীম সাহা ১৯৬৫ সালে এসএসসি পাস করেন এবং ১৯৬৭ সালে এইচএসসি পাশ করেন মাদারীপুর নাজিম উদ্দিন মহাবিদ্যালয় থেকে। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। ছোটবেলা থেকে বেশ মেধাবী ছিলেন কবি অসীম সাহা। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ হলে তার লেখাপড়া কিছুটা পিছিয়ে যায় এবং ১৯৭৩ সালের স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
তিনি লিখেছেন অনেক কবিতা উপন্যাস প্রবন্ধ এবং গান।
তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ হল, শেয়ালের ডিগবাজি, কিলের চোটে কাঁঠাল পাকে, শ্মশান ঘাটের মাটি গল্প, পুরনো দিনের ঘাসফুল ইত্যাদি।
বাংলা সাহিত্যে অনেক অবদান রেখেছেন কবি অসীম সাহা। আমরা তার মৃত্যুতে শোকাহত এবং সেইসাথে তারা আত্মার মাগফেরাত কামনা করছি।