মিশরের ছোট্ট হাজি ইয়াহিয়া মোহাম্মদ রমজানের মৃত্যু
- আপডেট সময় : ০২:১৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
ছোট্ট হাজি ইয়াহিয়া মোহাম্মদ রমজান ইন্তেকাল করেছেন। বিগত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল ছোট্ট হাজী ইয়াহিয়ার ইহরাম পরিহিত ছবি। তার কিছুদিন পরেই মারা গিয়েছে। তারপর থেকে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে যে কুদৃষ্টির প্রভাবে তার মৃত্যু হয়েছে।
গত মঙ্গলবার আরবি সংবাদ মাধ্যম এরাবিক ২১ ছোট হাজী ইয়াহিয়ার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছে। সংবাদ মাধ্যমটি আরোও জানিয়েছে, ছোট্ট হাজী ইয়াহিয়ার মৃত্যুতে তার নিজ দেশ মিশরের শহর কুফুর আল শেখ শহরে চলছে শোক।
সেই সাথে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি পোস্ট ছড়িয়ে পড়েছে। পোষ্ট টির বাংলা অর্থ অনেকটা এরকম, কুদৃষ্টি এবং নেতিবাচক প্রভাব আসলে সত্য। হারাম শরিফে মিশরের সবচাইতে ছোট হাজী ইয়াহিয়া মোহাম্মদ মৃত্যুবরণ করেছে। ছোট্ট হজি ইয়াহিয়ার ইহরাম পরিচিত ছবি তার মা সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে পোস্ট করার পরেই সে মারা যায়। ইয়াহিয়া তার মা বাবার সাথে হজ করার সময় প্রচন্ড গরম সহ্য না করতে পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
আরেকটি সংবাদ মাধ্যম আল খালিদ দাবী করেছে যে ইয়াহিয়ার বাবা-মা যখন হজ পালন করছিল তখন উচ্চ তাপমাত্রা সহ্য না করতে পেরে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।
মিশরের ছোট্ট হাজি ইয়াহিয়া মোহাম্মদ রমজানের মৃত্যু
আবার মিশরের সংবাদ মাধ্যম আল ওয়াতান শিশুটির এক স্বজনের বিবৃতির বরাত উল্লেখ করে বলেছে যে, ইয়াহিয়ার মা-বাবার হজ পালনের সময় তাপমাত্রা সহ্য করে মৃত্যু ঘটেছে এরকম কথাটি সঠিক নয়।
আল ওয়াতান সংবাদমাধ্যমটি আরোও বলেছে, কাজের কারণে ইয়াহিয়া তার পরিবারের সাথে সৌদি আরব বসবাস করত। ইয়াহিয়া যখন তার ভাই-বোনদের সাথে তাদের বাসার ছাদে খেলাধুলা করছিল তখন হঠাৎ সে ছাদ থেকে পড়ে যায়। তারপর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ছোট হাজী ইয়াহিয়াকে মৃত ঘোষণা করে।
ইয়াহিয়ার ওই আত্মীয় নিশ্চিত করেছেন যে, ইয়াহিয়ার জানাজা শেষে সৌদির মাটিতেই তাকে দাফন করা হয়েছে। আর ইয়াহিয়ার যে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেগুলি এখনকার নয়। সেই ছবিগুলো বেশ আগের যখন তার মা বাবার সাথে সে ওমরা হজ করতে গিয়েছিল।
অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশরের ছোট্ট হাজী ইয়াহিয়া মোহাম্মদ রমজানকে নিয়ে যে খবর ছড়িয়ে গিয়েছে সেটি সত্য নয়। মূলত হজ করার সময় তীব্র গরমে মৃত্যু, তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর কুদৃষ্টি বা নেতিবাচক প্রভাব ইত্যাদি বিষয়গুলি বানোয়াট। মূলত তার বাসায় ভাই-বোনদের সাথে খেলার সময় ছাদ থেকে পড়ে ছোট হাজী ইয়াহিয়া মোহাম্মদ রমজানের মৃত্যু ঘটেছে। আর তার ভাইরাল হওয়া ছবি গুলো ঘটনার অনেক আগের।