ঈদে আবহাওয়া কেমন থাকবে
- আপডেট সময় : ১০:২৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
আগামী ১৭ জুন সোমবার পবিত্র ঈদুল আযহা। এবারের কোরবানি ঈদে আবহাওয়া কেমন থাকবে এ ব্যাপারে অনেকেই শংকিত। কারণ বৃষ্টির দিনে কোরবানির ঈদে নানা কাজে বেশ বিঘ্ন ঘটে। তাই আপনাদেরকে আগে থেকেই সতর্ক করতে ঈদের দিনের আবহাওয়া সম্পর্কে জানাতে এসেছি।
আজ শুক্রবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ঈদের আগের দিন রবিবার সকাল ৯ টা থেকে ঈদের দিন সোমবার সকাল ৯ টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ ছাড়া বাংলাদেশের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম এলাকায় অস্থায়ী দমকা সহ ঝড় বৃষ্টি হতে পারে। সেই সাথে দিনের বেলা এবং রাতে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে।
ঈদের দিন বরাবরের মতোই বাতাসে জলীয় বাষ্পের অধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজ করতে পারে। আমরা জানি বিগত কয়েক মাস ধরে ভ্যাপসা গরম এবং তীব্র তাপ প্রবাহ দেশের মানুষ বেশ অতিষ্ঠ।
আজ শুক্রবার অবশ্য দেশের বিভিন্ন জায়গায় কিছুটা বৃষ্টিপাত হয়েছে।। ঈদের দিন সোমবার সকালে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হলেও দিনের বেলা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
ঈদে আবহাওয়া কেমন থাকবে
পবিত্র ঈদুল আযহা বা কোরবানির ঈদকে ঘিরে মানুষ পশু কোরবানি, মাংস ভাগ বাটোয়ারা ইত্যাদি কাজ নিয়ে ব্যস্ত থাকে। বিগত বছরেও ঈদের দিনে সকালে বেশ বৃষ্টিপাত হয়েছিল। যার কারণে জনজীবনে বেশ দুর্ভোগ নেমে এসেছিল।
গতবারের তুলনায় এবারও যেহেতু ঈদের আবহাওয়া বৃষ্টি ময় থাকবে তাই আগে থেকেই যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে ফেলতে পারেন।
বৃষ্টি উপলক্ষে প্রস্তুতি হিসেবে ঈদের নামাজ পড়ার স্থানগুলোতে সামিয়ানা ব্যবস্থা করা যেতে পারে। ঈদের দিনের আবহাওয়ার সংবাদর আরও বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও অনেক ভারী বৃষ্টিপাত হতে পারে।
আমরা জানি বিগত বেশ কিছুদিন ধরেই মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর দিয়ে বেশ সক্রিয়ভাবে বয়ে যাচ্ছে। যার কারণে মাঝে মাঝে এই দেশের বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। রোজার ঈদের পরে দেশজুড়ে অতিরিক্ত গরম এবং হিট প্রবাহ বয়ে গেছে। কিন্তু সে সময় তেমন বৃষ্টিপাত না হওয়ায় গরমের পরিমাণ অনেক বেশি ছিল। বর্তমান সময়ে অনেক গরম থাকলেও থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে তাপমাত্রা কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে।
আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন ঈদের দিনে আবহাওয়া কেমন থাকবে। তাই কোরবানির ঈদকে ঘিরে আপনাদে প্রস্তুতি সম্পন্ন করে ফেলুন। তা না হলে বৃষ্টি ঘেরা দিনে পড়তে পারেন বেশ বিড়ম্বনায়।